টুকরো খবর
কর্মীকে চড়, অভিযুক্ত আধিকারিক
চতুর্থ শ্রেণির এক কর্মীকে চড় মারার অভিযোগ উঠল প্রাণিসম্পদ বিকাশ দফতরের এক সুপারভাইজারের বিরুদ্ধে। শুক্রবার লাভপুর প্রাণিসম্পদ বিকাশ দফতরের ওই ঘটনায় শনিবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ‘নিগৃহীত’ ওই কর্মী। অভিযোগকারী লাভপুর ব্লক প্রাণিসম্পদ বিকাশ দফতরের চতুর্থ শ্রেণির কর্মী কৌশিকীব্রত মণ্ডলের দাবি, গত শুক্রবার নিজের দফতরের কাজ সেরে বাকি কাজের জন্য সিউড়িতে জেলা দফতরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেলা আড়াইটে নাগাদ নিজের দফতরে ফিরলে ‘ভেটেনারী ফিল্ড সুপারভাইজার’ তাপস দাসচৌধুরি তাঁকে তখনই বোলপুর ট্রেজারি ও ব্যাঙ্কে যেতে বলেন। তাতে রাজি না হওয়াতেই তাপসবাবু কৌশিকীব্রতবাবুকে চড় মারেন বলে অভিযোগ। কৌশিকীব্রতবাবুর দাবি, “আমি তাপসবাবুকে বলেছিলাম, এত বেলায় বোলপুরে গিয়ে কোনও কাজ হবে না। তাতেই ক্ষুব্ধ হয়ে তিনি ব্লক প্রাণিসম্পদ আধিকারিক অধীরচন্দ্র চোঙদারের উপস্থিতিতে আমার গালে চড় মারেন।” তিনি ওই আধিকারিকের বিরুদ্ধে লাভপুর থানা ও ব্লক প্রাণিসম্পদ আধিকারিকের কাছে অভিযোগ করেছেন। তাপসবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, “ওই কর্মী তাড়াতাড়ি বাড়ি চলে যেতে চেয়েছিলেন। আমি কয়েকটি প্রয়োজনীয় কাজ করতে বলাতেই উনি গালিগালাজ করতে শুরু করেন। সামান্য বচসা হয়েছে মাত্র। মারধরের অভিযোগ ভিত্তিহীন।” লাভপুর ব্লক প্রাণী সম্পদ আধিকারিক অধীরচন্দ্র চোঙদার বলেন, “বচসা হয়েছে ঠিকই, তবে চড় মারা হয়েছে কিনা বলতে পারবো না। মেজাজ হারানোর জন্য তাপসবাবু ওই কর্মীর কাছে দুঃখপ্রকাশ করেছিলেন। ভেবেছিলাম বিষয়টি মিটে যাবে। তবে পুলিশে অভিযোগ দায়ের হলে বিভাগীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ তদন্ত শুরু করেছে।

অস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে দুবরাজপুরের মানসায়ের জঙ্গল থেকে শেখ সফিক নামে দুবরাজপুরের ইসলামপুরের ওই যুবককে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে পিস্তল, পাইপগান ও গুলি। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা জানান, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র আসানসোল বা দুর্গাপুর হয়ে বেশ কিছু দিন ধরেই দুবরাজপুর এলাকায় ঢুকছে বলে খবর ছিল। পুলিশের নজর এড়াতে সেই সব অস্ত্র বহনের কাজে মহিলা বা অপ্রাপ্তবয়স্কদের কাজে লাগানো হচ্ছিল বলেও জানা গিয়েছে। সেই অনুযায়ী অভিযান চলে। তদন্ত চলছে।

পৌঁছল রথ
নলহাটি থানার আকালিপুর শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে সোমবার রাতে পৌঁছল বিবেকানন্দের বাণী প্রচার পরিক্রমার রথ। বিবেকাকন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁর বাণী ও চিন্তাভাবনা নিয়ে সুসজ্জিত রথকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে নানা সম্প্রদায়ের মানুষের ঢল নামে। সেই সঙ্গে শেষ হল জেলা জুড়ে পরিক্রমা পর্ব। জেলা স্বামী বিবেকানন্দ কথা প্রচার পরিক্রমা সমিতির উপদেষ্টা ও আহ্বায়ক স্বামী বাগীশানন্দ পুরী জানান, ২৩ সেপ্টেম্বর জেলার পাঁচড়া এলাকার চৈতন্যপুর গীতাভবন থেকে রথের যাত্রা শুরু। ২৪টি আশ্রমকে নিয়ে এই পরিক্রমা হয়।

মোটরবাইক চুরি
ফের মোটরবাইক চুরির ঘটনা ঘটল রামপুরহাট হাসপাতাল পাড়া এলাকায়। সোমবার সন্ধ্যা একটি নার্সিংহোমের সামনে রাখা বাইক দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে থানায় অভিযোগ করেছেন রামপুরহাট থনার বনহাট গ্রামের এক ব্যবসায়ী।

সম্মেলন
বঙ্গীয় পুরোহিত সভার উদ্যোগে মঙ্গলবার লাভপুরের ফুল্লরা মহাপীঠের তারাশঙ্কর-কামদাকিঙ্কর ভবনে পুরোহিতদের সম্মেলন হয়েছে। প্রণব উকিলকে সভাপতি ও প্রভাত হালদারকে সাধারণ সম্পাদক করে ২৫ জনের কমিটি গঠিত হয়।

কার্ড বিলি
মল্লারপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ময়ূরেশ্বরের সোঁজ আদিবাসী পাড়ায় ২৫০ জনকে রেশনকার্ড ও পড়ুয়াদের স্কুল ব্যাগ দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.