টুকরো খবর
মুক্তিপণ চেয়ে গ্রেফতার তিন
হাটে ওষুধ বিক্রি করতে আসা দুই কিশোরকে চা বাগানের শ্রমিক বস্তিতে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটার পর রাতে বীরপাড়া চা বাগানে হানা দিয়ে অপহৃতদের উদ্ধার করে পুলিশ। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “তদন্ত চলছে। ঘটনার পিছনে কোনও চক্র রয়েছে কী না তা দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত দুই কিশোরের বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে। রাজ্যের বিভিন্ন জায়গাতে ঘুরে তারা কবিরাজী ওষুধ বিক্রি করেন। তাঁদের সঙ্গে পরিবারের লোকজনও ছিলেন। গত রবিবার পরিবারের দুই কিশোর ৯ বছরের আমির খান এবং ১৩ বছর বয়সী সুকচাঁদ শেখ বীরপাড়া হাটে ওষুধ নিয়ে যায়। তাদের বীরপাড়া চা বাগানের সুরজ কুজুর, জ্যোতি কেরকাট্টা এবং বিষ্ণু প্রধান বাগানের একটি ঘরে নিয়ে আটকে রাখেন বলে অভিযোগ। তিন জনেই পুলিশ ধরেছে। একসঙ্গে প্রচুর ওষুধ বিক্রির টোপ দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ বাবাদ দাবি করা হল বলে অভিযোগ। টাকা পৌঁছে দেওয়ার ঠিকানা জানার পর সাদা পোশাকের পুলিশ কর্মীরা এলাকায় হানা দেন। সোমবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হলে অভিযুক্তদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।

দুর্ঘটনায় মৃত বাইক আরোহী
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। সোমবার বিকাল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে বাগডোগরা থানার গোঁসাইপুর এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম সৌরভ পাল। বয়স আনুমানিক ৩০। তাঁর কাছ থেকে পাওয়া একটি এটিএম কার্ড দেখে ওই তথ্য পেয়েছে পুলিশ। কিন্তু তাঁর বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে ট্রাকটি আটক করেছে। পরে ট্রাকের চালককেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক বাইক নিয়ে বাগডোগরার দিকে যাচ্ছিল। সেই সময় একই দিক থেকে আসা একটি ট্রাকের পিছনের চাকায় বাইকটি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়।

পদ খারিজের দাবি
দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ‘দলত্যাগ বিরোধী আইন’-এ শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পালের কাউন্সিলর পদ খারিজের দাবি তুলল কংগ্রেস। সোমবার কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) শঙ্কর মালাকার জেলাশাসক এবং শিলিগুড়ি পুর কমিশনারকে এ ব্যাপারে চিঠি দেন। শঙ্করবাবু দাবি করেন, দলত্যাগ বিরোধী আইনের আওতায় ওই কাউন্সিলর পড়ছেন। সে কারণে তাঁর কাউন্সিলর এবং চেয়ারম্যান পদে থাকার অধিকার নেই। গত বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে নান্টুবাবু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। নান্টুবাবু এ দিন বলেন, “মানুষের ভোটে জিতে কাউন্সিলর হয়েছি। জেলাশাসকের হাত থেকে সেই শংসাপত্রও পেয়েছি। আপাতত আর কিছু বলতে চাই না।” জেলা তৃণমূলের মুখপাত্র তথা কৃষ্ণ পাল বলেন, “আগে নান্টুবাবুর কাছ থেকে কংগ্রেস সেই জবাব নিক। তার পর তারা অভিযোগ তুলতে পারবে।”

ধর্না-সম্প্রচার শিলিগুড়িতে
সোমবার খুচরো বাজারে বিদেশী বিনিয়োগ সহ একাধিক ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় বসেছিল তৃণমূল। শিলিগুড়ির হিলকার্ট রোডে মঞ্চ তৈরি করে বড় টেলিভিশন বসিয়ে বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে তা দেখানোর ব্যবস্থা করেছিল যুব তৃণমূল। সকাল সাড়ে ১১টা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত টেলিভিশন চালু থাকে।

স্মারকলিপি পেশ
খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলি সরকারি সুবিধে পাচ্ছে না বলে অভিযোগ করে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে স্মারকলিপি দিয়েছে যুব কংগ্রেস। সোমবার খড়িয়া অঞ্চল যুব কংগ্রেস কমিটির তরফে স্মারকলিপি দেওয়া হয়। সরকারি তালিকায় নাম থাকলেও দেড় বছর ধরে এলাকার ১১টি পরিবার ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পায়নি, এলাকার প্রায় ১১৫ জন বৃদ্ধ বৃদ্ধা ভাতাও পাচ্ছেন না বলে জানানো হয়েছে। যুব কংগ্রেসের অঞ্চল কমিটির সভাপতি গণেশ ঘোষ বলেন, “বিপিএল পরিবারগুলিকে দ্রুত সরকারি সুবিধে দেওয়ার দাবি জানানো হয়েছে।”

বিশ্ব প্রবীণ দিবস
বিশ্ব প্রবীণ দিবসে স্মারক পত্রিকা প্রকাশ করল জলপাইগুড়ি টাউন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফোরাম। গত রবিবার জলপাইগুড়ির রবীন্দ্রভবন মঞ্চে প্রবীণ দিবস উদযাপনে সংস্থার পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। স্মারক পত্রিকাটি প্রকাশ করেন বিধায়ক দেবপ্রসাদ রায়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান খগেশ্বর রায়-সহ সাহিত্যিক উমেশ শর্মা, নাট্যকার সমর চৌধুরী প্রমুখ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের প্রবীণ নাগরিকদের বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার দাবিতে বিভিন্ন মহলে দাবি জানানো হবে।

চা বাগানে খুন
ভরদুপুরে খুন হলেন এক ব্যক্তি। সোমবার মেটেলি থানার চালসা চা বাগানের ছাড়ো লাইনে ঘটনাটি ঘটে। নিহতের নাম বুন্দিয়া বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বাড়ি নাগরাকাটা থানা এলাকায়। খুনের ঘটনায় জড়িত সন্দেহে চালসা চা বাগানের পান্ডু ওঁরাও এবং পরশুরাম গোয়ালাকে পুলিশ গ্রেফতার করে। জেরা পান্ডু জানায়, ৬ বছর আগে তাঁর ভাই জয়রাম ওঁরাও নাগরাকাটা থানা এলাকায় খুন হন। এ দিন মদের আসরে বসে বুন্দিয়া জানায়, ওই খুন সে করছিল। এর পরেও পাথর দিয়ে মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জলমগ্ন ময়নাবাড়ি
সামান্য বৃষ্টিতে নদীর জল ঢুকছে ময়নাবাড়ি গ্রামে। বহু দাবি জানিয়েও বাঁধ তৈরি হয়নি। ওই দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিস তিন ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মহিলারা। সোমবার ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের তুরতুরি খন্ড গ্রাম পঞ্চায়েতে। প্রধান সুচিতা সুরিন জানিয়েছেন, বাঁধ নির্মাণে পরিকল্পনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

ভিড় করেন তৃণমূল সমর্থকরা
শিলিগুড়ি শহর যুব তৃণমূলের উদ্যোগে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি গৌতম দেব, শিলিগুড়ির তৃণমূল বিধায়ক রুদ্রনারায়ণ ভট্টাচার্য, দার্জিলিং জেলা যুব তৃণমূলের সভাপতি প্রবীর রায় সহ তৃণমূল নেতৃত্ব। শিলিগুড়ি শহর যুব তৃণমূলের সভাপতি ধীমান বসু বলেন, “নেত্রীর আন্দোলন সাধারণ মানুষদের সামনে তুলে ধরতেই ওই অবস্থান বড় টেলিভিশনে দেখানোর ব্যবস্থা করা হয়। প্রচুর মানুষ সেখানে যোগ দেন।”

পাচারে ধৃত
স্পিরিট পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ঘটনাটি ঘটে ভক্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুটি ছোট গাড়িতে করে ১২৪০ লিটার স্পিরিট নিয়ে পাচারের চেষ্টা করছিল ২ জন। গাড়ি দুটি জাতীয় সড়ক ধরে পাঞ্জীপাড়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল।

খোঁজ মেলেনি
জিপ তিস্তায় পড়ার ৪৮ ঘণ্টা পরেও খোঁজ মিলল না রিয়াং ফাঁড়ির ওসি-সহ তিন জনের। সোমবার রাত পর্যন্ত তিস্তায় তল্লাশি চালিয়েছে পুলিশের একটি দল। খোঁজ পাওয়া যায়নি গাড়িটিরও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.