গাঁধী জয়ন্তীতে জেলা জুড়ে নানা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদন |
গাঁধীজয়ন্তী উপলক্ষে বর্ধমান শহরের ঝাঁপানতলায় আয়োজিত হল বসে আঁকো প্রতিযোগিতা। চারটি বিভাগে মোট ৩৭২ জন প্রতিযোগী যোগ দেয়। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় ও আয়কর আধিকারিক অভিজিত মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা সাদা পায়রা ওড়ান। চারটি বিভাগে প্রথম স্থানাধিকারিরা হল শুভজিৎ সরকার, নয়নেন্দু বন্দোপ্যাধ্যায়, অনুষ্কা কর্মকার ও অদ্রি দাঁ। উদ্যোক্তারা জানান, এই প্রতিযোগিতার বাছাই করা ছবি নিয়ে পুজোর সময়ে একটি প্রদর্শনী হবে। যথোচিত মর্যাদায় মঙ্গলবার গাঁধী জয়ন্তী পালিত হয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। এ দিন মহকুমার মূল অনুষ্ঠানটি হয় আসানসোল আদালত চত্বরে গাঁধী মূর্তির পাদদেশে। জাতীর জনকের পূর্ণাবয়ব মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল ব্লক কংগ্রেস অফিসে এ দিন গাঁধীজির প্রতি সম্মান জানিয়ে নানা জনসেবামূলক কাজ হয়। কুলটির গাঁধীর কুষ্ঠপল্লিতে মহিলা কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। এ দিন রানিগঞ্জের জেকে নগরে মহাত্মা গাঁধীর জন্মজয়ন্তীতে আইএনটিইউসি-র উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয়। আসানসোলের ডামরায় মহাত্মা গাঁধী ক্লাবের উদ্বোধন করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি।
|
তৃণমূল কর্মী খুনে ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
তৃণমূল কর্মী খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার কেতুগ্রামের রায়খা গ্রামে প্রহৃত হন আনোয়ার হোসেন নামে এক প্রৌঢ়। তাঁর বাড়ি স্থানীয় মুসলিমপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটেছে বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনায় জড়িত অভিযোগে জাহাঙ্গির হোসেন, ভাদু শেখ, আবু তোরাব ও আবুল বাসির নামে চার জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার জাহাঙ্গিরকে তিন দিন পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ভাদুর বাড়ি খাঁজি গ্রামে ও বাকি তিন জনের বাড়ি রায়খা গ্রামে।
|
অটো উল্টে মৃত শিশু
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
বাঁকের মুখে অটো উল্টে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। জখম হন তার ঠাকুমাও। মৃত শিশুটির নাম আরিফ মণ্ডল। বাড়ি পূর্বস্থলী ২ ব্লকের হরিপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঠাকুমার সঙ্গে অটোয় চেপে ছাতনি এলাকায় পিসির বাড়ি যাচ্ছিল আরিফ। বাসিন্দারা জানান, ছাতনি মোড়ের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে নয়ানজুলিতে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরিফের। ঠাকুমা আশরাফুন্নেসা বিবি-সহ অটোর চালক অল্পবিস্তর জখম হয়।
|
জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কালনা |
দু’টি স্কুল ও একটি সমবায়ের পরিচালন সমিতির ভোটে জয়ী হল তৃণমূল। কালনা ২ ব্লকের আনোকা কুমোরপাড় সমবায় সমিতির ভোটে ৬টি আসনের সব ক’টিই দখল করে তৃণমূল। পূর্বস্থলী ২ ব্লকের নীলমনি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের ভোটে প্রার্থী দিয়েছিল তৃণমূল, সিপিএম, বিজেপি এবং কংগ্রেস। সব ক’টি আসনেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মন্তেশ্বর কাইগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরিচালন সমিতির ভোটে ৬টি আসনের চারটিতে জেতেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি দু’টিতে জেতেন সিপিএমের প্রার্থীরা। |