লোডশেডিং, ভাঙচুরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
লাগামছাড়া লোডশেডিংয়ের অভিযোগে রবিবার রাতে কুলটির বিদ্যুৎ বণ্টন সংস্থার কার্যালয়ে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এ বিষয়ে কুলটি থানায় একটি অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। পুলিশ জানায়, ঘটনায় জড়িত অভিযুক্তদের তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ বিদ্যুৎ বণ্টন কোম্পানির কুলটির একটি কল সেন্টারে চড়াও হন এলাকার কিছু বাসিন্দা। কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ভাঙচুর চালান তাঁরা। অভিযোগ, কার্যালয়ে ঢুকে মূল্যবান জিনিসপত্র তছনছ করে দেন তাঁরা। উপস্থিত পর্ষদ কর্মীরা পালিয়ে যান। বেশ কিছুক্ষণ এই অবস্থা চলার পরে বিক্ষোভকারীরা চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে কুলটি এলাকায় ব্যাপক লোডশেডিং চলছে। দিনে ৮ থেকে ৯ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। প্রতিদিন মধ্যরাতে বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির আসানসোল ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়র মিতেশ দাশগুপ্ত জানান, তাঁরা ডিসেরগড় পাওয়ার সাপ্লাই কর্পোরেশনের কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহকদের সরবরাহ করেন। দিন কয়েক ধরে তাঁরা প্রয়োজনীয় বিদ্যুৎ ডিপিএসসির কাছ থেকে পাচ্ছেন না ফলে এলাকায় ঘনঘন লোডশেডিং হচ্ছে। তিনি বলেন, “রবিবার বার বার বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় অধৈর্য হয়ে বাসিন্দারা বিদ্যুৎ বণ্টন কোম্পানির কার্যালয়ে বিক্ষোভ দেখান। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।” |
দুর্ঘটনা, দেহ রেললাইনে রেখে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
লেভেলক্রসিংয়ে রেল গেটের লোহায় ধাক্কা খেয়ে রবিবার কুলটি স্টেশনের কাছে গুরুতর জখম হয়েছিলেন ইরফান আনসারি (৪০) নামে এক সাইকেল আরোহী। সোমবার আসানসোল মহকুমা হাসপাতালে মারা যান তিনি। তাঁর বাড়ি কুলটির রহিমপুরা এলাকায়। এরপরই সেই মৃতদেহ কুলটি স্টেশনের কাছে রেল লাইনে ফেলে রেখে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশ জানায়, রবিবার বিকালে তিনি সাইকেল চালিয়ে যাওয়ার সময় লেবেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর আড়াইটা নাগাদ আসানসোল হাসপাতাল থেকে ময়নাতদন্ত করিয়ে এনে এলাকার বাসিন্দারা রেললাইনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। রেল সূত্রে জানা গিয়েছে, এর ফলে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেস, জম্মু-তাওয়াই এক্সপ্রেস, গয়া এক্সপ্রেস এবং আসানসোলগামী ধানবাদ লোকাল ট্রেনগুলি বেশ কিছুক্ষণের জন্য বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল থেকে কয়েক জন অফিসার ও পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। |
উদ্ধার ডিটোনেটর
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের গৌরাঙ্গডাঙায়। পুলিশ জানায়, রূপেশ সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে ডিটোনেটর এবং জিলোটিন আছে জানতে পারে পুলিশ। তার বাড়িতে হানা দিয়ে ৩৫টি জিলেটিন স্টিক এবং ৫৯টি ডিটোনেটর উদ্ধার করা হয়। তবে রূপেশকে এ দিন বাড়িতে পাওয়া যায়নি। |
প্রতারণায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ঠকিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে কুলটির সীতারামপুর থেকে গুল মহম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতের ‘খুড়তুতো বোন’ উত্তরপ্রদেশের গণ্ডা গ্রামের আশু বিবি জানান, সীতারামপুরে তাঁর কিছু ভূসম্পত্তি রয়েছে। অভিযোগ, তাঁকে মিথ্যা বুঝিয়ে ওই সম্পত্তি তাঁর দাদা নিজের নামে করে নিয়েছেন। এই ঘটনায় জড়িত আরও তিন অভিযুক্ত পালিয়ে গিয়েছে বলে জানায় পুলিশ। |
এক ব্যক্তির বাড়ি থেকে ৫০ লিটার দেশি মদ বাজেয়াপ্ত করল হিরাপুরের পুলিশ। ধরমপুরে কর্তার সিংহের বাড়ি থেকে ওই মদ ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। |