রেলের নির্মীয়মাণ ওভারব্রিজ থেকে রড পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। জখম হলেন আরও তিন জন। পুলিশ জানায়, মৃতের নাম ঈশ্বর পূজর (২৮)। বাড়ি মেমারিতে। সোমবার দুপুরে বর্ধমান স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনার পরে কাজ বন্ধ করে দেন অন্য শ্রমিকেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনে এ দিন ওই রোড ওভারব্রিজে ঢালাইয়ের কাজ হচ্ছিল। প্রায় ৪০ ফুট উপরে তার দিয়ে বেঁধে রডের একটি খাঁচা বা ‘পাইলিং ক্যাম্প’ তোলা হচ্ছিল। আচমকা সেটি নীচে পড়ে যায়। চাপা পড়ে যান প্রায় ২২ জন শ্রমিক। অনেকেই কোনও রকমে রডের ফাঁক গলে বেরিয়ে আসেন। রড পড়ার বিকট আওয়াজে ও তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় ঈশ্বর-সহ চার জন শ্রমিককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ঈশ্বরকে মৃত ঘোষণা করা হয়। |
ঘটনার পরেই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন শ্রমিকেরা। আহত শ্রমিক হারাধন রায় বলেন, ‘‘প্রতি দিনের মতো আমরা ওই ব্রিজের নীচে কাজ করছিলাম। এ দিন ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ খাঁচাটা হুড়মুড়িয়ে পড়ে যায়। আমরা ২২ জনই চাপা পড়ে যাই।” আর এক শ্রমিক কালীচরণ মণ্ডলের কথায়, “৪০ ফুট উপর থেকে খাঁচাটা মাথায় পড়ে। হেলমেট না থাকলে আজ সকলেই মারা যেত। অনেকের পিঠে, হাতে, ঘাড়ে চোট লেগেছে।” তিনি অভিযোগ করেন, ঘটনার পরেই পালিয়ে গিয়েছেন কর্তব্যরত ইঞ্জিনিয়ার ও ঠিকাদার।
বর্ধমানের স্টেশন ম্যানেজার অসীমকুমার রায় বলেন, “বিষয়টি আমার এক্তিয়ারের বাইরে। ঘটনাস্থলে গিয়েছিলাম খোঁজ নিতে। কিন্তু তার আগেই ইঞ্জিনিয়ার ও কর্মীরা চলে গিয়েছিলেন। যে সংস্থা ওই ব্রিজ তৈরি করছে বর্ধমানে তাদের কোনও অফিস নেই। তাই এই ঘটনা কী করে ঘটল, তা জানা সম্ভব হয়নি।” |