|
|
|
|
বাড়ানো হতে পারে ব্রারের নিরাপত্তা
সংবাদসংস্থা • মুম্বই |
বিতর্কের জেরে প্রাক্তন সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিংহ ব্রারের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, নিরাপত্তার কারণে ব্রারকে কোনও গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে কেন্দ্র।
|
মুম্বই বিমানবন্দরে
ব্রার। ছবি: পি টি আই |
তাঁর নিরাপত্তাও জেড ক্যাটেগরি থেকে জেড প্লাস ক্যাটেগরিতে উত্তীর্ণ করা হতে পারে বলে খবর।
রবিবার লন্ডনে চার দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন অপারেশন ব্লু-স্টারের নেতৃত্বে থাকা প্রাক্তন সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিংহ ব্রার। তাঁর মতো গুরুত্বপূর্ণ এক সেনা অফিসারকে নিরাপত্তা দিতে না পারায় বিরোধীদের সমালোচনার মুখে পড়ে কেন্দ্র।
এ দিকে কাল রাতেই ভারতে পৌঁছন সস্ত্রীক কুলদীপ। নিরাপত্তা বিষয়ে প্রশ্ন করা হলে কুলদীপ সিংহ ব্রারের স্ত্রী মীনা ব্রার বলেন, “আতঙ্ক তো সব সময়ই তাড়া করে বেড়ায়। তা বলে সব সময় অতিরিক্ত নিরাপত্তার দরকার নেই।” ব্রিটিশ পুলিশ আজ একটি খুনের চেষ্টার মামলাও রুজু করেছে।
মুম্বই বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীনা আরও জানিয়েছেন যে, দেশে ফিরে এসে খুবই ভাল লাগছে। যদিও কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকায় ব্রারকে কোনও প্রশ্ন করা যায়নি। এ দিকে লন্ডনে ভারতীয় হাইকমিশনের তরফে বলা হয়েছে, লন্ডনে যাওয়ার বিষয়ে ব্রার তাঁদের কিছু জানাননি। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণও হাইকমিশনের এই বক্তব্যকে সমর্থন জানান। যদিও এক সাক্ষাৎকারে ব্রার বলেন, নিয়ম অনুযায়ী তাঁর লন্ডন যাওয়ার বিষয়ে সেনা কর্তৃপক্ষকে সব জানিয়েছিলেন। শুধু তাই নয়, লন্ডনে কোন হোটেলে তিনি থাকবেন বা কোন উড়ানে লন্ডন যাচ্ছেন, সে সব তথ্যও যথাসময়ে সেনাকে জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি। |
|
|
|
|
|