মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করে ইতিহাস সৃষ্টি করেছিলেন রাধানাথ সিকদার। ২০১৩ সালে তাঁর জন্ম-দ্বিশত বর্ষ পালিত হবে। ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট রাজ্যের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রথম সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স চালু হয়েছিল। এই শিক্ষা প্রতিষ্ঠান হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত। শিক্ষা প্রতিষ্ঠানটি ব্যান্ডেল সার্ভে কলেজ নামেও পরিচিত। দেশ-বিদেশে এই ইনস্টিটিউটের ঐতিহ্য এবং খ্যাতি আজও বর্তমান। এখানকার বহু ছাত্রছাত্রী সুনামের সঙ্গে দেশে ও বিদেশে কাজ করে চলেছেন। যে হেতু রাধানাথ সিকদার সার্ভে ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আবেদন, ওই ইনস্টিটিউটে রাধানাথ সিকদারের একটি আবক্ষ মূর্তি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। কালীশঙ্কর মিত্র। সম্পাদক, স্টুডেন্টস্ রি-ইউনিয়ন কমিটি, ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট।
|
উদয়নারায়ণপুর কলেজ থেকে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজন। বর্তমানে রাস্তার পিচ উঠে গিয়ে ছোট ছোট খানাখন্দ তৈরি হয়েছে। এই রাস্তার পাশেই কলেজ, হাসপাতাল, পঞ্চায়েত সমিতি, থানা ছাড়াও একাধিক সরকারি কার্যালয় এবং স্কুল রয়েছে। প্রতিদিন বহু মানুষ, ছাত্রছাত্রী এবং রোগী এখান দিয়ে যাতায়াত করেন। এটি সারানো দরকার।
নিমাই আদক। উদয়নারায়ণপুর।
|
বাগনান থানার অন্তর্গত বেশ কিছু গ্রামে সজলধারা প্রকল্প চালু হলেও বাগনান শহর এখনও সে সুযোগ থেকে বঞ্চিত। বর্তমানে প্রতিটি এলাকায় যে কলের সাহায্যে জল সরবরাহ করা হয়, তার অবস্থাও খুব খারাপ। অধিকাংশ কল ভেঙে গিয়েছে, নয়তো রাস্তা উঁচু করে করায় কল গর্তে ঢুকে গিয়েছে। সকালে দু’বার এবং বিকেলে একবার করে জল সরবরাহ করা হলেও বিদ্যুৎ না থাকা ও অন্যান্য কারণে প্রায়ই তা অনিয়মিত হয়ে পড়ে। ফলে, তখনই দেখা দেয় জলের সমস্যা। বিশাল জলের লাইনে প্রায়ই বচসা এবং মারামারি পর্যন্ত হয়। আবার প্রায়ই কলে ঘোলা এবং নোংরা জল সরবরাহ করা হচ্ছে, যা পানের অযোগ্য। প্রশাসনের কাছে আবেদন, জরুরি ভিত্তিতে এই সমস্যার স্থায়ী সমাধান করা হলে অনেকে উপকৃত হবেন। হেমন্ত রায়। বাগনান, হাওড়া। |