|
মাহিন্দা রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
হাম্বানটোটা, শ্রীলঙ্কা |
২০০৯-এ গড়ে উঠলেও আইসিসি বিশ্বকাপের কথা মাথায় রেখে শ্রীলঙ্কার হাম্বানটোটায় এই স্টেডিয়ামটিকে গত বছরে ঢেলে সাজানো হয়েছিল। গত বছরেরই ২০ ফেব্রুয়ারি এখানকার প্রথম আন্তর্জাতিক ম্যাচটি কানাডার বিরুদ্ধে খেলে শ্রীলঙ্কা। কানাডার মতো অনভিজ্ঞ দলকে ধূলিসাত্ করে ২১০ রানে সেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। এছাড়া এখানে গত বিশ্বকাপের আরও একটি ম্যাচ খেলা হয়েছিল। রেকর্ড বই ঘাঁটলে দেখা যায় এই স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হয়েছে এ বছরের ১ জুন। পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সে ম্যাচটিও ৩৭ রানে জেতে শ্রীলঙ্কা। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে স্টেডিয়ামে দর্শকাসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে আগেকার ৩৪ হাজার ৩০০ দর্শকাসনের স্টেডিয়ামটি এখন নতুন ভাবে সেজে উঠেছে। নৈশালোকে টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনা উপভোগ করতে বর্তমানে এখানে হাজির থাকতে পারবেন ৬০ হাজার দর্শক।
স্টেডিয়াম এক নজরে:
প্রতিষ্ঠিত: ২০০৯
খেলার মাঠের দৈর্ঘ: ১০০ মিটার লম্বা ও ১০০ মিটার চওড়া
ফ্লাডলাইট: ২০১০ সালে প্রতিষ্ঠিত
‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: থানামালভিলা এন্ড ও সূর্যভিভা এন্ড |
|