বাজির মশলায় আগুন, পুড়ল ঘর
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
বাড়িতে রাখা বাজি তৈরির মশলায় আগুন লেগে পুড়ে গেল দু’টি ঘর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের বাসুবাটি মালাপাড়ায়। পুলিশ জানায়, মগলা মালা নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরির মশলা মজুত করা ছিল। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁর পুত্রবধূ রান্না করছিলেন। সে সময়ে মগলার নাতি একটি ফুলঝুড়ি ধরিয়ে ঘোরাঘুরি করছিল। সেখান থেকেই ঘরের কোণে রাখা বাজির মশলায় আগুন ধরে যায়। দু’টি ঘর পুড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। পুলিশ বাড়ির মালিককে আটক করেছে। বাজি তৈরির বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। |
স্কুলে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
সর্বশিক্ষা অভিযানে পাওয়া স্কুল ভবন তৈরির টাকায় নিম্নমানের ইট কেনার অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ দেখালেন মানুষ। গোঘাটের ভুরকুণ্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। কাজও বন্ধ করে দেন। গোঘাট ১ বিডিও শিবপ্রসাদ দত্তগুপ্ত বাস্তুকারদের তদন্তে পাঠান। বিডিও জানান, কিছু ইট খারাপ ছিল। সেগুলি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।” স্কুলের প্রধান শিক্ষক নিশীথবরণ হাজরা বলেন, “সরাসরি ভাটা থেকে ইট সরবরাহ হয়েছে। খারাপ ইট আমরাই চিহ্নিত করে পরিবর্তন করে দিতে বলেছি। তারপরেও বিক্ষোভ কেন হল, তা বুঝতে পারছি না।” |
অজ্ঞাতপরিচয়ের দেহ উদ্ধার |
ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। বুধবার ঘটনাটি ঘটেছে বলাগড়ের নাটাগড়ের কাছে অসম লিঙ্ক রোডের ধারে একটি আমবাগানের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে আমবাগানের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন আশপাশের মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। গলায় দড়ির ফাঁস দিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। |
খেলার মাঠের উন্নতি-সহ কয়েকটি দাবিতে বুধবার সন্দেশখালি-১ ব্লক অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন মহিলা ফুটবলাররা। পুলিশ আসে। মহিলা ফুটবলাররা স্টেডিয়াম গড়া, পোশাক পরিবর্তনের ঘর, পানীয় জলের ব্যবস্থা-সহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। পানীয় জল ও শৌচাগারের প্রতিশ্রুতি মিলেছে। |