খেলার টুকরো খবর

আন্তঃক্লাব ফুটবল
বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতার সুপার ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হল বোলপুর টাউন ক্লাব। তারা মোট ১৭ পয়েন্ট সংগ্রহ করে। ২৯ সেপ্টেম্বর লিগ পর্যায়ের শেষ খেলায় বোলপুর ইয়ং টাউন ক্লাবের মুখোমুখি হয়েছিল টাউন ক্লাব। ইয়ং টাউন ক্লাবের সংগৃহীত পয়েন্ট ১৩। সমগ্র খেলায় তারা ১১টি গোল দিয়েছে এবং ৮টি গোল খেয়েছে। একই সংখ্যক গোল দিয়ে ও খেয়ে সমান পয়েন্ট সংগ্রহ করে নুরপুর আমবাগান পল্লি উন্নয়ন সমিতি। গত ৪ অগস্ট বোলপুর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা শুরু হয়। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস দে জানান, শীঘ্রই বৈঠক করে দু’টি দলের মধ্যে একটি দলকে রানার্স হিসেবে ঘোষণা করা হবে।

• রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় বিভাগের প্রথম সেমিফাইনাল হয় মঙ্গলবার। এ দিন খরুণ উদ্বোধনী মিলনী ও কাষ্ঠগড়া স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন প্রতিদ্বন্দ্বিতা করে। ১-০ গোলে জয়ী হয় খরুণ। কাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তারাপীঠ মিলন সঙ্ঘ ও রামপুরহাট নেতাজি বয়েজ ক্লাব। ৮ অক্টোবর ফাইনাল। অন্য দিকে, ৯ অক্টোবর প্রথম বিভাগের প্রথম সেমিফাইনালে খেলতে নামছেরামপুরহাট শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব ও রামপুরহাট ইয়ুথ শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে রামপুরহাট শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব ও মাড়গ্রাম সোনালি স্পোর্টং ক্লাব। ১২ অক্টোবর এই বিভাগের ফাইনাল। গত ২২ অগস্ট থেকে মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতা শুরু হয়েছে।

স্মৃতি ফুটবল
নানুরের খুজুটিপাড়া সরস্বতী ক্লাব পরিচালিত ৮ দলীয় দীননাথ স্মৃতি নকআউট ফুটবল খেলায় নুরপুর আমবাগান পল্লি উন্নয়ন সমিতিকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল পারুলডাঙা পল্লি উন্নয়ন সমিতি। ৩০ সেপ্টেম্বর স্থানীয় কালীদিঘির মাঠে খেলাটি হয়েছে। আগামী ৬ অক্টোবর ওই প্রতিযোগিতায় দেবেন্দ্রগঞ্জ ইয়ুথ অ্যান্ড বয়েজ ক্লাবের মুখোমুখি হবে আয়োজক সংস্থা।


উইনার্স-রানার্স
তারাপীঠ মিলন সঙ্ঘ পরিচালিত জয়তারা উইনার্স ও জয়বাম রানার্স ফুটবল প্রতিযোগিতার ২৮ সেপ্টেম্বরের খেলায় নৈহাটি সংহতিকে টাইব্রেকারে ৬-৪ গোলে হারায় বাহিরি ফুটবল ক্লাব। আজ বুধবার বর্ধমান ইয়ং টাউন ক্লাব ও আজিমগঞ্জ ফুটবল একাদশ মুখোমুখি হবে। গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় চিলার মাঠে ৮ দলের ওই প্রতিযোগিতা শুরু হয়। আগামী ৫ নভেম্বর ফাইনাল। উদ্যোক্তারা জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৭ হাজার ও ৪ হাজার টাকা দেওয়া হবে।

সংক্ষেপে
বোলপুর পাঁচশোয়া বিরসা মুণ্ডা স্মৃতি সঙ্ঘের পরিচালনায় মঙ্গলবার স্থানীয় স্কুল মাঠে হয়েছে একদিনের ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। আমোদপুর কালীমাতা সঙ্ঘ টাইব্রেকারে ৩-২ গোলে বেজরা কালীমাতা ক্লাবকে হারায়।

• বীরভূম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী ৬ অক্টোবর থেকে সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে হবে ২০১১-১২ সালের পুরস্কার বিতরণীসভা। সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, ওই সভায় আন্তঃজেলা স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করা খেলোয়াড় এবং জেলার প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হবে।

• নলহাটি থানার তেজহাটি নেতাজি সঙ্ঘের পরিচালনায় স্থানীয় ভোমরাডাঙার মাঠে গত ২৪-২৫ সেপ্টেম্বর হয়েছে ১৬ দলের দু’দিনের ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে আটগ্রাম-ডাঙাপাড়া ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে তেজহাটি শিবশঙ্কর ক্লাবকে হারিয়ে জয়ী হয়।

• জঙ্গলমহল মহিলা ফুটবল প্রতিযোগিতা-২০১২’র বারিকুল থানা জোনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের খেলা শেষ হল গত শুক্রবার। বারিকুল থানা সংলগ্ন মাঠে গত মঙ্গলবার থেকে এই ম্যাচগুলি হয়। প্রথম পর্যায়ে ৪০টি মহিলা ফুটবল দল খেলে। তাদের মধ্যে উঠে আসা ২০টি দল নিয়ে দ্বিতীয় পর্যায়ের খেলা হয়। তৃতীয় পর্যায়ে উঠেছে ৫টি হল। দলগুলি হল: বেলডাঙা তুমুল আপন জ্ঞাতি গাঁওতা, শ্যামাডি সাগুন শিশির ক্লাব, দক্ষিণ খাড়ুজোড় মহিলা ফুটবল ক্লাব, বাগজোবরা আদিবাসী মেঘদূত, বাবুরডাঙা বিকেএইচ খেড়ওয়াল গাঁওতা।

• পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত নকুলচন্দ্র দে মেমোরিয়াল উইনার্স ট্রফি ও অলমাইটি গ্রুপ রানার্স ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল সোনামুখী ইয়ুথ কর্নার ও বেলিয়াতোড় একাদশ। শনিবার পাত্রসায়র ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বেলিয়াতোড় একাদশ টাইব্রেকারে পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়নকে হারিয়ে জয়ী হয়। বৃহস্পতিবার পাত্রসায়র ফুটবল মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচে সোনামুখী ইয়ুথ কর্নার ৩-০ গোলে বিষ্ণুপুর মৈত্রী সঙ্ঘকে হারিয়েছে। আগামী শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে।

• আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় সারেঙ্গার জোনাল চ্যাম্পিয়ন হল সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ। সোমবার তপ্ত-দামদি বনমালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় সীতারামপুর হাইস্কুলকে ৫-০ গোলে হারিয়ে জয়ী হয় তারা।

বিষ্ণুপুর স্টেডিয়ামে ফুটবল।
• বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের তৃতীয় ফুটবল ম্যাচে মড়ার মল্লভূম জিয়োড় গাঁওতা ৫-১ গোলে হারাল বিষ্ণুপুর মায়ের আশিস ক্লাবকে। মঙ্গলবার বিষ্ণুপুর স্টেডিয়ামে খেলাটি হয়। তিনটি গোল করে হ্যাটট্রিক করেন গাঁওতার ফুটবলার লক্ষ্মীকান্ত মুর্মু। সংস্থার সম্পাদক বরুণ দে জানান, সুপার ডিভিশনের খেলায় মোট ৮টি দল যোগ দিয়েছে।

• সিএবির উদ্যোগে এবং মানভূম ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর ও বর্ধমানের স্কোরারদের নিয়ে তিনদিনের একটি স্কিল-ডেভেলপমেন্ট শিবির হল পুরুলিয়ায়। গত ২৮-৩০ সেপ্টেম্বর পুরুলিয়ায় মানভূম ক্রীড়া সংস্থায় এই আবাসিক শিবিরটি অনুষ্ঠিত হয়। সংস্থার ক্রিকেট সচিব হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় জানান, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের স্কোরার আনন্দ দাস।

• আন্তঃবিদ্যালয় রেঞ্জার্স জুবিলি ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল বলরামপুর ফুলচাঁদ উচ্চ বিদ্যালয়। গত ২৫ সেপ্টেম্বর পুরুলিয়া 2 ব্লকের হুটমুড়া ফুটবল ময়দানে তারা পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠকে ৩-০ গোলে হারায়। ফুলচাঁদের পক্ষে গোলগুলি করেন সুজয় কিস্কু, ঈশ্বর কিস্কু ও অনুপম টুডু। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের মুখপাত্র নূরউদ্দিন হালদার জানান, জেলার মোট ৪৭টি স্কুল যোগ দিয়েছিল। পুরুলিয়া, মানবাজার, বলরামপুর, রঘুনাথপুর ও ঝালদা মাঠে খেলাগুলি হয়।

• কেন্দা থানা এলাকার চিতোড়া ইন্দ মেলা কমিটির উদ্যোগে গত ২৬-২৭ সেপ্টেম্বর চিতোড়া ফুটবল ময়দানে হয়েছে খালি-পায়ের ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দিয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবহাল ফুটবল ক্লাব। রানার্স হয়েছে মিশিরডি ফুটবল ক্লাব।

হুড়ার লক্ষ্মণপুরে স্মৃতি ফুটবল।
• হুড়ার লক্ষ্মণপুর যুব গোষ্ঠীর পরিচালনায় সঞ্জয় সেনপতি স্মৃতি ফুটবল ট্রফি জিতল বোঙ্গাবাড়ি বিএফসি ক্লাব। তারা ১-০ গোলে ছাতনা বীরবিরসা ক্লাবকে পরাজিত করে। ১৯ অগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয় রবিবার। ১৬টি দল ছিল।

ছবি: শুভ্র মিত্র, প্রদীপ মাহাতো, দেবব্রত দাস সুজিত মাহাতো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.