টুকরো খবর
এ বার আমেরিকায় গ্যালাক্সি ট্যাব বিক্রিতে বাধা কাটল
আমেরিকায় গ্যালাক্সি ট্যাব ১০.১ বিক্রিতে আর কোনও বাধা রইল না স্যামসাঙের। ক্যালিফোর্নিয়ার এক আদালত মঙ্গলবার এই অনুমতি দিয়েছে। পাশাপাশি, খারিজ করে দেওয়া হয়েছে দক্ষিণ কোরীয় সংস্থাটির বিরুদ্ধে বৈশিষ্ট্য নকল করা নিয়ে অ্যাপলের অভিযোগও। এর আগে অগস্টে অবশ্য স্যামসাঙের বিরুদ্ধে মামলা জিতেছিল অ্যাপল। আদালতের রায়ে স্বাভাবিক ভাবেই খুশি স্যামসাং। এ বার অ্যাপল আই ফোন ৫ -এর বিরুদ্ধে সংস্থার কিছু বৈশিষ্ট্য নকলের অভিযোগ এনেছে তারা।

উন্নয়ন ব্যাঙ্ক গড়া নিয়ে একমত ব্রিক্স রাষ্ট্রগুলি
উন্নয়নের স্বার্থে ব্রিক্স রাষ্ট্রগুলির জন্য একটি ব্যাঙ্ক গড়ার ব্যাপারে একমত হলেন ওই ৫টি রাষ্ট্রের বিশেষজ্ঞরা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গড়া এই জোট ব্রিক্স-এর অর্থনীতিবিদ ও বিভিন্ন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান মনে করছে, সে ক্ষেত্রে বিশ্বব্যাঙ্কের সমকক্ষ হয়ে উঠবে প্রস্তাবিত ওই ব্যাঙ্ক। চিনের চঙ্গিং শহরে দু’দিনের বৈঠকে তাঁরা এই ব্যাঙ্ক গড়ার ব্যাপারে একমত হন। নয়াদিল্লিতে মার্চের শীর্ষ বৈঠকেই দেশের নেতারা নতুন ব্যাঙ্ক গড়া নিয়ে কিছুটা সমঝোতায় পৌঁছেছিলেন।

অর্থমন্ত্রীর সঙ্গে শিল্পের বৈঠক আজ
বুধবার অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠকে বসবেন বণিকসভার সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে খবর, বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রকে সংস্কারের পথেই থাকতে অনুরোধ জানাবেন ফিকি, সি আই আই, ও অ্যাসোচ্যাম প্রতিনিধিরা। দেশের আর্থিক বৃদ্ধির জন্য এটাই একমাত্র পথ বলে দাবি তাদের।

বিশ্ব জুড়ে চাই ৬০ কোটি নয়া কর্মসংস্থান
সারা বিশ্বে ৬০ কোটি নয়া কর্মসংস্থান তৈরির পক্ষেও সওয়াল করল বিশ্বব্যাঙ্কের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ২০১৩’। মূলত এশিয়া এবং সহারা সংলগ্ন আফ্রিকা অঞ্চলের ক্রমবর্ধমান নবীন কর্মীদের দক্ষতা কাজে লাগাতেই তা জরুরি বলে জানিয়েছে ওই রিপোর্ট। কর্মসংস্থান বৃদ্ধির বর্তমান হার ধরে রাখতেই ১৫ বছরে ওই ৬০ কোটি কাজ তৈরি করা প্রয়োজন বলে জানান রিপোর্ট-এর ডিরেক্টর মার্টিন রামা। কারণ সমীক্ষায় প্রকাশ, ৬২ কোটিরও বেশি অল্পবয়স্ক চাকরি বা পড়াশোনা, কিছুই করছেন না।

দিল্লিতে আনন্দ
ফেলুদা থেকে ঘনাদা। শিবরাম চক্রবর্তী থেকে সুপ্রিয়া দেবীর রান্নার বই। দীর্ঘদিন ধরেই রাজধানীর প্রবাসী বাঙালিদের চাহিদা ছিল হাতের কাছে বাংলা বই পাওয়ার। এ বার আর কোনও সমস্যা রইল না। মঙ্গলবার চিত্তরঞ্জন পার্কের ১ নম্বর মার্কেটের পাশে আনন্দ পাবলিশার্স-এর গ্রন্থ বিপণির উদ্বোধন হল। আনন্দর এটি ২৫তম বিপণি, এবং দিল্লিতে এই প্রথম। বিপণির উদ্বোধন করলেন আমজাদ আলি খান। পরে তিনি এবং তাঁর স্ত্রী শুভলক্ষ্মী ঘুরে দেখলেন দোকানটি। ইয়াসির ইকবালের তোলা ছবি।

ইন্ডিকার দাম কমলো
সব সংস্থা যখন দাম বাড়াচ্ছে বা বাড়ানোর কথা ভাবছে, তখনই উল্টোপথে হাঁটল টাটা মোটরস। ছোট গাড়ি ইন্ডিকা ইভি২-এর দাম ২৩ হাজার টাকা কমাল তারা। আনল নয়া সংস্করণ। দিল্লিতে দাম শুরু ৪.০১ লক্ষ টাকা থেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.