মহিলাদের পুষ্টিকর খাবার সরবরাহ বরাত মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দাউদপুর এলাকার ওই খাবার তৈরির কারখানাটি রয়েছে। তিনমাস ধরে উৎপাদন বন্ধ থাকায় কর্মহীন হয়ে ২২০ মহিলা। কারখানাটি চালু না হলে অনশনের হুমকি দিয়েছেন ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তৃণমূল বিধায়ক সত্যেন রায় এবং মালদহের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের আশ্বাসে মহিলারা আন্দোলন সাত দিনের জন্য স্থগিত রেখেছেন। সত্যেনবাবু বলেন, “সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলার সাত দিন অপেক্ষা করতে বলেছি।” ১৯৯৮ সাল থেকে সংস্থা আদিবাসী অধ্যুষিত তপন ব্লকে পুষ্টি নিয়ে কাজ শুরু করে। ২০০৮ সালে ওই সংস্থা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শক্তি নামে স্বল্পমূল্যের প্যাকেট জাত গুড়ো খাবার তৈরি করে বাজারে বিক্রি করে ভাল সাড়া পান। পরে কেন্দ্রীয় সরকারের ‘সরলা’ প্রকল্পে অধীন আইসিডিএস কর্মীদের মাধ্যমে গ্রামাঞ্চলের মহিলাদের পুষ্টি-খাবার সরবরাহের কর্মসূচিতে তাঁরা যুক্ত হয়। সপ্তাহে ছয় দিন মহিলাদের ও শিশুদের পুষ্টির জন্য ওই প্যাকেট দেওয়া হয়। ২ কোটি ব্যাঙ্ক ঋণ নিয়ে সংস্থা কারখানা তৈরি করে। ২২০০ থেকে ৪৫০০ টাকা বেতনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ পান। তাঁরা সরকারি স্বীকৃতিও পান। ২৯ মার্চ সংস্থাকে মালদহ জেলা প্রশাসন ২১ লক্ষ খাবারের প্যাকেট তৈরির বরাত দেয়। কারখানা পরিচালন সমিতির সহ সভাপতি নীতীশ বিশ্বাস বলেন, “জুন পর্যন্ত ২ লক্ষ ১০ হাজার প্যাকেট সরবরাহ করা হয়। ওই মাসেই হঠাৎ তাঁরা প্যাকেট নেওয়া বন্ধ করেন।
|
সারা রাত গঙ্গায় অভিযান চালিয়ে পাচারকারী সন্দেহে ৪০ বাংলাদেশিসহ ৬৭ জনকে বিএসএফ গ্রেফতার করে। পাচারকারীদের থেকে জওয়ানরা ৪৬৫টি গরু উদ্ধার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শোভাপুর ও নিমতিতা সীমান্ত চৌকির কাছে ঘটনাটি ঘটে। দুটি চৌকির শতাধিক জওয়ান ৫০টি নৌকায় গঙ্গায় তল্লাশি চালান। তিন ভারতীয় মাঝি জখম হন। বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি (জি) শ্রী মধুকর বলেন, “গঙ্গা দিয়ে গরু বাংলাদেশে পাচার করার খবর মিলেছিল। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সন্দেহভাজনদের। তাদের মধ্যে ৪০ বাংলাদেশি ও ২৭ জন ভারতীয়।” বিএসএফের দাবি, গঙ্গায় অভিযান চালিয়ে কয়েক মাসে ২০০ সন্দেহভাজন গরু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ও এক হাজার গরু উদ্ধার করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমন্তবর্তী কালিয়াচকের চরিঅনন্তপুর এলাকায় বেশ কয়েক কিমি এলাকায় তারের বেড়া নেই। সেই সুযোগে বাংলাদেশি গরুপাচারকারীরা কালিয়াচকে ঢুকে পড়ছে।
|
কংগ্রেস বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, তাঁর কাউন্সিলর স্ত্রী, আরেক কংগ্রেস কাউন্সিলর এবং ছাত্র পরিষদের জেলা সভাপতির নামে পুলিশ ছিনতাইয়ের মামলা দায়ের করেছে। সেই মামলায় সোমবার আদালতে এসে কৃষ্ণেন্দুবাবু সহ সকলেই জামিন পান। ‘মিথ্যে মামলা’র অভিযোগে ইংরেজবাজার থানার আইসির বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার থানা ঘেরাওয়ের হুমকি দেয় কংগ্রেস। |
আত্মসর্মপণ করতে আসা আসামিকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চার পুলিশ অফিসার এবং এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে মালদহের মুখ্যবিচারবিভাগীয় আদালত। সোমবার বিচারক ওই নির্দেশ দেন। অভিযুক্তদের মধ্যে হবিবপুরের আইসি, বামনগোলার ওসি আছেন। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “আদালতের নিদের্শ পেয়েছি। আইন অনুযাযী ব্যবস্থা নেওয়া হবে।”
|
পড়শি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। ঘোকসাডাঙার আঙারকাটা পারাডুবি এলাকায়। অভিযুক্তের নাম ধরণীকান্ত বর্মন। কয়েকমাস আগে তিনি অবসর নেন। গত ২ সেপ্টেম্বর কিশোরীকে নিজের ফাঁকা বাড়িতে ডেকে ধর্ষণ করেন বলে অভিযোগ। সালিশিতে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। কাজ না হওয়ায় সোমবার ওই কিশোরীর মা পুলিশে নালিশ জানান। অভিযুক্ত পলাতক।
|
পণের দাবিতে বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। মঙ্গলবার তপন থানার বুধোইচ এলাকার ঘটনা। মৃতার নাম নিলোফার বিবি (২৮)।
|
সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা দিতে বালুরঘাট মহকুমার ৩৫টি গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার চালু করা হল ‘লিগ্যাল এইড ক্লিনিক’। |