গোলের কারিগর মেসি • বায়ার্নের অবাক হার
রুনি-রবিন যুগলবন্দিতে অন্য চেহারা ম্যান ইউয়ের
উরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, চেলসির জয়ের ভিন্ন ভিন্ন তাৎপর্য যেমন, তেমনই বাটে বোরিসভের কাছে বায়ার্ন মিউনিখের অপ্রত্যাশিত হারের তাৎপর্য আবার আর এক রকম।
রুনি-ফান পার্সি স্ট্রাইকিং জুটিকে মরসুমে প্রথম বার প্রথম থেকে ব্যবহার করতেই ম্যান ইউয়ের অন্য চেহারা। ফার্গুসনের দল ক্লুজকে ২-১ হারিয়ে গ্রুপ শীর্ষে, পুরো ছ’পয়েন্ট নিয়ে। চেলসি গত বার ইউরোপ সেরা হলেও গত মরসুমে গ্রুপ পর্যায়ে একটাও অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি। এ বার গ্রুপে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচটাই চেলসি বড় ব্যবধানে (৪-০) সুইডেনে গিয়ে জিতল নর্ডসের বিরুদ্ধে। বার্সেলোনার লিসবনে বেনফিকাকে ২-০ হারানোর পিছনে আরও এক বার লিও মেসির সবচেয়ে বড় অবদান। তবে গত রাতের সবচেয়ে অভাবনীয় গত বারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট বায়ার্নের শেষ ১২ মিনিটে দু’গোল হজম করে বোরিসভের কাছে ১-৩ হার! টুর্নামেন্টে বায়ার্ন শেষ পাঁচটা অ্যাওয়ে ম্যাচের চারটেই হারল! ইতালি আর স্পেনের দুই নামী ক্লাবের মধ্যে জুভেন্তাস ১-১ ড্র করেছে ডনেস্কের সঙ্গে। বোনুচি সমতা ফেরানোয় জুভের কপালে অন্তত এক পয়েন্ট জুটেছে। ভ্যালেন্সিয়া অবশ্য জোনাসের জোড়া গোলে ২-০ হারায় লস-কে। ম্যান ইউয়ের গ্রুপে গালাতাসারে তুরস্কে ঘরের মাঠে ০-২ হেরেছে ব্রাগার কাছে।

রুনির জলপান। স্যর ফার্গির সঙ্গে ম্যাচের ফাঁকে। ছবি: রয়টার্স।
ম্যান ইউ ২৩ বছর পরে গত শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহামের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে হারায় মুষড়ে ছিলেন ‘রেড ডেভিলস’ ভক্তরা। তাঁদের আরও আতঙ্কিত করে ম্যাচে ১৪ মিনিটেই পিছিয়ে পড়েছিল ফার্গির টিম। ক্লুজের কেপতানোসের গোলে। কিন্তু রুনি-পার্সি চমকপ্রদ বোঝাপড়া থেকেই ডাচ ফরোয়ার্ডের জোড়া গোলে জয় তুলে নিল ম্যান ইউ। বিরতির ঠিক আগে রুনির ফ্রিকিক থেকে ফান পার্সি কাঁধ দিয়ে সৌভাগ্যক্রমে গোল করে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধের গোড়ায় আবার রুনির বুদ্ধিদীপ্ত পাস থেকে ফান পার্সি দ্বিতীয় গোল করেন। তবে দুই তারকাই বলছেন, যত ম্যাচ খেলবেন, তাঁদের বোঝাপড়া আরও ভাল হবে। একই সঙ্গে একে অন্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। রুনি বলেছেন, “রবিনের দু’টো গোলই ভাল। চমৎকার ফিনিশ করেছে। তবে আমাদের আরও আগে গোল তুলে নিতে হবে।” রবিন ফান পার্সি বলেছেন, “রুনিকে ধন্যবাদ। কারণ, ফুটবলে সব ভাল আক্রমণই শুরু হয় ভাল পাস থেকে। যেটা রুনি করেছে।” আর যুগলবন্দি নিয়ে ম্যান ইউ বস ফার্গুসন বলেছেন, “পাস আর ফিনিশ, দু’টোই সমান ভাল।” তা হলে রুনি-রবিনের কম্বিনেশন ম্যান ইউকে অপ্রতিরোধ্য করে তুলতে পারে? “এখনই সেটা বলা কঠিন। তবে আমি সেটাই আশা করি,” একই সঙ্গে সতর্কতা এবং আশাবাদ স্যর অ্যালেক্স ফার্গুসনের গলায়।
চেলসি আবার একতরফা ম্যাচে ৩৩ থেকে ৮৯ মিনিটে চার গোল করে খুয়ান মাতা (২), লুইজ ও রামিরেজের মাধ্যমে। ফেরনান্দো তোরেস ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দুর্দান্ত বোঝাপড়ায় চেলসিকে ভয়ঙ্কর আক্রমণাত্মক দেখিয়েছে। এই টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে চেলসি চার গোলের ব্যবধানে জিতল পাঁচ বছর পরে। আর টুর্নামেন্টে চেলসির সরাসরি ফ্রিকিক থেকে গোল এল চার বছর পরে। যেটা করেন ডেভিড লুইজ।

মেসিকে আটকাতে সাঁড়াশি প্রতিরোধ। ছবি: এএফপি।
আবার অনেক ম্যাচ পরে বার্সেলোনার স্কোরলাইনে মেসি নামটা না থাকলেও দু’অর্ধে সাঞ্চেজ এবং ফাব্রেগাসকে দিয়ে গোল করান আর্জেন্তিনীয় মহাতারকাই। মেসির মাপা ক্রস থেকে বেনফিকা গোলের খুব সামনে দাঁড়িয়ে শট নিয়েছিলেন সাঞ্চেজ। আর ফাব্রেগাসকে মেসি বিপক্ষের ডিফেন্সে বুটের জঙ্গলের মধ্যেও অনবদ্য পাস বাড়িয়েছিলেন।
তবে গ্রুপে শীর্ষে থাকা বার্সেলোনার জন্য খারাপ খবর, ডিফেন্সের স্তম্ভ পুওলের চোট। ম্যাচের শেষের দিকে বার্সার কর্নারে হেড দিতে উঠে বাঁ হাতের উপর আছাড় খেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। ফলে জর্জি আলবার ঘাড়ে ডিফেন্স সামলানোর দায়িত্ব বাড়তে চলেছে। যদিও তিনি বলেছেন, “পুওল প্রচণ্ড শক্তিশালী। সে জন্য তাড়াতাড়ি মাঠে ফিরবে আশা করি।”
তবে বায়ার্নের ইউরোপিয়ান লিগে অ্যাওয়ে ম্যাচের ‘ভূত’ ঘাড় থেকে কবে নামবে বলা বোধহয় কঠিন। শেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচের চারটেই হারলেন লাম-ক্রুজ-সোয়াইনস্টাইগার-নয়েররা। গত রাতে মিন্স-এ বোরিসভ জার্মান হেভিওয়েট দলের বিরুদ্ধে পাভলভ, রোদিওনভ ও রেনানের গোলে (০-২ থেকে রিবেরির ১-২ করার সান্ত্বনা গোল ইনজুরি টাইমের প্রথম মিনিটে হওয়ার পর রেনান ৩-১ করেন ৯৪ মিনিটে) জিতলেও ‘ম্যান অব দ্য ম্যাচ’ তাদের গোলকিপার গোরবুনভ। বায়ার্ন এতটাই আক্রমণাত্মক ছিল! কিন্তু তাতেও তাদের বিদেশের মাঠে কপাল খোলেনি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.