|
|
|
|
প্রকট মতান্তর |
একা লড়ার হুমকি, বিহারের এনডিএ জোটে শরিকি বিবাদ |
নিজস্ব সংবাদদাতা • পটনা ও নয়াদিল্লি |
লোকসভা ভোটের দিকে তাকিয়ে যখন এনডিএ-র বিস্তার ঘটানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি, ঠিক তখনই বিহারে শরিক জেডি(ইউ)-এর সঙ্গে সম্পর্ক তিক্ত হল তাদের। দলের রাজ্য নেতৃত্ব আজ হুমকি দিয়েছেন, প্রয়োজনে বিহারে সব ক’টি আসনে তাঁরা একা লড়বেন। যার জবাবে জেডি(ইউ) শিবিরও বলেছে, তারাও একা লড়তে তৈরি। বিহারে গত সাত বছর ধরে জেডি(ইউ) এবং বিজেপি জোট সরকার চালালেও সম্প্রতি নানা বিষয়ে তাদের মতান্তর প্রকট হচ্ছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ধরে রাখতে সংখ্যালঘু সমাজের জন্য যে সব সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে আপত্তি রয়েছে বিজেপি-র।
তা ছাড়া, এনডিএ-তে থেকেও রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন বা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ প্রার্থী করা হলে জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিজেডি(ইউ)-এর এই সব পদক্ষেপেও বিজেপি-র সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি-র সভাপতি সি পি ঠাকুর আজ বলেন, “আগামী লোকসভায় বিজেপি রাজ্যে ৪০টি আসনেই প্রার্থী দেবে।” যার পাল্টা জেডি(ইউ)-এর রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহ বলেছেন, “বিজেপি এমন সিদ্ধান্ত নিতেই পারে। আমরাও একা লড়তে প্রস্তুত।”
বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য এই সংঘাতকে এখনই বড় করে দেখতে নারাজ। তাঁদের বক্তব্য, বিহারে দল একা লড়বে না জোট করবে, সেটা সুশীল মোদী, অরুণ জেটলির মতো নেতারা ঠিক করবেন। এ ব্যাপারে সি পি ঠাকুরের কোনও ভূমিকাই নেই।
তা হলে কেন তিনি এমন কথা বলতে গেলেন তার ব্যাখ্যা দিয়ে এক বিজেপি নেতা আজ বলেন, “রাজ্য সভাপতি পদে সি পি ঠাকুরের মেয়াদ কিছু দিনের মধ্যেই শেষ হচ্ছে। রাজ্য নেতাদের নীতীশ-বিরোধী মনোভাব উস্কে দিয়ে সম্ভবত পুনর্বহাল হওয়ার রাস্তা খুলতে চাইছেন তিনি।” বিজেপি-র অন্য একটি অংশের বক্তব্য, এটা বাড়তি আসনের জন্য চাপ বাড়ানোর কৌশল। |
|
|
|
|
|