টুকরো খবর
স্কুলভোটে জয়ী চঞ্চলের অনুগামীরা
গুসকরা পূর্ণচন্দ্র পাবলিক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোটে জিতলেন বহিষ্কৃত তৃণমূল নেতা তথা গুসকরার পুরপ্রধান চঞ্চল গড়াইয়ের অনুগামীরা। এই ভোটে সিপিএম সমর্থিত প্রার্থীরা ছাড়াও লড়াইয়ে ছিলেন তৃণমূলের গুসকরা শহর জোনাল কমিটির সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অনুগামীরা। সব থেকে বেশি ভোট পান চঞ্চলবাবুর অনুগামীরাই। পুরপ্রধানের অনুগামীদের অন্যতম পার্থ হাজরার দাবি, “আমাদের এই জয় প্রমাণ করল গুসকরা শহরে চঞ্চলবাবুর জনপ্রিয়তা অটুট।” নিত্যানন্দবাবুর অবশ্য দাবি, “ওই ইনস্টিটিউটে ভোটের নামে প্রহসন হয়েছে। ভুতুড়ে ভোটারে ভরা তালিকা সামনে রেখে ভোট নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে নতুন ভোটার তালিকা তৈরি করে ফের ভোটের আবেদন জানিয়েছি।”

সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম ৫
সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হল কাটোয়ার পুইনি গ্রামে। রবিবার রাতে এই ঘটনায় জখম হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন পাঁচ জন। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে তৃণমূলের লোকজন পুইনি গ্রামে পিকনিক করছিলেন। সেই সময়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন সিপিএমের কিছু কর্মী-সমর্থক। তখনই তাঁদের মধ্যে বচসা, তা থেকে সংঘর্ষ বাধে। সিপিএমের কাটোয়া জোনাল কমিটির সম্পাদক অঞ্জন চট্টোপাধ্যায়ের অভিযোগ, “ক্ষমতার দম্ভে তৃণমূলের লোকেরা আমাদের কর্মীদের উপরে চড়াও হয়ে মারধর করে।” তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক (গ্রামীণ) মণ্ডল আজিজুলের পাল্টা বক্তব্য, “আমাদের ছেলেরা পিকনিক করার সময়ে সিপিএমের লোকজনই গিয়ে হামলা চালিয়েছে।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

কালভার্ট থেকে পড়ল গাড়ি
মৃতদেহ সৎকার করে ফেরার পথে কালভার্ট থেকে সেচখালে পড়ে গেল মিনিট্রাক। সোমবার রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে জামালপুরের চৌবেড়িয়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গাড়িটিতে প্রায় পঞ্চাশ জন ছিলেন। তাঁরা হুগলির পোলবায় মৃতদেহ সৎকার করে ফিরছিলেন। বিপজ্জনক ওই কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নীচে পড়ে যায়। এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অম্লানকুসুম ঘোষ জানান, প্রায় ত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। জনা সাতেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানায় পুলিশ।

জয়ী সিপিএম
সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন পর্ষদের নির্বাচনে জয়ী হল সিপিএম। কাটোয়ার করজগ্রামের ওই সমবায়ে রবিবার ভোট হয়। কংগ্রেস প্রার্থীদের হারিয়ে ১২টি আসনেই জয়ী হন সিপিএমের প্রার্থীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.