|
|
|
|
বিশ্ব অর্থনীতির সামনে এখনও কঠিন পথ, ইঙ্গিত কৌশিক বসুর |
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
বিশ্ব অর্থনীতিকে কঠিন সময় পেরিয়ে আসতে হবে আরও কিছুদিন। বিশেষ করে ইউরোপকে। বিশ্বব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদের দায়িত্ব নিয়ে এই ইঙ্গিতই দিলেন কৌশিক বসু।
ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সদ্য অবসর নেওয়ার পর সোমবারই এই দায়িত্ব হাতে নেন তিনি। তবে হতাশার মধ্যেও রুপোলি রেখা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আর বছর খানেক মন্দার সঙ্গে যুঝতে পারলে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বৃদ্ধির পথে ফেরা তখনই সম্ভব হবে বলে ইঙ্গিত দেন তিনি।
কৌশিকবাবু এক সাক্ষাৎকারে জানান, আমেরিকার ২০০৭-’০৮ সালের ঋণ মেটানোর সঙ্কট ও তার জেরে ভয়াবহ মন্দারই আর একটি দিক আজকের পিছিয়ে পড়া ইউরোপীয় অর্থনীতি। বিশ্বায়নের যুগে ইউরোপের মতো অর্থনৈতিক জোটকে মন্দা থেকে আড়াল করা কিছুতেই সম্ভব নয় বলে জানান তিনি। তাঁর মতে, “সমস্যা একবার তৈরি হলে তার ঢেউ এসে লাগবে সর্বত্রই। তা সে ইউরোপ হোক, বা ব্রাজিল, ভারত বা চিন। বিশ্ব অর্থনীতির এই সঙ্কট বাণিজ্য সঙ্কটও তৈরি করছে।” পণ্যের বাজার মার খাওয়ার প্রসঙ্গও তোলেন তিনি।
এক প্রশ্নের উত্তরে কৌশিকবাবু জানান, পেশাদার অর্থনীতিবিদ হিসেবে ভারতে আর্থিক নীতি প্রণয়নের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিজ্ঞতা অসামান্য। যা তিনি বিশ্বব্যাঙ্কের নতুন দায়িত্ব নিয়ে কাজে লাগাতে পারবেন। |
|
|
|
|
|