টুকরো খবর |
গাঁধী জন্মজয়ন্তী পালন জেলায়
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
বেলদায় জন্মজয়ন্তী পালন। ছবি: কৌশিক মিশ্র। |
মোহনদাস কর্মচন্দ গাঁধীর ১৪৪তম জন্মজয়ন্তী পালন হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। মঙ্গলবার সকালে তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধে গাঁধীর জন্মদিন পালন করে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোহনদাস কর্মচন্দ গাঁধীর মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করেন সমিতির সম্পাদক সাধনচন্দ্র প্রামাণিক। অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যোগদান করে। তমলুক শহরে জেলা কংগ্রেস অফিসে গাঁধীর মূর্তিতে মাল্যদান ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল, স্বপন রায়, বিকাশ প্রামাণিক, মৃণাল পাল, সৌমিত্র জানা প্রমুখ নেতৃত্ব। কোলাঘাটের পুলশিটা নবারুণ সেবা নিকেতনে গাঁধীর জীবন-দর্শন নিয়ে আলোচনা করেন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, রামেশ্বর মিশ্র। পাশাপাশি এ দিন এগরার বাজকুল মনীষী চর্চা পরিষদ মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মজয়ন্তী পালন করল। বাজকুলের খাদি অফিস হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী ছাড়াও স্থানীয় মানুষ যোগ দেন। গাঁধীজির কর্ম ও জীবন আলোচনা, প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মেদিনীপুর, খড়্গপুর শহর-সহ পশ্চিম মেদিনীপুরের সর্বত্রও পালিত হয় গাঁধী জন্মজয়ন্তী। |
ট্রেন থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রেল লাইনের কাছ থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম উমারানি চৌধুরী (৭২)। বাড়ি বাঁকুড়া শহরের নতুনগঞ্জে। মঙ্গলবার ভোরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকিতে রেল লাইন থেকে কিছুটা দুরে ওই দেহ মেলে। পুলিশ জানায়, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে দেহটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ডাক্তার দেখাতে স্বামী সত্যনারায়ণ চৌধুরীর সঙ্গে কলকাতায় গিয়েছিলেন উমাদেবী। রাতে হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেসে বাড়ি ফেরার সময়ে ঘটনাটি ঘটে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, ট্রেনটি চন্দ্রকোনা রোড স্টেশনে ঢোকার আগে বাথরুমে যাওয়ার সময় কোনওভাবে ট্রেন থেকে ছিটকে পড়েন উমাদেবী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানায়, মাথা এবং পুরো শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ার সময় বিদ্যুতের খুঁটি এবং অনান্য লোহার জিনিসের উপর পড়ে যাওয়াতেই আঘাত লেগেছে বলে পুলিশের অনুমান। বাঁকুড়া জিআরপি’র ওসি সুভাষচন্দ্র জানা বলেন, “রাতে ট্রেন থেকেই মহিলার স্বামী বিষয়টি জানান। বিভিন্ন স্টেশনে খবর দেওয়া হয়। অনুমান, ট্রেন থেকে পড়ে গিয়েই মাথায় চোট লেগে মহিলার মৃত্যু হয়েছে।” মেদিনীপুর আদালতের এক বিচারকের আত্মীয়া উমাদেবী। |
আইওসি-র অগ্নিদগ্ধ দুই ঠিকাকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আইওসি-র অগ্নিকাণ্ডে জখম দুই ঠিকাকর্মীর মৃত্যু হল হাসপাতালে। মঙ্গলবার ময়নাতদন্তের পরে রাতে চাউরখোলার বাড়িতে গৌতম মান্না (৩৪) ও মহিষাদলের বাড়িতে দিলবার হোসেনের (৪০) দেহ আসে। গত শুক্রবার আইওসি-র হলদিয়া শোধনাগারের ‘ফার্নেস অয়েল’ ট্যাঙ্কে মেরামতের কাজ করছিলেন ওই দুই ঠিকাকর্মী। সেই সময় দু’টি ট্যাঙ্কের মাঝ দিয়ে যাওয়া একটি পাইপলাইন ফেটে ডিজেল ছিটকে পড়ে কর্মরত চার ঠিকাকর্মীর শরীরে। ওয়েল্ডিংয়ের মেশিন থেকে আগুন ধরে যায় দেহে। জখম চার জনকে প্রথমে আইওসি হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার প্রথমে দিলবার ও পরে গৌতম মারা যান। বাকি দু’জনের অবস্থা আপাতত স্থিতিশীল। ঠিকাশ্রমিক ইউনিয়নের নেতা স্বপন নস্কর বলেন, “আমরা মৃতদের ইএসআই ও জীবনবিমা ছাড়াও ক্ষতিপূরণ-সহ চাকরির দাবি জানাচ্ছি।” আইওসি-র ডেপুটি জেনারেল ম্যানেজার এন কে পারমার বলেন, “যথাসাধ্য চেষ্টা করেও দু’জন শ্রমিককে বাঁচাতে না পেরে আমরা দুঃখিত। প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চয়ই দেব।” |
নাবালিকা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
এক নাবালিকাকে উদ্ধার করল খেজুরি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অমল প্রামাণিক নামের বছর চব্বিশের এক যুবককে। অপহৃতা ও ধৃতদু’জনেই দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকার বাসিন্দা। অমল বিবাহিত। কাঁথির মহকুমা পুলিশ ইন্দ্রজিৎ বসু জানান, “গত ২০ সেপ্টেম্বর সাগর থানায় ১৪ বছরের ওই নাবালিকাকে অমল অপহরণ করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ জানান মেয়ের বাড়ির লোকেরা। তদন্তে সাগর থানার পুলিশ জানতে পারে, খেজুরির মতিলালচকে এক পরিচিতের বাড়িতে ওই নাবালিকার সঙ্গে রয়েছেন অমল প্রামাণিক। দু’জনেই বর্তমানে খেজুরি থানার হেফাজতে রয়েছে। |
শিক্ষক সমিতির জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হল মঙ্গলবার। বাজকুল বলাইচাঁদ হাইস্কুলে অনুষ্ঠিত এই সম্মেলনে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা পুনরায় চালু করা, দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ, পিটিআই সমস্যার স্থায়ী সমাধান-সহ বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন বঙ্গীয় প্রাক্তন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অজিত হোড়, অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সহ-সম্পাদক তপন সামন্ত প্রমুখরা। সম্মেলনের শেষে আনন্দ হাণ্ডাকে সভাপতি ও সতীশ সাউকে সম্পাদক করে ৩১ জনের জেলা কমিটি গঠন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। |
জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া হাইস্কুল ও কাঁথি-৩ নম্বর ব্লকের মারিশদা বিজয়কৃষ্ণ জাগৃহী বাণীপীঠের পরিচালন সমিতির নির্বাচনে জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বসন্তিয়া হাইস্কুলে পরিচালন সমিতির ৬টি অভিভাবক প্রতিনিধির আসনে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বিজয়কৃষ্ণ জাগৃহী বাণীপীঠের প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের ৬ জন প্রার্থী কংগ্রেস, সিপিএম প্রার্থীদের নির্বাচনে হারিয়ে জয়লাভ করেন। |
ব্যারেল পাচার, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ডিজেল ও কেরোসিনের ব্যারেল পাচারের সময় পুলিশ হাতেনাতে ধরল একজনকে। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ভূপতিনগরে। লরির চালক প্রসেনজিৎ ঘোড়ইকে গ্রেফতার করা হয়েছে ও লরিটিকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে ডিজেল ও কেরোসিনের দু’টি ব্যারেল। ছোট লরিতে তেলের ব্যারেল দেখে থানার নৈশ টহলদারি বাহিনীর সন্দেহ হয়। লরির চালক প্রয়োজনীয় কাগজ না দেখাতে পারায় লরিটিকে আটক করা হয়। ডিজেল ও কেরোসিনের ব্যারেল নন্দকুমার থেকে দিঘায় পাচার হচ্ছিল। |
স্বাধীনতা যোদ্ধার মূর্তি
নিজস্ব সংবাদদাতা • এগরা |
২৯ সেপ্টেম্বর ভগবানপুর থানা অভিযান আন্দোলনের সত্তর বছর পূর্তিতে স্বাধীনতা সংগ্রামী পরেশচন্দ্র জানার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হল ভগবানপুর ২ ব্লকের গড়াবাড় গ্রামে। মূর্তির আবরণ উন্মোচন করেন আঞ্চলিক ইতিহাস গবেষক ও সাহিত্যিক মন্মথনাথ দাস। ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর থানা দখল অভিযানে স্থানীয় ১৬ জন তরুণ পুলিশের গুলিতে নিহত হন। গড়াবাড় গ্রামের পরেশচন্দ্র জানা তাঁদেরই একজন। |
|