|
|
|
|
মিথ্যাবাদী: কংগ্রেস |
সনিয়ার সফরে খরচ নিয়ে তোপ দাগলেন মোদী |
নিজস্ব প্রতিবেদন |
সনিয়া গাঁধীকে লক্ষ্য করে তোপ দাগলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন বছরে সনিয়ার বিদেশ সফর ও চিকিৎসায় ইউপিএ সরকার প্রায় ২ হাজার কোটি টাকা খরচ করেছে বলে দাবি তাঁর। কংগ্রেসের পাল্টা দাবি, মোদী ‘মিথ্যাবাদী’।
গুজরাতে নির্বাচনী প্রচারের বাজার রীতিমতো গরম। বুধবার রাজকোটে একটি জনসভা দিয়ে কংগ্রেসের প্রচার শুরু করবেন সনিয়া। তার আগে আজ সরাসরি তাঁকেই আক্রমণ করলেন মোদী। তাঁর দাবি, ১,৮৮০ কোটি টাকা খরচের কথা স্বীকার করেছে ভারত সরকারই। জনসভায় একটি সংবাদপত্র নিয়ে এসেছিলেন মোদী। তাঁর দাবি, হরিয়ানার হিসারের এক বাসিন্দা সনিয়ার বিদেশ সফর নিয়ে তথ্যের অধিকার আইনে (আরটিআই) প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে এই হিসেব দিয়েছে কেন্দ্র। জুলাই মাসে ওই সংবাদপত্রটিতে সেই খবর প্রকাশিতও হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যদি এই হিসেব মিথ্যা হয়ে থাকে তবে এতদিন কেন্দ্র বা সনিয়ার পরিবার প্রতিবাদ করেনি কেন। তবে মোদীর দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন হিসারের ওই বাসিন্দা রমেশ বর্মা। তাঁর বক্তব্য, তিনি সনিয়ার বিদেশ সফরে প্রায় ২ হাজার কোটি টাকা খরচ নিয়ে কোনও তথ্য তিনি পাননি। রাষ্ট্রদূতরা সনিয়ার জন্য ৮০ থেকে ৮৫ লক্ষ টাকা খরচ করেছেন বলে জানা গিয়েছে। মোদী কোন উৎস থেকে এই হিসেব পেয়েছেন তা তাঁর জানা নেই। |
|
জনসভায় নরেন্দ্র মোদী। সোমবার গুজরাতের জেসোরে। ছবি: পি টি আই |
সম্প্রতি বিভিন্ন উৎসবে খরচ নিয়ে গুজরাতের বিজেপি সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। মোদীর বক্তব্য, যে দল দলনেত্রীর পিছনে জনগণের অর্থ নষ্ট করে তাদের এই প্রশ্ন তোলার অধিকার নেই। সনিয়ার বিদেশযাত্রার খরচ গুজরাতের চারটি পুরসভার মোট বরাদ্দের চেয়েও বেশি। মুখ্যমন্ত্রীর দাবি, ওই টাকায় রাজ্যের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
মোদীর দাবি, সনিয়াকে সরকারি অর্থে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মতো বিশেষ বিমানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বিলাসবহুল হোটেলে ছিলেন তিনি। সনিয়াকে কেন্দ্র রাষ্ট্রপ্রধানের সম্মান দিচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
গুজরাতে বৃষ্টির অভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে রাজকোট। ঠিক মতো ফসল না হওয়ায় ওই এলাকায় আত্মহত্যা করেছেন ১৫ জন কৃষক। তাই প্রচার শুরুর জন্য ওই এলাকাকেই বেছে নিয়েছে কংগ্রেস। রাজকোটের রেসকোর্স গ্রাউন্ডে কৃষকদের এক বিশাল সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা সনিয়ার। মোদীর দাবি, সৌরাষ্ট্র এলাকার খরা পরিস্থিতির জন্য কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজ চেয়েছিল গুজরাত। তাঁর মতে, কেন ওই প্যাকেজ দেওয়া হয়নি তা নিয়ে সনিয়াকে প্রশ্ন করা উচিত কৃষকদের।
সনিয়াকে আক্রমণ করায় জাতীয় রাজনীতিতে মোদীর ভূমিকা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তিনি নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার কাজ ফের শুরু করেছেন কিনা সে প্রশ্নের মুখেও পড়েছেন মোদী। তবে আজ এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মোদী। তাঁর বক্তব্য, এখন গুজরাত আর আসন্ন বিধানসভা ভোট ছাড়া আর কিছু নিয়েই ভাবছেন না তিনি।প্রত্যাশিত ভাবেই মোদীর তোলা সব অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহের কথায়, “মোদী মিথ্যাবাদী। তাঁকে মিথ্যা বলতে শিখিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।” দলীয় মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন, মোদীর আমলে গুজরাতে ১ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে মুখ্য ভিজিল্যান্স কমিশনারের কাছে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদরা। কাচের ঘরে বসে অন্যের দিকে পাথর না ছোড়াই উচিত। |
|
|
|
|
|