টুকরো খবর
লক-আপে মার মহিলাকে, দাবি সিপিএমের
পুলিশের বিরুদ্ধে লক-আপে এক মহিলাকে মারধরের অভিযোগ তুলল সিপিএম। পুলিশের উপরে হামলায় জড়িত থাকার অভিযোগে ভাতারের নাসিগ্রামে মনি ঘরাই নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। লক-আপে পুলিশ তাঁকে মারধর করেছে বলে বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করলেন বর্ধমান-দুর্গাপুরের সিপিএম সাংসদ সাইদুল হক। সাংসদের দাবি, গত ১ অক্টোবর মনি ঘরাই নামে ওই মহিলাকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে এক পুরুষ এএসআই তাঁকে হাত পা-বেঁধে লাঠি দিয়ে মারধর করেছেন। সাংসদের দাবি, “আমি জেলখানায় গিয়ে ওই বধূর সঙ্গে দেখা করেছিলাম। তাঁর সর্বাঙ্গে মারের চিহ্ন রয়েছে। তা দেখে জেলের সুপার তাঁকে হাসপাতালে পাঠান। আমি এই ঘটনা রাজ্যপাল, স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখের কাছে জানিয়ে ওই অফিসারের সাজা দাবি করেছি।” তিনি জানান, ওই মহিলার মা উন্নতি ঘরাই ইতিমধ্যে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন। সিপিএমের জেলা সম্পাদক অমল হালদারের বক্তব্য, “সুপ্রিম কোর্টের নির্দেশ মহিলা অভিযুক্তদের থানায় আলাদা হাজতে রাখা ও মহিলা পুলিশকর্মীদের দিয়ে জেরা করার নিয়ম রয়েছে। এই ঘটনায় প্রমাণ, পুলিশ তা মানছে না।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই অফিসার দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ভাতার থানার ওসি আকাশকুমার মুন্সি বলেন, “থানায় কোনও মহিলা এএসআই না থাকায় অভিযুক্ত মহিলাদের জেরা করার দরকার হলে পুরুষ অফিসারেরাই দিয়েই করানো হয়। এ ক্ষেত্রে ঠিক কী ঘটেছে, আমি জানি না। অভিযোগ খতিয়ে দেখা হবে।”

পুরপ্রধানকে ঘেরাও দাঁইহাটে
—নিজস্ব চিত্র।
দুর্নীতির অভিযোগ তুলে বুধবার বিকেলে দাঁইহাটের কংগ্রেস পুরপ্রধানকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখল তৃণমূল। এই পুরসভায় ক্ষমতায় রয়েছে কংগ্রেস ও তৃণমূল জোট। উপ-পুরপ্রধান তৃণমূলের স্বাধীনা নন্দী। এ দিন বিকেলে পুরসভায় একটি বৈঠক চলার সময়ে তৃণমূল এই ঘেরাও-বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, এক লাখ টাকায় বাড়ি ও শৌচাগার তৈরি নিয়ে দুর্নীতি করছে পুরসভা। তৃণমূল নেতা সুবল দাসের অভিযোগ, “৫ নম্বর ওয়ার্ডে শান্তি ধারা নামে এক ব্যক্তির শৌচাগার তৈরির চার হাজার টাকা কে বা কারা টিপ সই দিয়ে তুলে নিয়েছে। ওই ব্যক্তির স্ত্রী মহকুমাশাসকের কাছে অভিযোগ করেছেন।” উপ-পুরপ্রধান স্বাধীনা নন্দীর অভিযোগ, “এ ব্যাপারে পুরপ্রধানের কাছে নথিপত্র দেখতে চাই। কিন্তু তিনি তা দেখাতে অস্বীকার করেন।” তৃণমূলের অভিযোগ অবশ্য মানতে চাননি পুরপ্রধান সন্তোষ দাস। তাঁর পাল্টা দাবি, “আমরা কোনও রকম দুর্নীতিকে প্রশ্রয় দিই না। তৃণমূলের একাংশ বরং বৈঠক চলাকালীন আমার ঘরে ঢুকে হামলা চালিয়েছে। পুলিশকে জানানো হয়েছে।” ঘণ্টাখানেক পরে পুলিশ গিয়ে ঘেরাও তোলে।

বর্ধমানে রেশন ডিলারদের ক্ষোভ
জেলা খাদ্য নিয়ামক দফতর জোর করে তাঁদের উপরে বেশি দামের গণবণ্টন বর্হিভূত সামগ্রী চাপিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের বর্ধমান জেলা কমিটির সম্পাদক পরেশ হাজরা জেলা খাদ্য নিয়ামককে লেখা চিঠিতে এই অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, রেশনে তন্তুজ শাড়ি, সর্ষের তেল, পামোলিন বা ভেজিটেবল তেল, মটর, ছোলা, লাবনি লবন ইত্যাদি যে সব সামগ্রী দেওয়া হচ্ছে, তার দাম বাজারের তুলনায় বেশি। তাঁরা এ সব জিনিসগুলি নিতে না চাইলেও জোর করে তা দেওয়া হচ্ছে। সে সব দোকানে পড়ে থাকায় লোকসান হচ্ছে। জেলা খাদ্য নিয়ামক শঙ্করনারায়ণ বাঁকুড়া অবশ্য বলেন, “এই সামগ্রী দেওয়া হচ্ছে বাজারের তুলনায় সস্তায়। এটা সরকারের নীতি। বিশেষত পুজোর সময়ে দরিদ্র মানুষজন যাতে রেশন দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পান, সে জন্যই এগুলি দেওয়া হচ্ছে।”

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বধূর
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। মঙ্গলবার রাতে কাটোয়া শহর লাগোয়া মণ্ডলহাটের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম চুমকি দাস (২২)। বাপেরবাড়ি বর্ধমানের ইছলাবাদে। তিন বছর আগে মণ্ডলহাটের বাসুদেব দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের আট মাসের একটি সন্তান রয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ওই বধূ গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন। অন্য দিকে, কাটোয়া শহরের সুবোধ স্মৃতি রোডে সৌরভ অগ্রবাল (২৭) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ঝুলন্ত দেহ উদ্ধার
পরিচারিকার ঝুলন্ত দেহ মিলল কাটোয়া শহরের কাছারি রোডের একটি বাড়ি থেকে। মঙ্গলবার সন্ধ্যায় দেহটি মেলে। পুলিশ জানায়, কেতুগ্রামের কুলাই গ্রামের বাসিন্দা উন্নতি দাস (৫৫) কাছারি রোডের ওই বাড়িতে দীর্ঘ দিন ধরে পরিচারিকার কাজ করছেন। পুলিশ জানায়, কী কারণে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিদ্যুৎস্পৃষ্ট চাষি
জমিতে সেচের জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক চাষির। তাঁর নাম কিঙ্কর ঘোষ (৫৫)। বাড়ি বর্ধমানের বেলকাশে। বুধবার সকালে তিনি জমিতে সেচ দিতে গেলে ছিঁড়ে পড়া একটি বিদ্যুতের পায়ে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.