|
|
|
|
|
|
টুকরো খবর |
জীবন বিমায় সুবিধা |
জীবন বিমার গ্রাহকদের সুবিধা দিতে নয়া সুবিধা আনল ম্যাক্স লাইফ ইনশিওরেন্স। সংস্থার দাবি, বিমাকারীর মৃত্যুর পর সমস্ত কাগজপত্র ঠিকঠাক জমা দেওয়ার ১০ দিনের মধ্যে বিমার টাকা নমিনি-কে মিটিয়ে দেবে তারা। না পারলে, দেওয়া হবে অতিরিক্ত ৬% সুদ। ইউনিট লিঙ্কড পলিসি-র ক্ষেত্রেও ওই সময় অ্যাকাউন্টে যত টাকা
আছে, তা ফিরিয়ে দেওয়া হবে কাগজ জমার ৪৮ ঘণ্টার মধ্যে। জালিয়াতি ছাড়া, ৩ বছরের বেশি পলিসিতে কোনও ভাবেই নমিনি-কে ফেরানো হবে না বলেও দাবি। |
সোনার গয়নার বিমা |
|
সোনার গয়নায় বিমা চালু করল ভার্চু। ন্যাশনাল ইনশিওরেন্স-এর সঙ্গে যৌথ উদ্যোগে ‘জুয়েলারি ব্লক ইনশিওরেন্স পলিসি’ চালু করেছে তারা। ভার্চুর দাবি, কোনও গয়না কেনার পর তাকে চুরি-ডাকাতি, আগুন লাগা ইত্যাদি বিভিন্ন ঝুঁকি থেকে সম্পূর্ণ ভাবে সুরক্ষা দেবে এই প্রকল্প। ন্যূনতম ১০ হাজার এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা যাবে। একটি গয়নার জন্য সর্বোচ্চ বিমার অঙ্ক ৩ লক্ষ টাকা। |
শিক্ষকদের জন্য
ক্রেডিট কার্ড |
শিক্ষকদের জন্য বিশেষ ক্রেডিট কার্ড আনল এইচডিএফসি ব্যাঙ্ক। তাদের দাবি, এতে সাধারণ সুবিধা ছাড়াও বেশি রিওয়ার্ড পয়েন্ট মিলবে। পাশাপাশি সপ্তাহ শেষে বিশেষ পয়েন্ট, পেট্রোল সারচার্জে ছাড় এবং প্রতি বছর শিক্ষক দিবসে ৫০০ পয়েন্ট পাবেন গ্রাহক। |
|
|
|
|
|