সেমিফাইনালে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ |
পিটারসেনকে বাদ দেওয়ার মাশুল দিল বিশ্ব চ্যাম্পিয়নরা |
দীপ দাশগুপ্ত |
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সুপার এইট থেকে বিদায় নেওয়ায় আমি মোটেই অবাক নই। ওদের টিমটার দিকে এক বার তাকালেই বোঝা যাবে যে উপমহাদেশের উইকেটে খেলার জন্য ওরা আদৌ প্রস্তুত ছিল না।
স্পিন খেলার ব্যাপারে সেরা দুই ব্যাটসম্যানকে বাদ দিয়েই এ বার বিশ্বকাপে এসেছিল ইংল্যান্ড। কেভিন পিটারসেন এবং ইয়ান বেল। উঠতি প্রতিভা বলে যাদের নিয়ে এসেছিল ওরাসেউযই বেয়ারস্টো বা বাটলার তো স্পিনটা এখনও ভাল করে খেলতেই পারে না। ফলে যা হওয়ার তাই হল। সুপার এইটে সোমবার শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এ দিন অবশ্য মালিঙ্গা পাঁচ উইকেট নিল, কিন্তু এক বার শ্রীলঙ্কা ১৬৯ তুলে দেওয়ার পরে ইংল্যান্ডের উপমহাদেশের অনভিজ্ঞ ব্যাটিংয়ের পক্ষে ওই রানটা তাড়া করা কঠিন ছিল। |
|
ইংরেজ-বধের নায়ক। |
বিশ্বকাপে আসার আগে পিটারসেন নিয়ে তো জোড়া ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। এক, সেরা ব্যাটসম্যানকে বাদ দিয়ে আসতে হল এখানে। আর দুই, পিটারসেন-বিতর্কটা তাড়া করে গেল বিশ্বকাপেও। কেপি-কাণ্ড নিয়ে ব্রিটিশ মিডিয়া যে পরিমাণ হইচই করল, তাতে ইংল্যান্ড টিমের মনোবল ধাক্কা খেতে বাধ্য ছিল। শুধু তো মিডিয়ায় নয়, প্রাক্তন প্লেয়াররা ছিল, এমনকী ইংল্যান্ড টিমের ক্রিকেটাররাও তো খুল্লমখুল্লা কেপি-কে নিয়ে কথা বলে গিয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপে নামার আগেই ব্যাকফুটে চলে গিয়েছিল ইংল্যান্ড।
এই গ্রুপটা থেকে প্রত্যাশিত দুটো দলই সেমিফাইনাল চলে গেল। শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। গেইলরা এ দিন যে ভাবে সুপার ওভারে ১৮ রান তুলে নিউজিল্যান্ডকে হারাল, তাতে ওদের মনোবল কিন্তু দারুণ বেড়ে যাবে। নারিন ভাল বল করল। এ দিন তিন উইকেট নিল। গেইল ছন্দে আছে। তা ছাড়া মার্লন স্যামুয়েলসের অলরাউন্ড দক্ষতাও ওদের খুব কাজে আসবে।
|
|
|