টুকরো খবর
শিক্ষক সম্মেলনে হামলার নালিশ
বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) সম্মেলন চলাকালীন হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হামলার জেরে ভন্ডুল হয়ে যায় সম্মেলনও। মঙ্গলবার সকাল দশটা নাগাদ চন্দ্রকোনা শহরের সাত নম্বর ওয়ার্ডের গোপালপুরে ঘটনাটি ঘটে। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিশ্বনাথ মণ্ডল বলেন, “সংগঠনের জেলা সম্মেলন হবে আগামী ডিসেম্বরে। তার আগে প্রতি এলাকায় এখন জোনাল সম্মেলন হচ্ছে। মঙ্গলবার সংগঠনের চন্দ্রকোনা ২ জোনাল সম্মেলন চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়।” তাঁর অভিযোগ, “দুষ্কৃতীরা প্রথমেই এসে বলে, ফের কঙ্কাল কাণ্ড ঘটানোর জন্য গোপন বৈঠক করা হচ্ছে। আমরা প্রতিবাদ করায় শুরু হয় মারধর। মাটিতে ফেলে একাধিক শিক্ষককে লাথি মারা হয়। সম্মেলন বন্ধ করে দিতেও বাধ্য করা হয়।” ঘটনার পরে সংগঠনের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চন্দ্রকোনা থানার ওসি আশিস জৈন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করা হয়েছে।” ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষও। কারণ সম্মেলনে একাধিক বয়স্ক শিক্ষক ছিলেন, যাঁরা দীর্ঘদিন ধরে বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত এবং এলাকায় বিশিষ্ট শিক্ষক হিসেবে পরিচিত। সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার বলেন, “তৃণমূলের ক্ষেত্রে এটা নতুন কী? এটাই ওদের সংস্কৃতি। কলেজের অধ্যাপক থেকে শিক্ষকদের পেটানো তো এখন তৃণমূলের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।” তবে ঘটনার কথা স্বীকার করে তৃণমূলের চন্দ্রকোনা শহর কমিটির সভাপতি অশোক পালোধী বলেন, “পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলেছি। যদি ঘটনায় তৃণমূলের লোকজন জড়িত থাকে, তা হলে দল কোনও হস্তক্ষেপ করবে না।” তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সভাপতি শ্যাম পাত্র অবশ্য বলেন, “বিষয়টি খোঁজ নিচ্ছি।”

গাঁধী জন্মজয়ন্তী
স্কুলটির নামই মহাত্মা গাঁধীর নামে। গোদাপিয়াশাল মহাত্মা গাঁধী স্মৃতি উচ্চ বিদ্যালয়। তাই মহাত্মা গাঁধীর ১৪৪ তম জন্মদিন উদযাপিত হল সাড়ম্বরেই। পতাকা উত্তোলন, গাঁধীর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতারও আয়োজন ছিল। ছিল মহাত্মা গাঁধীর মূর্তি আঁকা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। ছিল প্রবন্ধ রচনা। মহাত্মা গাঁধীর উপরেই রচনা করতে হবে প্রবন্ধ। এমনকি প্রশ্নোত্তরেও ছিল গাঁধীজীরই নানা বিষয়। তারই সঙ্গে ছিল গাঁধীজী সম্বন্ধে আলোচনা সভাও। এতে যোগ দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রদীপ নন্দী। ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রণব সিংহ ও স্কুল পরিচালন সমিতির সম্পাদক প্রতাপ যাশু।

স্কুলের শতবর্ষ
মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত দেউলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্ত্তি উদ্যাপন হয়ে গেল। ২৯ ও ৩০ সেপ্টেম্বর, দু’দিন নানা কর্মসূচীর আয়োজন হয়। অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভারও আয়োজন ছিল। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পরের দিন বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, প্রাক্তনদের পুণর্মিলন প্রভৃতি অনুষ্ঠিত হয়।

তৃণমূলের সভা
একগুচ্ছ দাবিতে মঙ্গলবার দাঁতন-২ ব্লকের সাউরি থেকে খাকুড়দা পর্যন্ত চার কিলোমিটার রাস্তা পদযাত্রা করল তৃণমূল। ছিলেন শালবনির বিধায়ক তথা জেলা যুব সভাপতি শ্রীকান্ত মাহাতো, তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ প্রমুখ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, রাসায়নিক সার, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ও এফডিআই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এ দিন পদযাত্রার পরে বাগুই নদীর সেতুর পাশে মঞ্চ বেঁধে সভাও করা হয়।

আসরের উদ্যোগ
শিশু সংগঠন ‘সব পেয়েছির আসর’ মেদিনীপুর অঞ্চলের উদ্যোগে ‘মেধা অন্বেষণ’ পরীক্ষা অনুষ্ঠিত হল মঙ্গলবার। শহরের কলেজিয়েট গার্লস স্কুলে অনুষ্ঠিত এই পরীক্ষায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী যোগ দেয়।

বার্ষিক অনুষ্ঠান
সারদা শিশু মন্দির ও সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে রবিবার। মেদিনীপুরে জেলা পরিষদ হলে আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে।

বাড়িতে আগুন
এক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায় ডেবরার দলপতিপুরে। পুলিশ সূত্রে খবর, সকালে ওই বাড়িতে হঠাৎই আগুন লাগে। পরিবারের লোকজনও তখন বাড়িতে ছিলেন। আগুন দেখে সকলেই বেরিয়ে আসেন। একজন জখমও হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। বেশ কিছুক্ষন পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে দমকল কর্তৃপক্ষ মনে করছেন, শট- সার্কিটের ফলে একটি ঘরে আগুন লেগে গিয়েছিল। পরে তা ছড়িয়ে পড়ে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.