এ বার ২৭ বছরে ইসলামপুর নেতাজিপল্লি |
ভিড় টানতে |
চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠের আদলে মণ্ডপ। উচ্চতা ৪৫ ফুট, চওড়া প্রায় ৫৫ ফুট।
সেখানে দর্শনার্থীরা দেখবেন স্বামী বিবেকানন্দকে। এ ছাড়াও মণ্ডপে নানা দেবদেবীর
মূর্তি থাকবে। আলোয় দেখা যাবে নবদ্বীপের শিল্পীদের কারুকাজ। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
মহকুমা প্রশাসন ও প্রেস ক্লাবের
তরফে শ্রেষ্ঠ পুজোর সম্মান মিলেছে।
পুরসভাও দিয়েছে শ্রেষ্ঠত্বের শিরোপা। |
৩টি রাস্তার মুখে পুজো।
ভিড় সামলাতে সদস্যদের সঙ্গে
পুলিশও রাখতে হয়। |
অন্তরা পাল, ব্যাঙ্ক-কর্মী |
জীবে প্রেম-ভালবাসা লুপ্ত হতে চলেছে। এই সময় পথ দেখাতে পারে বিবেকানন্দের আদর্শ। উৎসবের আনন্দে ভেসে মানুষ এ বার সেই আদর্শকে জানার সুযোগ পাবেন ভেবে ভাল লাগছে। |
চন্দন চট্টোপাধ্যায়, সরকারি আমলা |
দিন যত এগিয়ে আসছে কাজে মন বসছে না। পুজোর কয়েকটা দিন কোনও কাজ করি না। অনেক বন্ধু কর্মসূত্রে বাইরে থাকে। তাঁদের অনেকে বাড়ি ফিরবেন। দিনভর সকলে আড্ডা দেব। |
বিজয় দাস, সম্পাদক |
এ বার পঞ্চমীতে বাসস্ট্যান্ডে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে পুজোর সূচনা হবে। আমরা মহকুমা প্রশাসন ও পুরসভার কাছে সহযোগিতার আর্জি জানিয়েছি। |
|
বাজেট ৮ লক্ষ |
সদস্য চাঁদা, স্থানীয় ও ব্যবসায়ীদের চাঁদা ও স্পনসর। |