টুকরো খবর
বিয়ে রুখে দিল পুলিশ
পঞ্চম শ্রেণির ছাত্রী এক নাবালিকার বিয়ে আটকে দিল ইংরেজবাজার থানার পুলিশ। শেষে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেব না, পুলিশের কাছে এই মুচলেকা দিয়ে রেহাই পান ওই নাবালিকার বাবা ও পরিবারের লোকেরা। সোমবার বিকালে নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের শৈলপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “জেলার প্রত্যেক থানাকে সতর্ক করা হয়েছে। কোনও নাবালিকার বিয়ের খবর আসলেই সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বিয়ে আটকাতে হবে। শুধু শৈলপুর গ্রাম নয়, পুলিশি তৎপরতায় জেলার বহু নাবালিকা বিয়ে আটকানো গিয়েছে।” শৈলপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর হান্নান শেখ তাঁর মেয়ের সঙ্গে ওই গ্রামেরই এক দিনমজুর আশু শেখের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন। এদিন ছিল বিয়ের দিন। পাত্রকে নিয়ে বরযাত্রী চলে আছেন। এদিকে গ্রামেরই এক শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি ইংরেজবাজার থানায় নাবালিকা ছাত্রীর বিয়ের খবর দেন। পুলিশ খবর পেয়েই গ্রামে যায়। পুলিশকে আসতে দেখে বরকে নিয়ে বরযাত্রীরা পালিয়ে যান। পুলিশের সামনে ওই ছাত্রীর বাবা হান্নান শেখ বলেন, “অভাবের সংসার। তিন মেয়ে। অভাবের জন্য বড় মেয়েকেও কমবয়সে বিয়ে দিয়ে দিয়েছিলাম। তখন কেউ বাধা দেয়নি। তাই মেজ মেয়েরও বিয়ে ঠিক করেছিলাম। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। পুলিশকে লিখেও দিয়েছি, ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেব না।” নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের এলাকার পঞ্চায়েত সদস্য দুলাল আলি বলেন, “বিষয়টি জানতাম না। গ্রামে পুলিশকে আসতে দেখে নাবালিকা ছাত্রীর বিয়ের কথা জেনেছি। আমরা যা পারিনি তা পুলিশ করে দেখাল।”

সামসিতে বিক্ষোভ
বিকল ট্রান্সফর্মার পাল্টানোর দাবিতে বিদ্যুৎ বণ্টন কোম্পানির দফতর দু’ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মালদহের সামসিতে সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। বাসিন্দাদের বিক্ষোভে ঘেরাও হয়ে থাকতে হয় কর্মীদের। অভিযোগ, একমাস আগে বাহারালের সাহাপুরে ৬৬ কেভির ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। একমাস রতুয়ার আটগামা, সাহাপুর ও কসবা এলাকায় বিদ্যুৎ নেই। ওই পরিস্থিতিতে পড়ুয়া থেকে চাষি প্রত্যেকে বিপাকে পড়েছেন। সমস্যা সমাধানের জন্য করেকবার আবেদন জানিয়ে লাভ হয়নি। তাই বাধ্য হয়ে দফতর ঘেরাও করার সিদ্ধান্ত নিতে হয়েছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির উত্তর মালদহ ডিভিশনাল ম্যানেজার অভিজিত বসু বলেন, “বাড়তি চাপ নিতে না পারায় বেশ কিছু এলাকায় একই সমস্যা দেখা দিয়েছে। সাহাপুরে দুদিনের মধ্যে বিকল ট্রান্সফর্মার পাল্টানো হবে।”

পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু
পরীক্ষা দিয়ে ফেরার পথে বাসে উঠতে গিয়ে এক ছাত্রের মৃত্যু হল। আহত হন আরও দুই জন। সোমবার দুপুরে করণদিঘি থানার ডালখোলা কলেজমোড়ে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সাইদুল ইসলাম (২২)। ডালখোলার বয়িরগাছি এলাকায় তাঁর বাড়ি। রাজকুমার সিংহ এবং ক্ষিতীশ চন্দ্র দাসকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডালখোলা শ্রীঅগ্রসেন কলেজের দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা ছিল। রায়গঞ্জমুখী সরকারি বাসে ওঠার সময় ঘটনাটি ঘটে। তিনজন বাসে ওঠার আগেই কন্ডাক্টর বেল বাজান বলে অভিযোগ। ছাত্রছাত্রী-বাসিন্দারা ৩৪ নম্বর জাতীয় সড়ক দেড় ঘন্টা অবরোধ করেন। বাস ভাঙচুর করা হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, মোড়ে বেসরকারি বাস দাঁড়ালেও সরকারি বাস দাঁড়াতে চায় না। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি।

বোতল ভেঙে খুন যুবককে
ভাঙা মদের বোতল দিয়ে এক যুবককে খুনের ঘটনায় দিনহাটায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে দিনহাটার বড়আটিয়াবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম বলাই দেবনাথ (২৭)। ওই এলাকায় তার বাড়ি। পেশায় রিকশা চালক ওই যুবক রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এদিন সকালে এলাকার একটি শিবমন্দিরের পাশ থেকে দেহটি উদ্ধার হয়। দেহটির পেটে ভাঙা মদের বোতল গাঁথা অবস্থায় ছিল। জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “খুনের মামলা রুজু হয়েছে। কী কারণে খুন তা দেখা হচ্ছে।”

বিক্ষোভ মিছিল
এইমস এর ধাঁচে হাসপাতলের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল হল কানকিতে। সোমবার উত্তর দিনাজপুরের কানকিতে ওই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তার আলি সর্দার-সহ কংগ্রেস নেতারা। কংগ্রেসের চাকুলিয়া ব্লক সভাপতি মহম্মদ মোস্তফা জানান, রায়গঞ্জের পানিশালা বাসিন্দারা স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত। অথচ রাজ্য ইচ্ছাকৃত ভাবে জমি অধিগ্রহণ করছে না।

গ্রেফতার ৬
তোলাবাজি-সহ নানা সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নয় যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ইটাহার থনার বাড়িওলঘাট এলাকায়। এদিন অভিযুক্তরা এলাকার এক ব্যক্তির ওপর হামলা চালায় বলে অভিযোগ। গ্রামবাসীদের তাড়ায় তারা দুটি বাড়িতে ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পুলিশ এলাকায় পৌঁছলে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। পুলিশ নয়জনকে গ্রেফতার করে থানা নিয়ে যায়। ওই এলাকাতেই তাদের বাড়ি। ধৃতেরা এলাকায় নিজেদের তৃণমূল কংগ্রেসের কর্মী পরিচয় দিত বলেও অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেসের নেতারা এই দিন জানিয়ে দিয়েছেন, গ্রেফতার হওয়া ওই ৯ জন দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও রকম সম্পর্ক নেই। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ধৃত বালুরঘাটে
গোয়ায় এক বৃদ্ধ খুনে জড়িত সন্দেহে সোমবার বালুরঘাট থেকে এক যুবককে পুলিশ গ্রেফতার করে। নাম তাইজুল মণ্ডল। ঠাকুরপুরার ইন্দ্রা এলাকার বাড়ি। ধৃত যুবক গোয়ায় একটি সংস্থার এক অফিসারের বাড়িতে পরিচারকের কাজ করতেন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, গত ২১ সেপ্টেম্বর প্যাট্রিক ডিসুজা নামে ওই ব্যক্তিকে মেরে তাইজুল পালিয়ে যায়।

মদ আটক
আবগারি দফতরের অফিসারেরা অভিযান চালিয়ে ভুটানি মদ সমেত একটি গাড়ি আটক করল। সোমবার মালবাজার শহর লাগোয়া ৩১ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।

এমডি বদল
এনবিএসটিসি-র এমডি বদল করল পরিবহণ দফতর। ওই দায়িত্বে ছিলেন সি মুরুগন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল উত্তর দিনাজপুর জেলা গ্রামোন্নয়ন সেলের প্রজেক্ট ডাইরেক্টর নিবিল ঈশ্বরারীকে।

দুর্ঘটনায় মৃত্যু
সোমবার ডালখোলা কলেজ মোড়ে চলন্ত বাসে উঠতে গিয়ে চাকায় মৃত্যু হয় এক ছাত্রের। আহত আরও দু’জন। দুর্ঘটনার পরই বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। জাতীয় সড়ক অবরোধও করা হয়।

পুড়ে মৃত্যু
রবিবার আগুনে পুড়ে মৃত্যু হল এক বধূর। মালবাজার থানার দক্ষিণ ওদলাবাড়ির রথখোলা এলাকায় ঘটনাটি ঘটে। মৃতার নাম জুগালি সরকার (৩৫)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.