আর্থিক সংস্কারের হাওয়া এ বার জীবন িবমা শিল্পেও। এই শিল্পকে আরও উৎসাহ দিতে নয়া নীতি আসছে শীঘ্রই।
নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ এই নীতি প্রণয়ন করবে বলে আজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। যার জেরে বিমাকারী এবং জীবন বিমা সংস্থা উভয়েরই সুবিধা হবে বলে দাবি অর্থমন্ত্রীর। এই সংক্রান্ত কর্মী গোষ্ঠীর সুপারিশের ভিত্তিতে খসড়া নির্দেশিকা আনবে আইআরডিএ। তার পর নভেম্বরের শেষে জারি করা হবে চূড়ান্ত নির্দেশিকা। প্রসঙ্গত, চিদম্বরম সম্প্রতি বিভিন্ন জীবন বিমা সংস্থার প্রধান এবং আইআরডিএ চেয়ারম্যান জে হরি নারায়ণের সঙ্গে বৈঠক করে এই শিল্পকে আরও চাঙ্গা করার বিষয়টি খতিয়ে দেখেন।
যে সমস্ত রদবদল এনে বিমা শিল্পে প্রাণ ফেরাতে চায় আইআরডিএ, তার মধ্যে রয়েছে:
• জীবন বিমার বিভিন্ন প্রকল্পে সরাসরি অনুমোদন এ ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করলেই জীবম বিমা প্রকল্পকে ১৫ দিনের মধ্যে অনুমোদন দেবে আইআরডিএ।
• পরিকাঠামোয় লগ্নিতে উৎসাহ দিতে ব্যবস্থা
কোনও জীবন বিমা সংস্থা এই লক্ষ্যে শাখা সংস্থা খুলতে চাইলে আআরডিএ তাতে সায় দেবে। এখন মূল জীবন বিমা সংস্থার রেটিং ভাল না থাকলে এই অনুমতি সহজে মেলে না
• জীবন বিমাকারীকে আরও করছাড়ের সুযোগ
এর আওতায় প্রথম প্রিমিয়ামের উপর পরিষেবা কর তুলে দিতে রাজস্ব দফতরকে আর্জি জানিয়েছেন চিদম্বরম।
• কর ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাব রয়েছে পেনশন প্রকল্পের জন্যও
জীবন বিমা ছাড়া অন্যান্য বিমা প্রকল্পের ক্ষেত্রেও নতুন নীতি আনা হবে বলে জানান চিদম্বরম। |