|
|
|
|
সিব্বলের আকাশ ফিরিয়ে দিলেন মোদী
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আকাশ নিয়ে ঠেলাঠেলি কপিল সিব্বল ও নরেন্দ্র মোদীর!
গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী জানতে চেয়েছিলেন, আকাশ কোথায়? জবাবে গোটা একটা আকাশ মোদীকে পাঠিয়ে দেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিব্বল। কিন্তু মোদী সেটি নিতেই অস্বীকার করেছেন বলে জানিয়েছে সিব্বলের মন্ত্রক। সেই আকাশ এখন ফিরে এসেছে কপিলের ঘরেই। যা দেখে কপিলের তির্যক আক্রমণ, “পড়ুয়াদের মধ্যে সস্তার কম্পিউটার পৌঁছে দিতেই আকাশ ট্যাবলেট বানানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যে ভাবে আজ তা মোদীর কাছ থেকে ফিরে এসেছে তাতে বোঝা যাচ্ছে উনি শিক্ষার বিরোধী।”
মোদীকে শুধু আকাশ-এর বিরোধী তা বলেই ক্ষান্ত থাকেননি সিব্বল। গুজরাতের নির্বাচনের কথা মাথায় রেখে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন তাঁর বিরুদ্ধে। বিজেপি যাঁকে গুজরাতের ‘বিকাশ পুরুষ’ বলে থাকে ধরে, তাঁকে নাম পরিবর্তন করারও সুপারিশ করেছেন সিব্বল। তাঁর কথায়, “আমরা ছাত্র-ছাত্রীদের আকাশ দিলে উনি বাধা দেন। সরকার সংস্কার করতে চাইলে বিরোধিতা করেন তারও। উনি বরং নিজের নাম নরেন্দ্র মোদী না রেখে নরেন্দ্র বিরোধী করে ফেলুন।” যার জবাবে মোদী শিবিরও আজ বলছে, এই ধরনের সস্তা প্রচারে না নেমে সিব্বল বরং ছাত্র-ছাত্রীদের যে ১০ লক্ষ আকাশ ট্যাবলেট দেওয়ার কথা ছিল সেই প্রতিশ্রুতি পূরণে মন দিন। |
|
দুই নেতার মধ্যে এই আকাশ-যুদ্ধের শুরুটা হয়েছিল ৫ সেপ্টেম্বর। শিক্ষক দিবসে এক অনুষ্ঠানে মোদী প্রশ্ন তোলেন, সিব্বলরা দেশের ছাত্র-ছাত্রীদের আকাশ ট্যাবলেট দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এত দিনেও তা পূরণ করা হয়নি কেন? সিব্বলকে বিদ্রুপ করে তিনি বলেন, “নাম সার্থক আকাশের। সে তো আর মর্ত্যেই এল না।” জবাবে দিন দু’য়েকের মধ্যে মোদীকে একটি আকাশ ট্যাবলেট পাঠানোর কথা জানান সিব্বল। বলেন, “উনি তো পাতালে থাকেন। তাই আকাশ পাঠাচ্ছি।” ২২ সেপ্টেম্বর আমদাবাদের এক অনুষ্ঠানে মোদীর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। সেখানেই তাঁকে ব্যক্তিগত ভাবে আকাশ উপহার দেবেন বলেও জানিয়েছিলেন
সিব্বল। কিন্তু পরে দুই নেতাই ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। সিব্বল এ বার প্রতিশ্রুতি রক্ষায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পদস্থ আধিকারিকদের নির্দেশ দেন মোদীর বাড়িতে গিয়ে ওই উপহার পৌঁছে দিয়ে আসতে।
মন্ত্রক জানিয়েছে, ওই আধিকারিকরা গুজরাতের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকারই অনুমতি পাননি। তাঁদের মুখ্যমন্ত্রীর দফতরে ঢুকতে দিতেও আপত্তি জানায় নিরাপত্তারক্ষীরা। ফলে ফেরত আসে আকাশ। কিন্তু নাছোড় সিব্বল মোদীকে আকাশ পৌঁছে দিতে এখন সিদ্ধান্ত নিয়েছেন, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের একটি করে আকাশ ট্যাবলেট উপহার দেবেন। মন্ত্রক জানিয়েছে, সেই তালিকায় থাকছে মোদীর নামও। |
|
|
|
|
|