টুকরো খবর
৩-১ ফলে জয়ী বামফ্রন্ট
জেলার চারটি স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তিনটিতে জিতল বামফ্রন্ট। রবিবার নির্বাচন হয়েছে। ছাতনা ব্লকের ‘ছাতনা বাসুদেব বিদ্যামন্দির’ ও ‘নবগ্রাম মহাত্মা গাঁধী জুনিয়র হাইস্কুলে’র নির্বাচনে হারল তৃণমূল। বাসুদেব বিদ্যামন্দিরে ৬-০ ফলে সিপিএম ও নবগ্রাম মহাত্মা গাঁধী জুনিয়র হাইস্কুলে ৩-০ ফলে জয়ী হয় বামফ্রন্ট। সিপিএমের ছাতনা জোনাল কমিটির সম্পাদক মধুসূদন মণ্ডল বলেন, “তৃণমূলের প্রতি মানুষ আস্থা হারাচ্ছেন তা ফের একবার প্রমাণ হল।” তৃণমূলের ছাতনা ব্লক সভাপতি পরমেশ্বর কুণ্ডু বলেন, “ওই দু’টি স্কুল বামেদের দখলেই ছিল। আমরা শান্তিপূর্ণ ভোট করতে পারিনি।” গঙ্গাজলঘাটির বিড়রা আর এন সি বালিকা বিদ্যালয়ের ভোটে ৬-০ ফলে জয়ী হয় তৃণমূল। ওই ব্লকের তৃণমূল সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, “এই স্কুল আমাদের দখলেই ছিল। এইবারও অভিভাবকেরা আমাদের প্রার্থীদের সমর্থন করেছেন।” যদিও গঙ্গাজলঘাটির সিপিএম জোনাল সম্পাদক জীতেন সিংহের দাবি, “ভুয়ো ভোটারদের ভোটে জিতেছে তৃণমূল।” অন্য দিকে, সিপিএমের দখলে ফের হিড়বাঁধ ব্লকের বহড়ামুড়ি জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির রইল। ৬টি আসনে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, ঝাড়খণ্ড, এসইউসিমোট ২৩ জন প্রার্থী ছিলেন। সবকটি আসনে সিপিএম জয়ী হয়েছে।

পঞ্চায়েতে তালা
ইন্দিরা আবাস যোজনা, বার্ধক্য ভাতা বিলি নিয়ে দলবাজি, ১০০ দিন কাজের প্রকল্পে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে সিপিএমের এক পঞ্চায়েত প্রধানকে কার্যালয়ে তালাবন্দি করে রাখল তৃণমূল। প্রধানের সঙ্গে ১০ জন কর্মীও অফিসের ভিতরে আটকে পড়েন। পরে তারা পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেয়। সোমবার বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত প্রধান সমীর শতপথী-সহ ১১ জনকে আটকে রাখার খবর পেয়ে সিমলাপাল ব্লক অফিসের এক প্রতিনিধি দল ও পুলিশ এসে বোঝানোর পর দুপুর দেড়টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তৃণমূলের তরফে ১৪ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
ছবি: উমাকান্ত ধর।
ব্লক তৃণমূল নেতা সুনীল সিংহ মহাপাত্র বলেন, “এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বিভিন্ন গ্রামের রাস্তাঘাট ভেঙেচুরে গিয়েছে। কিন্তু পঞ্চায়েত এইসব সমস্যার দিকে নজর দিচ্ছে না। এ ছাড়া, বিভিন্ন বিষয়ে দুর্নীতি, দলবাজি করছেন প্রধান।” দুর্নীতি বা দলবাজির অভিযোগ অবশ্য মানতে চাননি বিক্রমপুর পঞ্চায়েত প্রধান সমীর শতপথী। তিনি বলেন, “এলাকায় কিছু সমস্যা রয়েছে, এটা ঠিক। আমরা সাধ্যমত তা দূর করার চেষ্টা করছি। নিয়ম মেনেই সব কাজ হচ্ছে।” তাঁর দাবি, “তৃণমূল রাজনৈতিক কারণেই পঞ্চায়েতের নানা কাজ নিয়ে দুর্নীতি বা দলবাজির মিথ্যা অভিযোগ করছে।”

বিদ্যুৎ নিয়ে ক্ষোভ
এক বছর ধরে লো-ভোল্টেজের সমস্যা চলছে বলে অভিযোগ তুলেছেন পুরুলিয়ার মানবাজার থানার চেপুয়া গ্রামের মাহান্তি পাড়ার বাসিন্দারা। তাঁদের ক্ষোভ, বিদ্যুৎ দফতরের স্থানীয় অফিসে জানিয়েও সুরাহা হয়নি। ওই পাড়ায় অন্তত ৮০টি পরিবারের বাস। স্থানীয় বাসিন্দা দয়াময় মাহান্তি, কমলাকান্ত মাহান্তি, বংশীধর কালিন্দিরা বলেন, “সন্ধ্যার পর আমাদের পাড়ায় আলো জ্বলে না। স্যুইচ অন করলে শুধু বাল্বের ফিলামেন্টটা জ্বলে। এক বছরের বেশি সময় ধরে পাড়া জুড়ে লো ভোল্টেজের সমস্যা চলছে।” ফলে সন্ধ্যা নামলেই বিদ্যুৎ থাকা সত্ত্বেও অন্ধকারে ডুবে থাকে মাহান্তি পাড়া। তীব্র গরমে যে পাখা চালাবেন, সে সুযোগও নেই। পড়ুয়াদেরও পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। তাঁরা জানান, দিনের বেলায় বিদ্যুতের সমস্যা থাকে না। সন্ধ্যার পরেই এই সমস্যা। এক বছর ধরে বিদ্যুৎ দফতরে গিয়েও কাজ হয়নি। বিদ্যুৎ দফতরের মানবাজারের স্টেশন সুপারিন্টেডেন্ট মারুতি মাহাতোর আশ্বাস, “যান্ত্রিক ত্রুটির কারণে ওই এলাকায় লো ভোল্টেজের সমস্যা রয়েছে। আশা করছি পুজোর আগেই ওই ত্রুটি সারিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে।”

তৃণমূলের সভা ঝালদায়
খুচরো ব্যবসায় বিদেশি পুঁজির বিনিয়োগের প্রতিবাদ সভা করল তৃণমূল। কংগ্রেসের শক্তঘাঁটি ঝালদা পুরশহরের হাটতলা ময়দানে সোমবার ওই সভায় জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “ঝালদাকে শীঘ্রই মহকুমা শহর হিসেবে ঘোষণা করা হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নকেই পাখির চোখ করেছেন জানিয়ে শান্তিরামবাবু বলেন, “গরিব মানুষ যাতে অন্তত পেট ভরে খেতে পান, সন্তানদের লেখাপড়ার জন্য চিন্তাভাবনা করতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী দু’টাকা কেজি দরে জঙ্গলমহলের ২৩টি ব্লকে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন।” কংগ্রেসের সঙ্গ ছেড়ে আসার কথাও ছিল তাঁর বক্তৃতায়। শান্তিরামবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ও এক সময় কংগ্রেসে ছিলেন। কিন্তু কংগ্রেসে থেকে স্বাধীন ভাবে কাজ করা সম্ভব নয়। তাই তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আমিও এক সময় কংগ্রেসে ছিলাম। বেরিয়ে এসেছি। কংগ্রেস ছিল সিপিএমের বিটিম।” জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, “খুচরো ব্যবসায় বিদেশি পুঁজির বিনিয়োগ হলে কৃষক বিপদে পড়বেন। তাই এই নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

কলেজে আলোচনাচক্র
এফডিআই বিতর্ক যখন দেশ জুড়ে মুখ্য আলোচনার বিষয় হয়ে উঠেছে এই সময় পুরুলিয়ার মানবাজারের মানভূম কলেজে ‘সার্বিক উন্নয়ন সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক একটি জাতীয় আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আর্থিক সহায়তায় ২৯-৩০ সেপ্টেম্বর আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস বলেন, “এতে সিধো কানহো বিরশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না প্রমুখ ছিলেন।”

পথ অবরোধ
দলীয় কর্মীকে ‘খুনের’ ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ফব। সোমবার দুপুরে প্রায় ২ ঘণ্টা পাড়া থানার সামনে সাঁওতালডিহি-পুরুলিয়া রাস্তা অবরোধ হয়। গত ১৪ সেপ্টেম্বর সকালে তেতুলহেটি গ্রামের বাসিন্দা দেবেন রজককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে পাশের বহড়া গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী আকাশ মাজির বিরুদ্ধে। ‘খুন’ করে পাড়া ব্লক হাসপাতালে দেহ ফেলে চলে গিয়েছিল কয়েকজন। পুরুলিয়ার ফব সাংসদ নরহরি মাহাতোর দাবি, “পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে রাজনৈতিক রঙ দেখে আড়াল করছে। নির্দিষ্ট অভিযোগ করার পরেও গ্রেফতার করা হয়নি।” পুলিশ জানিয়েছে অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক।

শ্রমিকের মৃত্যু
কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল স্পঞ্জ আয়রন কারখানার এক ঠিকা শ্রমিকের। পুলিশ জানায়, মৃতের নাম নাম অশোক সহিস (৩২)। বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার ইনানপুর গ্রামে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে গ্রামের অদূরে ওই আয়রন কারখানাতে। ঘটনার পরে কারখানার শ্রমিক সংগঠন ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে কারখানায় বিক্ষোভ দেখান।

ঝুলন্ত দেহ উদ্ধার
বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ভীম সিংহ (৪১)। বাড়ি আদ্রার আপার বেনিয়াসোল এলাকায়। সোমবার সকালে বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, ট্রাক্টর চালক ভীম সিংহ রবিবার রাতে বাড়ির মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল.এদিন সকালে খবর পেয়ে দেহটি উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে.তবে আত্মহত্যার কারন জানাতে পারেনি পুলিশ।

প্রশিক্ষণ শিবির
হস্তজাত শিল্প ও লাক্ষাচাষের এক মাসের প্রশিক্ষণ শুরু হয়েছে বলরামপুরে। রবিবার বলরামপুরের লাক্ষা শিল্প কেন্দ্রে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো। মন্ত্রী বলেন, “পুরুলিয়ায় লাক্ষা চাষের উৎপাদন বৃদ্ধি ও লাক্ষাজাত শিল্পের উন্নতি ঘটানোর লক্ষ্যে এই শিল্প কেন্দ্রে এক মাসের প্রশিক্ষনণ পর্ব শুরু হয়েছে।” উপস্থিত ছিলেন, বিভাগীয় উপ-অধিকর্তা শুভজিৎ লালা, জেলা লাক্ষা উন্নয়ন আধিকারিক গৌতম চৌধুরী প্রমুখ।

রেলকর্মীর মৃত্যু
কর্মরত অবস্থায় মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর। মৃতের নাম সুনীল বাউরি (৪৭)। বাড়ি কাশীপুরের বেকো গ্রামে। সোমবার আদ্রার দুর্ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.