বিশ্বকাপ, কিন্তু পঞ্চাশ ওভারের নয়, কুড়ি ওভারের। টোয়েন্টি-টোয়েন্টি খেলাটার বয়স খুব বেশি নয়। ১৯৭৫-এ যখন প্রথম বিশ্বকাপের সূচনা হয় তখন ক্রিকেট মহলে দ্বন্দ্ব ছিল ‘ওয়ান ডে’ খেলাটার ভবিষ্যত্ নিয়ে। কিন্তু দিন যত এগিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসীমা শুধুমাত্র ক্রিকেট বোদ্ধাদের অন্দর পেরিয়ে ঢুকে পড়েছে আপামর জনসাধারণের অন্দরে। আইসিসির পৌরহিত্যে ২০০৭-এ ‘টোয়েন্টি-টোয়েন্টি’ থুড়ি ‘টি-২০’ বিশ্বকাপের সূচনা। অর্থনৈতিকভাবে অন্যতম সফল এই টুর্নামেন্টে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারত ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান(২০০৯) ও ইংল্যান্ড(২০১০)। প্রসঙ্গত ২০১০-এ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় এখানেই। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসছে এবারের বিশ্বকাপের আসর। অংশ নেবে আইসিসির দশটি পূর্ণ সদস্য ও দু’টি অ্যাসোসিয়েট সদস্য দেশ। এবারের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসাবে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৮ সেপ্টেম্বর হাম্বানটোটায় শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ- বারোটা টিম নিয়ে টাইট ২০ দিনের টুর্নামেন্ট।

আজকের খেলা...
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ দুপুর ৩.৩০ বিস্তারিত স্কোর
শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড রাত ৭.৩০ বিস্তারিত স্কোর
  • নায়কোচিত... পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কোহলি, যুবরাজের কয়েকটি মুহূর্ত। ছবি: এপি ও এএফপি।

  • প্রেমদাসা স্টেডিয়ামের ছোঁয়া লেগেছে আমদাবাদের রাস্তায়। ছবি: এএফপি।

  • খেলা চলাকালীন করাচিতে পাকিস্তান সমর্থক। ছবি: এএফপি।

  • আলোর রোশনাইতে রেঙেছে ভারতীয় সমর্থকরা। ছবি: এপি।

  • হতাশ... প্রিয় দল হারায় বিষণ্ণ। ছবি: এএফপি।

  • প্রেমদাসায় ভারতীয় পতাকা হাতে সমর্থকদের উল্লাস। ছবি: এএফপি।

  • সইদ আজমলকে ফিরিয়ে সতীর্থদের সঙ্গে বালাজি। ছবি: এপি।

  • দেশের রঙে রাঙা... ইসলামাবাদে বড় স্ক্রিনে খেলা দেখার সময় এক সমর্থক। ছবি: এএফপি।

  • অলরাউন্ডার... ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে পুরনো মেজাজে দেখা গেল যুবরাজকে। ছবি: এএফপি।

  • পাশাপাশি... দু' দলের সমর্থকরা খেলোয়াড়দের উত্সাহ বাড়াতে হাজির ছিলেন স্টেডিয়ামে। ছবি: এপি।

  • ওঁ ক্রিকেটায় নমঃ... দলের জয়ের জন্য যজ্ঞ ভারতীয় সমর্থকদের। ছবি: এপি।

  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে হাসিম আমলাকে ফিরিয়ে উচ্ছ্বসিত ম্যাচের নায়ক শেন ওয়াটসন। ছবি: এপি।

  • অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে আউট করার পর মর্নি মর্কেল। ছবি: এএফপি।

  • প্রথম ম্যাচেই নজর কাড়লেন জেভিয়ার ডোহার্টি। কালিসকে ফেরানোর পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বসিত। ছবি: এএফপি।

  • সুপার এইট-এর খেলায় পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান, তার আগে গা ঘামাতে ব্যাস্ত ধোনি ও মনোজ তিওয়ারী। ছবি: এপি

  • সুপার এইট-এ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে অনুশীলনে খোস মেজাজে গৌতম গম্ভীর ও জাহির খান। ছবি: এপি

  • জয়ের উল্লাস! গোল করার আনন্দে মাতোয়ারা ধোনি ও রহিত শর্মা।ছবি: এপি

  • নিউজিল্যান্ড-ইংল্যান্ডের খেলা চলাকালীন ব্রিটিশ সমর্থকেরা। ছবি: এপি

  • অনুশীলনে ব্যস্ত অস্ট্রেলিয়ার মাইকেল হাসি। কলম্বোয় এএফপি-র তোলা ছবি।

  • অনুশীলনের ফাঁকে পাকিস্তানের উমর গুল।ছবি: এএফপি