‘প্লেয়ারদের দোষ নেই, আমাদের পারফরম্যান্স সন্তোষজনক’

প্রশ্ন: ডে’ভিলিয়ার্স একটু আগে সাংবাদিক সম্মেলনে বললেন, তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন দেখে যে ভারত তিনজন মিডিয়াম পেসার খেলাল। ডে’ভিলিয়ার্স আশা করেছিলেন ভারত তিন স্পিনার খেলাবে। প্রেমদাসার এই স্পিনিং পিচে আপনি বাড়তি পেসার রাখলেন কেন?

ধোনি: কারণ আমরা ভেবেছিলাম যে পরে ব্যাট করব। করে ১৬ ওভারের মধ্যে রানটা তুলে দেব। ভাবিনি যে টস জিতে আগে ব্যাট করতে হবে। সেই ভাবনা থেকেই বাড়তি ব্যাটসম্যান।

প্র: পরপর তিন বার আমরা বিশ্বকাপ সেমিফাইনালে যেতে পারলাম না। এ বারের ব্যর্থতাকে আপনি কী ভাবে ব্যাখ্যা করবেন?
ধোনি: আমি বলব বেশ ভালই হয়েছে পারফরম্যান্স। সুপার এইটে দু’টো ম্যাচ আমরা জিতেছি। এক বারও ভাবিনি যে আজকের প্রথম ম্যাচটার প্রভাব এত বড় হয়ে দেখা দেবে। পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ব্যবধানটা এত বেশি রানের হয়ে যায় যে, তার পর সেটা ম্যানেজ করা খুব কঠিন ছিল। এটাই কারণ।

প্র: কিন্তু আপনি যে ব্যাটিং অর্ডার গোটা টুর্নামেন্টে বেছে উঠতে পারেননি সেটা কি কারণ নয়?
ধোনি: না, কারণ নয় (প্রশ্নকর্তার দিকে চোখে চোখ রেখে তাকিয়ে)।

প্র: টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনি চার বারই দেশের অধিনায়ক। প্রথম বার জিতেছেন। পরের তিন বারই জঘন্য ভাবে হেরেছেন। কোথায় আইপিএল শুরু হওয়ার পর আমাদের পারফরম্যান্স ভাল হবে তা নয়, উল্টো হচ্ছে।
ধোনি: আইপিএলের সঙ্গে তুলনাই হয় না। প্রথম বার জেতা সম্পর্কে বলতে পারি, ডারবানে বল সুইং করত। আমাদের পেসারদের অনেক সুবিধে হত। আমাদের জেতার জন্য হয় সিমিং পিচ দরকার। নয় টার্নিং উইকেট দরকার। এই দু’টোর একটা না পেলেই সমস্যা।

প্র: অধিনায়ক পদে আপনার দীর্ঘস্থায়ী মেয়াদ নিয়ে কিছু ভেবেছেন? পাঁচ বছর বাদেও কি আপনি অধিনায়ক থাকবেন?
ধোনি: আমি আগামিকাল নিয়ে এত বেশি ভাবি না। বর্তমানে থাকি। তবে পাঁচ বছর থাকব না এটুকু বলতে পারি।
প্র: ১২১ রক্ষা করতে নেমে আপনি স্পিনারদের এত দেরিতে আনলেন কেন?
ধোনি: আমরা প্রথমে নতুন বলটা ব্যবহার করে নিতে চেয়েছিলাম যতটা সম্ভব। তার পর পাওয়ার প্লে শেষ হতেই যুবরাজকে আনি। মধ্যিখানে রোহিত শুধু একটা ওভারে বড্ড বেশি রান দিয়ে দিল।

প্র: আপনার কতকগুলো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আজ দুর্বোধ্য লেগেছে। যেমন আপনি নিজে নামলেন ষোলো ওভারে। এত পরে। আর রোহিতকে বল করতে ডাকলেন অশ্বিনকে বল করতে ডাকার আগে। অথচ অশ্বিনই তো আপনার এক নম্বর স্পিনার।
ধোনি: ঠিকই বলেছেন। আমি বা রায়না বড় হিটার। আমরা দ্রুত শটে চলে যেতে পারি। রোহিতদের সেট করতে সময় লাগে। আমরা ভেবে দেখি যে আমরা আগে গিয়ে যদি আউট হয়ে যাই, আর ওরা ১৩-১৪ ওভারে নামে তা হলে রানটা পুরো আটকে যাবে। সেই ভাবনা থেকেই নীচে যাওয়া। (রোহিতকে কেন অশ্বিনের আগে বল করতে ডেকেছেন সেই উত্তর অবশ্য পাওয়া গেল না।)

প্র: টি-টোয়েন্টি আর ওয়ান ডে মিলিয়ে ১১৫টা ম্যাচ রোহিত শর্মাকে আপনি খেলিয়েছেন। তাঁর গড় বোধহয় ১৫-র কাছাকাছি। এ বার কি দয়া করে রোহিত নিয়ে আপনার অ্যাডভেঞ্চার বন্ধ হবে?
ধোনি: আমার তো মনে নয়, রোহিতের মতো প্লেয়ারদের আমাদের আরও উৎসাহ দেওয়া উচিত। যারা নিজের জন্য খেলে না। দেশের জন্য খেলে। যারা পরে নামলেও দলের স্বার্থে বড় হিট করে। রোহিত যে জায়গায় নামে অনায়াসে এক-দুই করে নটআউট থেকে যেতে পারে। কিন্তু সেটা ও করে না। দলের জন্য খেলে বলেই আপনি ওই যে বললেন, পনেরো না কি, ওই জন্য হয়।

প্র: ধোনি, আমরা যে ক্রমাগত হেরে চলেছি কী টেস্টে, কী টি-টোয়েন্টিতে, আপনার কি মনে হয় না আমাদের ক্রিকেট পদ্ধতিটা খুঁড়ে দেখার দরকার আছে? যেখানে আপনিও পরীক্ষার মুখে পড়বেন? প্রশ্নের সামনে দাঁড়াবেন?
ধোনি: আরে, এই এক কথা তো আমি অস্ট্রেলিয়া থেকে শুনে আসছি। ওখানেও রোজ লোকে জিজ্ঞেস করত। বন্ধুরা, একটা জিনিস বোঝার চেষ্টা করুন। এ বারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটা প্লেয়ারদের দোষ নয়। দু’টো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। অস্ট্রেলিয়া ম্যাচে ঠিক আমরা বল করার সময় বৃষ্টি নামল। আর আজকে প্রথম ম্যাচটা এত প্রভাবশালী হয়ে গেল। বন্ধুরা, দয়া করে প্র্যাকটিক্যাল হন। বুঝতে চেষ্টা করুন এই দু’টো ঘটনার ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ ছিল না।

প্র: আর এক বার আপনাকে জিজ্ঞেস করি, এই পারফরম্যান্সের পর নিজের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না?
ধোনি: বললাম তো আমি দিন পিছু চলায় বিশ্বাসী। খুব বেশি আগাম ভাবতে চাই না।
(এর পরই তাঁকে আর কোনও প্রশ্ন করার সুযোগ না দিয়ে নিয়ে যান ভারতের মিডিয়া ম্যানেজার।)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.