কম ঝুঁকির লগ্নি
সঞ্চয়ের ডাক
উঁচু ব্যাঙ্ক-সুদের জমানায় অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন ডাকঘর সঞ্চয় প্রকল্প থেকে। প্রতিযোগিতায় এগিয়ে যেতে গত ১ এপ্রিল থেকে সুদের পুনর্বিন্যাস করা হয় ডাকঘরের বিভিন্ন প্রকল্পে। কিন্তু তা সত্ত্বেও দু’একটি প্রকল্প বাদে বাকিগুলি ব্যাঙ্ক জমার সুদের কাছে ছিল ম্রিয়মাণ। কিন্তু সম্প্রতি নামতে শুরু করেছে ব্যাঙ্ক জমায় সুদ। ফলে আবার ভেসে উঠতে শুরু করেছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিও।
নয় নয় করে ডাকঘরে আছে হাফ ডজন প্রকল্প। এ ছাড়া খোলা যায় সেভিংস অ্যাকাউন্টও। এক নজরে দেখে নেওয়া যাক প্রকল্পগুলি

অনেকটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো। ১, ২, ৩ এবং ৫ বছর মেয়াদে টাকা জমা করা যায় এই প্রকল্পে। সম্প্রতি সুদের হার কমানোর পর এক বছর মেয়াদি স্থায়ী জমায় স্টেট ব্যাঙ্ক যেখানে সুদ দিচ্ছে ৭.৫ শতাংশ, সেখানে ১ বছর মেয়াদি ডাকঘর টাইম ডিপোজিটে সুদের হার ৮.২ শতাংশ। ৫ বছর মেয়াদে দু’ জায়গাতেই সুদের হার ৮.৫ শতাংশ।
প্রবীণ নাগরিকেরা ৫ বছর মেয়াদি এই প্রকল্পে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন। সুদ দেওয়া হয় ৩ মাস অন্তর। হার ৯%। সুদ করযোগ্য। খোলা যেতে পারে একাধিক অ্যাকাউন্ট।

চালু নাম এমআইএস। বছরে ৮.৫% হারে সুদ দেওয়া হয়। ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখলে সেখানে জমা হতে পারে মাসিক সুদ। অবসরপ্রাপ্ত মানুষের কাছে প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়। একক নামে ৪.৫ লক্ষ এবং যুগ্ম নামে ৯ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায় এই প্রকল্পে। লগ্নির ৩ বছর পর এবং মেয়াদ শেষের আগে ভাঙালে অবশ্য জরিমানা দিতে হবে ১ শতাংশ।

একটি কর সাশ্রয়কারী প্রকল্প। মেয়াদ দু’ রকমের। ৫ এবং ১০ বছর। সুদ যথাক্রমে ৮.৬ এবং ৮.৯ শতাংশ। প্রকল্পটি এখন আবার ব্যাঙ্কের ৫ বছর মেয়াদি কর সাশ্রয়কারী জমার সঙ্গে পাল্লা দিতে পারবে বলে মনে করা হচ্ছে। বাৎসরিক সুদের উপরও পাওয়া যায় কর ছাড়।

নিয়মিত টাকা জমানোর জায়গা। খাতার মেয়াদ ৫ বছর। বর্তমান সুদ ৮.৪%। যে সব অঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা নেই, সেখানে আর ডি অ্যাকাউন্ট বিশেষ উপযোগী।

করদাতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অ্যাকাউন্টের প্রাথমিক মেয়াদ ১৫ বছর হলেও মেয়াদ শেষে তা ৫ বছর করে বাড়ানো যায়। বছরে জমা করা যায় সর্বাধিক ১ লক্ষ টাকা। ৮০ সি ধারায় পাওয়া যায় করছাড়। বর্তমান সুদের হার ৮.৮%। সব থেকে বড় আকর্ষণ, এই সুদ পুরোপুরি করমুক্ত। অর্থাৎ জমার উপর করছাড় এবং পাওনা করমুক্ত। সুদও আকর্ষণীয়। বছরে ন্যূনতম জমা ৫০০ টাকা।

স্বল্প সঞ্চয়-সুদ সারণি
টাইম ডিপোজিট (১ বছর) ৭.৭ ৮.২
টাইম ডিপোজিট (২ বছর) ৭.৮ ৮.৩
টাইম ডিপোজিট (৩ বছর) ৮.০ ৮.৪
টাইম ডিপোজিট (৫ বছর) ৮.৩ ৮.৫
রেকারিং ডিপোজিট (৫ বছর) ৮.০ ৮.৪
সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্প (৫ বছর) ৯.০ ৯.৩
মাসিক আয় প্রকল্প (৫ বছর) ৮.২ ৮.৫
জাতীয় সঞ্চয়পত্র (৫ বছর) ৮.৪ ৮.৬
জাতীয় সঞ্চয়পত্র (১০ বছর) ৮.৭ ৮.৯
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (১৫ বছর) ৮.৬ ৮.৮
ডাকঘর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৪.০ ৪.০

স্বল্প সঞ্চয়ের ভালমন্দ
ভাল
• অশোক স্তম্ভ ছাপ যুক্ত সুরক্ষা
• বর্তমান বাজারে উঁচু সুদের হার
• উৎসে কর কাটা হয় না (সিনিয়র সিটিজেন প্রকল্প ছাড়া)
• ২০ হাজার টাকা পর্যন্ত নগদে তোলা যায়
মন্দ
• উৎসে কর কাটা না-হলেও পিপিএফ বাদে বাকি সব প্রকল্পের আয় করযোগ্য
• পরিকাঠামো এবং পরিষেবা অপ্রতুল
• ছোট ডাকঘরে সব সুবিধা পাওয়া যায় না
• জমার ঊর্ধ্বসীমা আছে কোনও কোনও প্রকল্পে
 
কোন প্রকল্পে সুবিধা কার
• টাইম ডিপোজিট: সব রকমের লগ্নিকারী
• সিনিয়র সিটিজেন প্রকল্প: প্রবীণ নাগরিক/অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক
• মাসিক আয় প্রকল্প: অবসরপ্রাপ্ত মানুষ এবং যাঁদের নিয়মিত আয় প্রয়োজন
• জাতীয় সঞ্চয়পত্র: করদাতা, যাঁদের ৮০ সি ধারায় কর সাশ্রয়ের প্রয়োজন
• রেকারিং ডিপোজিট: ছাত্র, গৃহিণী, স্ব-নিযুক্ত, ছোট ব্যবসায়ী-সহ সকলের
• পাবলিক প্রভিডেন্ট ফান্ড: উঁচু হারে করদাতা, স্ব-নিযুক্ত, ৪৫ বছরের কম বয়সি চাকুরে
• সেভিংস অ্যাকাউন্ট: ডাকঘর মাসিক আয় প্রকল্পের গ্রাহক (মাসিক সুদ জমা হওয়ার জন্য)

লেখক ম্যাকলিওড রাসেল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং কোম্পানি সেক্রেটারি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.