|
|
|
|
ফাঁসানোর অভিযোগ |
মারামারি, গ্রেফতার তপন ঘোষের ভাই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম-তৃণমূলের মারামারিতে জড়িত থাকার অভিযোগে সিপিএম নেতা তপন ঘোষের ভাই উদয় ঘোষকে গ্রেফতার করল গড়বেতা থানার পুলিশ। সিপিএমের অভিযোগ, তপন ঘোষের ভাই বলেই ফাঁসানো হয়েছে উদয়বাবুকে। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার অভিযোগ করেছেন, “মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমাদের ওই দলীয় সমর্থককে।” যদিও তৃণমূল কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “ওই সিপিএম কর্মী আমাদের কর্মী-সমর্থকদের উপর চড়াও হয়েছিলেন।”
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই গা ঢাকা দিয়েছেন সিপিএমের গড়বেতা জোনাল কমিটি তথা জেলা কমিটির সদস্য তপন ঘোষ। তবে তাঁর ভাই সাধারণ সিপিএম সমর্থক হিসেবেই পরিচিত। পেশায় ব্যবসায়ী উদয়বাবুর বিরুদ্ধে পুরনো কোনও মামলা ছিল না। রাজ্যে পালাবদলের পর থেকেই তিনি মেদিনীপুরে থাকতেন। মাঝেমধ্যে গড়বেতা থানার ধোবাবেড়ার বাড়িতে যেতেন। সোমবার তিনি গ্রামের বাড়িতে যান।
স্থানীয় সূত্রের খবর পাওয়া গিয়েছে, ওই দিন সন্ধ্যায় একদল তৃণমূল কংগ্রসের কর্মী-সমর্থক উদয়বাবুদের বাড়ির সামনে এসে জড়ো হন। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন উদয়বাবু। সেই বচসা থেকে ক্রমে মারামারির পরিস্থিতি তৈরি হয়। সিপিএম ও তৃণমূলে কংগ্রসের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারিতে জখম হন ৩ জন তৃণমূল কর্মী-সমর্থক। এক জনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করাতে হয়। রাতেই গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
সোমবার রাতে ধোবাবেড়া থেকেই উদয়বাবুকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। |
|
|
|
|
|