নিত্য দেরি, ক্ষুব্ধ রেলযাত্রীরা
বিকেল বা সন্ধ্যার ট্রেনে চেপে ঘন্টা দেড়েক পরে শিলিগুড়ি থেকে মালবাজার পৌঁছে যাওয়ার কথা। অথচ ট্রেনের সময় সূচির অনিশ্চয়তায় গভীর রাতে পৌঁছতে হচ্ছে যাত্রীদের। শিলিগুড়ি থেকে কখন ট্রেন মিলবে এবং কখন সেই ট্রেনে বাসিন্দারা মালবাজার ফিরবেন তা নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠা তো রয়েইছে। সেই সঙ্গে গভীর রাতে স্টেশনে নেমে দুর্ভোগে পড়তে হচ্ছে শিলিগুড়ি থেকে ডুয়ার্স রুটে ট্রেন যাত্রীদের। ট্রেন ধরতে নির্দিষ্ট সময়ে স্টেশনে এসেও কয়েক ঘন্টা বসে থেকে নাজেহাল হতে হচ্ছে তাঁদের। কয়েক মাস ধরে এই পরিস্থিতির জেরে ক্ষুব্ধ নিত্য যাত্রীরা। সম্প্রতি আলিপুরদুয়ারে সহকারি ডিআরএম পদে যোগ দিয়েছেন বনিসেস লাকড়া। তিনি বলেন, “সন্ধ্যায় শিলিগুড়ি থেকে ডুয়ার্সে ফেরার আপ ট্রেন দু’টি সত্যিই দেরিতে চলছে। নিউ জলপাইগুড়ি থেকে সিগন্যাল পেতে অনেক সময়ই দেরি হচ্ছে। তা ছাড়া ডুয়ার্স রুটটি পুরোটাই ‘সিঙ্গল লাইন’ থাকায় সমসা বেড়েছে। অনেক সময় অন্য ট্রেনকে ‘ক্রশিং’ করাতে দেরি হচ্ছে। তবে ট্রেন দুয়ি যাতে অস্বাভাবিক দেরিতে না চলে তা দেখব।” রেলের সূচি মেনে, নিউ জলপাইগুড়ি থেকে ডুয়ার্স রুটে বিকেলের পর প্রতিদিন দু’টি ট্রেন রয়েছে। কাজেকর্মে মালাবাজার এবং লাগোয়া এলাকার বাসিন্দারা শিলিগুড়িতে এসে সাধারণত ওই ট্রেন দুটিতে কাজ সেরে বাড়ি ফেরেন। ওই আপ ট্রেন দুটির একটি প্যাসেঞ্জার। অন্যটি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস। শিলিগুড়ি টাউন স্টেশন থেকে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস ছাড়ার সঠিক সময় বিকেল ৪টা ৫০মিনিট। বেলা ৫টা নাগাদ শিলিগুড়ি জংশন স্টেশন হয়ে মালবাজারের উদ্দেশে রওনা হয়। নিউ মাল জংশন স্টেশনে পৌঁছনোর সঠিক সময় সন্ধ্যা ৬ টা ১০ মিনিট। নিত্য যাত্রীদের অভিযোগ, বর্তমানে যা পরিস্থিতি তাতে শিলিগুড়ি থেকে কখন ট্রেন ছাড়বে তার ঠিক ঠিকানা নেই। শিলিগুড়ি টাউন স্টেশন কিম্বা শিলিগুড়ি জংশন স্টেশনে রাত ৭টার আগে ইন্টারসিটি ঢুকলে যাত্রীরা নিজেদের ভাগ্যবান মনে করছেন। নিউ মাল জংশন স্টেশনে পৌঁছতে সাড়ে আটটা বেজে যাওয়াই এখন দস্তুর। কখনও এতটাই দেরিতে ট্রেন চলছে যে রাত ১১টায় নিউ মাল জংশন স্টেশনে ট্রেন পৌঁছনোর নজির রয়েছে। এ বার আসা যাক প্যাসেঞ্জার ট্রেনটির কথায়। রেলের সময় সূচি বলছে, শিলিগুড়ি টাউন স্টেশনে আপ প্যাসেঞ্জার ট্রেনটির ছাড়ার সময় সন্ধ্যা ৫ টা ৪০মিনিট। এই ট্রেনে নিউ মাল জংশন স্টেশনে পৌঁছনোর সঠিক সময় হল রাত ৭ টা ৩০। কিন্তু প্যাসেঞ্জার ট্রেনটি অধিকাংশ দিনই ৭ টার আগে টাউন স্টেশনে পৌঁছচ্ছে না বলে যাত্রীদের অভিযোগ। নিউ মাল স্টেশনে বেশির ভাগ দিনই পৌঁছচ্ছে রাত ১০টা নাগাদ। কখনও ১১টা পেরিয়ে যাচ্ছে। ট্রেন দু’টি শেষ গন্তব্য আলিপুরদুয়ার পৌঁছতে রাত ১২টা বেজে যাওয়া নিত্য দিনের ব্যাপার। নাগরাকাটা, চালসা, মালবাজার, ডামডিম, ওদলাবাড়ির থেকে অনেক চাকরিজীবী, ব্যাবসায়ী, পড়ুয়ারা এই ট্রেনের ওপরই নির্ভর করেন। শিলিগুড়ি থেকে ডুয়ার্সে যাতায়াতের ক্ষেত্রে ট্রেন দুটি দেরিতে চলাচল করায় তাঁরা বিপাকে। ওদালাবাড়ির নাফসার আলি, চালসার গৌতম রায় বা নাগরাকাটার বাবলা শিকদারদের অভিযোগ, শিলিগুড়ি থেকে দেরিতে ছাড়ার পরেও ট্রেন দুটি বাকি রাস্তা সঠিক ভাবে চলে না। অন্য ট্রেনগুলিকে ‘পাস’ করে দেওয়ার জন্য প্রায় প্রতিটি স্টেশনে অতিরিক্ত সময় দাঁড় করিয়ে রাখা হয়। শেষে রাত ১০ টার পর মালবাজারে পৌঁছচ্ছে। মালবাজারের সর্বাণী সরকার শিলিগুড়ির উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। প্যাসেঞ্জার বা ইন্টারসিটি টাউন স্টেশন থেকে যেটা আগে পান তাতে মালবাজার ফেরেন। তাঁর কথায়, “সকাল ৭টায় তৈরি হয়ে বাড়ি থেকে বার হই। ফেরার ট্রেনগুলি দেরি করে চলায় বাড়ি ফিরতে অন্তত রাত সাড়ে ৯টা বাজে। আরও বেশি রাত হলে স্টেশন চত্বর থেকে অটো পরিষেবা মেলে না। ২ কিমি হেঁটে বাড়ি ফিরতে হয়। শিলিগুড়িতেই ঘর ভাড়া নিয়ে থাকার কথা ভাবতে হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.