টুকরো খবর
ট্রাকে ‘ওভারলোডিং’ বন্ধে ব্যবস্থা নিক প্রশাসন, দাবি
ট্রাকে ‘ওভারলোডিং’ বন্ধে প্রশাসনকে তৎপর হওয়ার দাবিতে হুগলিতে বৈঠক করলেন রাজ্যের ট্রাক মালিকদের ২২টি সংগঠনের প্রতিনিধিরা। শনিবার সিঙ্গুরের বড়বাজারে ওই বৈঠক হয় ‘হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন’-এর ডাকে। উপস্থিত ছিলেন ‘ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি মহেন্দ্র সিংহ গিল, সম্পাদক সত্যজিৎ মজুমদার। বৈঠকে উপস্থিত ট্রাক মালিকদের বক্তব্য, বিভিন্ন কারখানা এবং যে সমস্ত জায়গা (লোডিং পয়েন্ট) থেকে ট্রাকে মাল তোলা হয়, সেখানে নজরদারি করুক প্রশাসন বা পরিবহণ দফতর। তা হলেই ওভারলোডিং বন্ধ হয়ে যাবে। তা না করে রাস্তায় ট্রাক আটকে চালকদের যেন হয়রান না করা হয়। কেননা, ট্রাক চালকদের অতিরিক্ত মাল নিতে বাধ্য করা হয়। অথচ পুলিশ তাঁদেরই হয়রান করে। ‘হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন’-এর যুগ্ম আহ্বায়ক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য সরকারের আশ্বাসে আমরা লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েও তা প্রত্যাহার করেছি। সুপ্রিম কোর্টও ওভারলোডিং বন্ধ করতে প্রশাসনকে তৎপর হতে বলেছে। এর পরেও যদি আমাদের উপর পরিবহণ এবং পুলিশের অত্যাচার বন্ধ না হয়, তা হলে বড় আন্দোলনে নামতে পিছুপা হব না।”

মাটি খুঁড়ে উদ্ধার দুষ্কৃতীর মৃতদেহ
মাটি খুঁড়ে এক দুষ্কৃতীর গুলিবিদ্ধ এবং নলিকাটা দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার হুগলির ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস নর্থ গোয়ালাপাড়া মাঠ থেকে মহম্মদ কলিম খান ওরফে রিংগার্ড নামে ওই দুষ্কৃতীর দেহ উদ্ধার হয়। নিহতের বাড়ি চাঁপদানির পিবিএম রোডে। তাকে খুনের অভিযোগে মহম্মদ শাহিদ ওরফে মনুয়া, মহম্মদ সাজিদ, মহম্মদ মুবারক এবং মহম্মদ সামসের নামে অ্যাঙ্গাস এলাকার ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে ৩ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, জেরায় মনুয়া জানিয়েছে মাস দু’য়েক আগে তার এক আত্মীয়কে খুনের বদলা নিতেই রিংগার্ডকে খুন করা হয়। ধৃতদের জেরা করে শুক্রবার রাতে দিল্লি রোডের বিঘাটি মোড়ে একটি কারখানার পিছনে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে দু’টি মানুষের মাথার খুলি এবং কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ। একটি দেহাংশ মনুয়ার ওই আত্মীয়ের হতে পারে বলে পুলিশের অনুমান।

উদ্ধার স্ত্রী-কে খুনে অভিযুক্তের দেহ
গলায় মাফলার পেঁচিয়ে স্ত্রী-কে খুনের অভিযোগ দায়ের হয়েছিল স্বামীর নামে। পর দিন ঝুলন্ত অবস্থায় মিলল স্বামীর মৃতদেহ। শনিবার সকালে ঘটনাটি ঘটে আরামবাগের গৌরহাটি বেহালা বাজারে। মৃতের নাম মানিক সিংহ (২৫)। পুলিশের অনুমান, স্ত্রী-কে খুনে প্রধান অভিযুক্ত ওই যুবক অনুতাপে আত্মঘাতী হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মানিকের স্ত্রী বছর পঁচিশের রূপা সিংহের মৃতদেহ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় মাফলার পেঁচানো ছিল। মাফলারের এক প্রান্ত খাটের পায়ায় বাঁধা ছিল। রূপাদেবীর মা লীলা দলুই মানিক-সহ শ্বশুরবাড়ির ৮ জনের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা সকলেই গা-ঢাকা দেয়। পুলিশের ধারণা, শুক্রবার রাতেই বাড়িতে ঢুকে ঘরের সিলিং-এর সঙ্গে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলে পড়েন মানিক।

ব্যাঙ্কে জয়ী কং-তৃণমূল
বামেদের হারিয়ে হুগলির কোন্নগর সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির ক্ষমতা ধরে রাখল কংগ্রেস-তৃণমূল জোট। রবিবার ওই নির্বাচন হয়। কেন্দ্র এবং রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে গাঁটছড়া খুলে গেলেও এখানে তার কোনও প্রভাব পড়েনি। প্রশাসন সূত্রের খবর, ২৮টি আসনের মধ্যে জোটের প্রার্থীরা দখল করেন ১৭টি আসন। বামেরা পায় ৯টি। অন্যেরা ২টি আসন পেয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.