জয়ী বিসি কলেজ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ বাস্কেটবলে রাজ কলেজ ম্যাচ ছেড়ে দেওয়ায় বিজয়ী হল আসানসোল বি সি কলেজ। বর্ধমানের মোহনবাগান মাঠে ম্যাচের থার্ড কোয়ার্টারের আগে ফল ছিল বি সি কলেজের পক্ষে ৩০-১৩। খেলা শুরু হওয়ার দু’তিন মিনিট পরেই রাজ কলেজের খেলোয়াড়রা বলতে থাকেন, তাঁদের অনেকে অসুস্থ বোধ করছেন। তাঁদের বিশ্রাম দিতে হবে। কিন্তু রেফারি রাজি না হওয়ায় রাজ কলেজ খেলতে অস্বীকার করে। বি সি কলেজকে জয়ী ঘোষণা করেন রেফারি। রাজ কলেজের অভিযোগ, সেমিফাইনালে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের বিরুদ্ধে ম্যাচ জেতার মাত্র ১৫ মিনিটের মধ্যে তাদের খেলতে বাধ্য করা হয়। সেমিফাইনালে আসানসোল বি সি কলেজ বর্ধমান বিবেকানন্দ কলেজকে হারিয়েছিল। |
হার পদ্মাবতীর
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
কুমারডিহি উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় বিজয়ী হল বালিজুরি বিবেকানন্দ সঙ্ঘ। কুমারডিহি মাঠে সোমবারের তারা পরাশকোল পদ্মাবতী সঙ্ঘকে ২-০ গোলের ব্যবধানে হারায়। |
জয়ী শীতল সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুমারপুর শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল আয়োজক সংস্থা। টিএমসি মাঠে তারা ফতেপুর জেকেএসকে ৪-০ গোলে হারায় তারা। লক্ষ্মণ সাউ দু’টি গোল দিয়ে ম্যাচের সেরা হন। |
হার ট্রাফিকের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের সোমবারের খেলায় জিতল গোপালপুর ইউসি। আসানসোল স্টেডিয়ামে তারা ট্রাফিক এফসিকে ২-০ গোলে হারায়। |
আন্তঃজেলা ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ফুটবলে দক্ষিণ দিনাজপুরকে হারিয়ে গ্রুপ ফাইনালে গেল বর্ধমান। ম্যাচের ৪০ মিনিটে বর্ধমানের হয়ে গোলটি করেন অতনু পোড়েল। বর্ধমানকে গ্রুপ ফাইনালে খেলতে হবে শিলিগুড়ি এবং দার্জিলিং ও বীরভূমের মধ্যে বিজয়ীর বিরুদ্ধে। |
জিতল এএমজি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ডিওয়াইএফআই আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হল গোপাল বাইদ এএমজি। রামসায়র ময়দানের খেলায় তারা লাসকার সামলেটকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। |
হারল চৌরঙ্গি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাধারানি স্টেডিয়ামে প্রথম ডিভিশন ফুটবলে জয়যাত্রী সঙ্ঘ ৩-১ গোলে হারাল বড়নীলপুর চৌরঙ্গী ক্লাবকে। |
দুর্গাপুরের অআকখ মাঠে চলছে দ্বিতীয় ডিভিশন ফুটবল। ছবি: বিকাশ মশান। |