|
|
|
|
সনিয়ার বিদেশ সফর |
মোদীর আক্রমণ ঘিরে তুঙ্গে বাগযুদ্ধ |
নিজস্ব প্রতিবেদন |
সনিয়া গাঁধীর বিদেশ সফর নিয়ে রাজনৈতিক তরজা জমে উঠল। সনিয়ার বিদেশ সফর ও চিকিৎসায় প্রায় ২ হাজার কোটি টাকা খরচের অভিযোগ গত কাল করেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও সেই অভিযোগকে ঘিরে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছেন বিজেপি ও কংগ্রেস।
নরেন্দ্র মোদী কাল দাবি করেন, হিসারের এক বাসিন্দা তথ্যের অধিকার আইনে (আরটিআই) প্রশ্ন করে সনিয়ার সফরে খরচের কথা জানতে পেরেছেন। তা একটি সংবাদপত্রে প্রকাশিতও হয়েছে। কিন্তু, সেই বাসিন্দা রমেশ শর্মাই এ কথা অস্বীকার করেছেন। সনিয়ার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নিজের মানসিকতার পরিচয় দিয়েছে বলে আক্রমণ করেছে কংগ্রেস। ফলে, কিছুটা হলেও কৌশল বদল করেছে বিজেপি।
নরেন্দ্র মোদী অবশ্য গত কালই জানিয়ে দেন, তাঁর দাবি ভুল হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি। তবে তাঁর প্রশ্ন, ওই তথ্য ভুল হলে কংগ্রেস নেতৃত্ব আইনি ব্যবস্থা নেননি কেন। তাঁর কথায়, “সনিয়ার স্বাস্থ্যের জন্য যত খরচ করা সম্ভব তাই করা উচিত। কারণ, বিষয়টি মানবিক। তবে ভারতের কোনও নাগরিক সেই হিসেব জানতে চাইতেই পারেন।” বিজেপি মুখপাত্র নির্মলা সীতারামনের বক্তব্য, কংগ্রেস সনিয়ার স্বাস্থ্যের কথা তুলে মানুষের দৃষ্টি অন্য দিকে ঘোরাতে চাইছে। মোদী সনিয়ার সফরে খরচ নিয়ে নির্দিষ্ট প্রশ্ন তুলেছিলেন। কংগ্রেস যদি প্রশ্নের জবাব দিতে এতই উদগ্রীব হয় তা হলে তারা আসলে কত খরচ হয়েছিল তা জানাতেই পারে। যদি সরকার কোনও খরচ না করে থাকে তাহলে সে কথাও জানানো যেতে পারে। নির্মলার বক্তব্য, “সনিয়া সুস্থ থাকুন তা আমরাও চাই।”
প্রকৃতপক্ষে মোদীই মানুষের দৃষ্টি অন্য দিকে ঘোরাতে চাইছেন বলে দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি। মোদীর আমলে গুজরাতে ১ লক্ষ কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ নিয়ে মুখ্য ভিজিল্যান্স কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সাংসদরা। মণীশের দাবি, ওই অভিযোগের কোনও জবাব মোদীর কাছে নেই। মূলত সেই কারণেই তিনি সনিয়ার সফর নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও এক ধাপ এগিয়ে টুইটারে মোদীকে নাৎসি প্রচারমন্ত্রী গোয়েবলসের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ। তাঁর বক্তব্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ নাৎসিদের কায়দায় মিথ্যা প্রচারের শিক্ষা দেয়। সেই কায়দাতেই মোদী মিথ্যা প্রচার চালাচ্ছেন। |
|
|
|
|
|