টুকরো খবর
কিনারা হয়নি চুরির, হতাশ বৃদ্ধ দম্পতি
বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে প্রায় আড়াই মাস আগে। পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার কিনারা হয়নি। এমনই অভিযোগ, পূর্ব মেদিনীপুরের মেচেদার শান্তিপুরের বৃদ্ধ দম্পতি নিরঞ্জন লস্কর ও অপর্ণা লস্করের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মেচেদা বাজার সংলগ্ন হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের কাছে তিনতলা বাড়িতে থাকেন লস্কর দম্পতি। কয়েক মাস ধরে একতলার একটি ঘর ভাড়া নিয়ে একটি বেসরকারি ক্ষুদ্র ঋণদান সংস্থার অফিস চলছে। বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী নিরঞ্জনবাবুর দুই ছেলে কর্মসূত্রে প্রবাসী ও এক মেয়ে বিবাহিত। গত ৪ জুলাই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন লস্কর দম্পতি। ১৪ জুলাই দুপুরে মেয়ের বাড়িতে থাকার সময় তাঁরা খবর পান বাড়ির তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বাড়ি ফিরে দেখেন, আলমারি ভেঙে কয়েক ভরি সোনার গয়না, একাধিক দামি ঘড়ি, মোবাইল ফোন ও নগদ টাকা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। অভিযোগ পেয়েই সন্ধ্যায় পুলিশ তদন্তে আসে। কলকাতা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করার পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করেন। নিরঞ্জন ও অপর্ণাদেবী বলেন, “পুলিশ তদন্ত চালানোর কথা বললেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। গত আড়াই মাস ধরে পুলিশের আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। আমরা হতাশ’’। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ জৈন বলেন, “ওই চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তদন্ত চলছে। তবে এখনও চুরির কিনারা করা যায়নি।”

মনোনয়নপত্র তুলতে বাধা
কলেজ ভোটের মনোনয়নপত্র তুলতে আসা এসএফআই সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সোমবার হলদিয়ার রানিচকের গভর্নমেন্ট স্পনসর্ড কলেজে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। টিএমসিপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত মনোনয়নপত্র তোলার সময় ছিল। ক্ষুদিরামনগরের জোনাল পার্টি অফিস থেকে জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েকের নেতৃত্বে ট্রেকারে চেপে কলেজের দিকে আসছিলেন ২৮জন এসএফআই প্রার্থী। গান্ধীনগরে টিএমসিপি সমর্থকেরা পথ আটকায় বলে অভিযোগ এসএফআইয়ের। অভিযোগ, টিএমসিপি-র ছেলেরা জোর করে ওই ট্রেকার ঘুরিয়ে নিয়ে যায় নদীর ধারে গঙ্গামোড়ে। গাড়ি থেকে নামিয়ে এসএফআইয়ের ছেলেদের মারধর করা হয় বলে। পরে ভবানীপুর থানার পুলিশ গিয়ে এফএফআই সদস্যদের উদ্ধার করে। এসএফআইয়ের জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েকের অভিযোগ, “টিএমসিপি-র বাইকবাহিনী আমাদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক মেরেছে। পুলিশ উদ্ধার করলেও আমরা মনোনয়নপত্র তুলতে পারিনি।” যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি দীপক দাসের দাবি, “জেলার অনেক কলেজেই ভোট হয়েছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। এক্ষেত্রেও আমরা সেই নীতি থেকে সরে আসিনি। এই অভিযোগ ভিত্তিহীন।”

কলেজে বিক্ষোভ,বন্ধ পঠনপাঠন
স্থায়ী অফিসারের দাবিতে সোমবার ঘাটাল কলেজে বিক্ষোভ দেখাল এনসিসি’র ছাত্রছাত্রীরা। কলেজ সূত্রে খবর, এ দিন সকাল ১০টা নাগাদ ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষ-সহ অন্যন্য শিক্ষকদের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। বাধ্য হয়ে অধ্যক্ষ কলেজের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। স্থির হয়, ওই কলেজের শিক্ষক চন্দনেশ্বর মিদ্যা ওই পদের দায়িত্বে থাকবেন। দুপুর বারোটা নাগাদ বিক্ষোভ ওঠে। ঘাটাল কলেজের প্রায় ২০০ জন এনসিসি’র ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই এনসিসির অফিসারের পদটি ফাঁকা পড়ে রয়েছে। কলেজের অধ্যক্ষ ভোলানাথ চট্টোপাধ্যায় বলেন, “স্থায়ী অফিসারের অভাবে এই কলেজ থেকে ইউনিটটি তুলে দেওয়ার জন্য এনসিসি’র অফিস থেকে নির্দেশও এসেছিল। তার প্রতিবাদেই ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। বৈঠকে একজন অফিসারের নাম ঠিক করা হয়েছে।”

প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি
অবিলম্বে শিক্ষক নিয়োগ করে জেলার প্রাথমিক স্কুলগুলির হাল ফেরানোর দাবি জানাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি। রবিবার রামনগর থানার বালিসাই বোর্ড পাটনা প্রাথমিক বিদ্যালয়ে সমিতির পিছাবনী চক্রের সম্মেলনে এই দাবি জানান সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অরূপকুমার ভৌমিক। অরূপবাবুর অভিযোগ, জেলার ৩২৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে প্রায় ১৩ হাজার শিক্ষকের প্রয়োজন সেখানে বর্তমান শিক্ষক রয়েছেন ৯২০০ জন। অর্থাৎ শূন্য পড়ে রয়েছে প্রায় ৩৮০০টি পদ। ফলে ভেঙে পড়তে বসেছে শিক্ষা ব্যবস্থা। সম্মেলনে হাজির ছিলেন রামনগর ২-এর বিডিও সুকান্ত সাহা, সমিতির জেলা সভাপতি কাজল দাস, মহকুমা সম্পাদক নিত্যরঞ্জন রায় ও চক্র সম্পাদক কমলেন্দু মান্না। ছিলেন দেড়শো’রও বেশি সংগঠনের সমর্থক শিক্ষক শিক্ষিকা।

অস্বাভাবিক মৃত্যু সব্জি ব্যবসায়ীর
দোকানঘর থেকে এক সব্জি ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া স্টেশনবাজার এলাকায়। মৃত স্বপন বেরার (৫০) বাড়ি স্থানীয় সুরানানকারে। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে পাঁশকুড়া বাজারে সব্জি বেচার পর নিজের দোকান সংলগ্ন একটি ঘরের ভিতরে যান স্বপনবাবু। এ দিকে, বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ করতে এসে ওই ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
অস্বাভাবিক মৃত্যু
দোকানঘর থেকে এক সব্জি ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া স্টেশনবাজার এলাকায়। মৃত স্বপন বেরার (৫০) বাড়ি স্থানীয় সুরানানকারে। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে পাঁশকুড়া বাজারে সব্জি বেচার পর নিজের দোকান সংলগ্ন একটি ঘরের ভিতরে যান স্বপনবাবু। এ দিকে, বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ করতে এসে ওই ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

কবি-সংবর্ধনা
পূর্ব মেদিনীপুরের সাহিত্য পত্রিকা ‘সাম্প্রতিক কবি ও কবিতা’র উদ্যোগে সোমবার তমলুকের শান্তিপুরে এক বেসরকারি অতিথিশালায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পাঁচ জন কবিকে সংবর্ধনা দেওয়া হল। সংবর্ধিতেরা হলেন, বাংলাদেশের কবি আসাদ চৌধুরী, সালেম সুলেরী, আনজির লিটন, আসলাম সানী ও মাহবুবুল আলম। অনুষ্ঠানে বাংলাভাষায় সাহিত্য চর্চা নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন বাংলাদেশের ওই পাঁচ কবি। কবি অমৃত মাইতির নির্বাচিত রচনা নিয়ে একটি গ্রন্থ উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

ফাটল, বন্ধ ক্লাস
রাখালচন্দ্র বিদ্যাপীঠের ভবনে ফাটল। —নিজস্ব চিত্র
শহরের টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠের তিন তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। তাই একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক পীযূষচন্দ্র দাস বলেন, “দু’দিন আগে স্কুল ভবনের একাংশের মাটি বসে যায়। ফাটল দেখা যায় ২টি হলঘর ও তিনটি ক্লাসরুমের দেওয়ালে।” স্কুল চত্বরে অস্থায়ী ভাবে টিনের চালাঘর তৈরি করে ক্লাস চালুর কথাও জানান তিনি।

ধৃত চার দুষ্কৃতী
চার দুষ্কৃতীকে অস্ত্র-সহ গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। রবিবার গভীর রাতে মহিষাদলের তেরাপেখ্যা খেয়াঘাট থেকে তাদের ধরা হয়। ধৃতেরা হল, পশ্চিম মেদিনীপুরের দিলদার দাস, কাশ্মীর সিংহ, হাওড়ার উলুবেড়িয়ার বাপ্পাদিত্য মিদ্যা ও সুবীর দেরিয়া। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি।

জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতলেন তৃণমূল সমর্থিতরা। রবিবার ভগবানপুর ১ ব্লকের ধেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গোপীমোহনবাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই নির্বাচনে ছ’টি আসনের সব কটিতেই বামেদের হারিয়ে জয়ী হন তাঁরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.