গাড়ি শিল্পে মন্দা অব্যাহত
নিজস্ব প্রতিবেদন |
উৎসবের মরসুমই এখন ভরসা দেশের গাড়ির শিল্পের। কারণ তার ঠিক আগে সেপ্টেম্বর মাসটা ব্যবসার দিক দিয়ে মারুতি বা মহীন্দ্রার মতো হাতে গোনা কয়েকটি সংস্থা বাদ দিয়ে অধিকাংশেরই ভাল গেল না। তবে শিল্পমহলের আশা, অক্টোবরের মাঝামাঝি থেকে ব্যবসা চাঙ্গা হবে। শিল্পের দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধি-সহ যে-সব কারণে ক্রেতাদের আগ্রহে ভাটার টান পড়েছিল তা অব্যাহত। যেমন টাটা মোটরসের বিক্রি কমেছে প্রায় ৪%। ফোর্ড মোটরের বিক্রিও সামান্য কমেছে। একই অবস্থা জেনারেল মোটরস (৭%), টয়োটা (৫%), ভলভো আইশারের (৩২%) মতো সংস্থার। তবে বিক্রি বেড়েছে মারুতি-সুজুকি, মহীন্দ্রা ও স্কোডার। মানেসর কারখানার গোলমালের পর এই মাস থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে মারুতি-সুজুকি। অগস্টে বিক্রি যেখানে প্রায় ৩৫% কমেছিল, সেখানে এ বার তা বেড়েছে প্রায় ১২%। সংস্থার আর্টিগা গাড়িটি বাজারে যথেষ্ট সাড়া ফেলেছে। স্কোডার বিক্রি বেড়েছে প্রায় ৩৯%, মহীন্দ্রার ১০%। তবে আশা ছাড়তে নারাজ সংস্থাগুলি। কারণ উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। গণেশ চতুর্থী থেকেই বিক্রির পারদ ঊর্ধ্বমুখী বলে শিল্পমহল সূত্রে খবর। পুজোর সময়ে তা আরও বাড়বে, অতীত অভিজ্ঞতা থেকেই সেই ভরসায় রয়েছে তারা। |
রফতানি কমলো প্রায় ১০ শতাংশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিশ্ব বাজারে মন্দার জেরে ফের কোপ রফতানিতে। অগস্টে রফতানি সরাসরি কমে গেল ৯.৭৪%। পরপর চার মাস তা কমায় চলতি ২০১২-’১৩ অর্থবর্ষে ৩৬ হাজার কোটি ডলারের রফতানি লক্ষ্যমাত্রা পূরণ যথেষ্ট শক্ত হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট শিল্পমহল। জুলাইয়ে অবশ্য রফতানি কমেছিল আরও বেশি, ১৫%। ভারতেও শিল্প বৃদ্ধি তলানিতে থাকা-সহ বিভিন্ন কারণে অগস্টে আমদানি কমেছে ৫.০৮%। ফলে অবশ্য বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৫৭০ কোটি ডলার। অর্থবর্ষের এপ্রিল-অগস্টে রফতানি ৬% কমে হয়েছে ১২ হাজার কোটি ডলার। আমদানি ৬.২% কমে হয়েছে ১৯,১১০ কোটি। |
টানা ৫ দিন বন্ধ সাফারি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
টানা পাঁচ দিন বন্ধ রয়েছে লাটাগুড়ির নেওড়া জঙ্গল সাফারি। ছোট গাড়ি আর জিপসি’র মালিকদের কাজিয়ার জেরে বৃহস্পতিবার ওই সাফারি বন্ধ হয়ে যায়। দফায় দফায় আলোচনা চললেও জটিলতা না কাটায় সাফারি না করে ফিরতে হচ্ছে পর্যটকদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন জঙ্গল সাফারির কাজে যুক্ত থাকা ৩৫ জন গাইড। রিসর্ট এবং লজের মালিকেরা জানান, পর্যটক লাটাগুড়ি সম্পর্কে ভুল ধারণা নিয়ে ফিরছেন। বন দফতরের বিষয়টি দেখা দরকার। |
বিমান জ্বালানির দাম কমলো
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নগদের অভাবে ধুঁকতে থাকা বিমান সংস্থাগুলিকে কিছুটা স্বস্তি দিয়ে বিমান জ্বালানি বা এটিএফের দাম ৪.৩% কমাল তেল সংস্থাগুলি। সাড়ে তিন মাসে এই প্রথম। দিল্লিতে কিলোলিটারে দাম ৩১৯৫ টাকা কমে হল ৭০,৫১৬ টাকা। সরকারি সূত্রে ইঙ্গিত, ডলারে টাকার দর বাড়ায় আমদানির খরচ কমে আসাই দাম কমার কারণ। সোমবার ডলারে টাকা ৪৫ পয়সা বেড়ে হয়েছে ৫২.৪০ টাকা। |
অধিকাংশ ‘ফ্লোটিং’ ঋণে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাল হাডকো। ফলে কম খরচের আবাসন প্রকল্পে সুদ দাঁড়াল ৮.২৫-৮.৭৫%। ‘হাডকো নিবাস’ প্রকল্পে ২৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ ১০% করার কথাও জানিয়েছে তারা। |
আর্থিক পরিষেবা ক্ষেত্রের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে এক ছাতার তলায় আনার প্রস্তাব দিল একটি সরকারি কমিটি। সে ক্ষেত্রে সেবি, আইআরডিএ, পেনশন নিয়ন্ত্রক পিএফআরডিএ ও আগাম লেনদেন সংক্রান্ত ফরওয়ার্ড মার্কেটস কমিশন চলে আসবে একটি নিয়ন্ত্রক সংস্থার ছত্রচ্ছায়ায়। প্রাক্তন বিচারপতি বি এন শ্রীকৃষ্ণের নেতৃত্বে গড়া আর্থিক ক্ষেত্র সংক্রান্ত সংস্কার কমিশন এই সুপারিশ করেছে। |