স্নাতকস্তরের রেজাল্টে নানা ভুলের জন্য ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে অভিযোগ তুলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই উপদেষ্টা পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ওই দুই উপদেষ্টা সমর মিশ্র ও পল্লব দাশগুপ্ত বৃহস্পতিবার তাঁদের পদত্যাগপত্র উপাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছেন। গোটা ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বস্তিতে পড়েছেন। ওই দুই উপদেষ্টা যাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই পরীক্ষা নিয়ামক সনাতন দাস শুধু বলেন, “আমি কিছু বলতে পারব না। যা বলার উপাচার্য বলবেন।” উপাচার্য অচিন্ত বিশ্বাস বলেন, “দুই উপদেষ্টার পদত্যাগপত্র হাতে পাইনি। তবে তাঁরা কাল রাত টেলিফোন করে পদত্যাগের কথা জানিয়েছিলেন। পদত্যাগপত্র আগে হাতে পাই তারপর যা বলার বলব।”
|
দুঃস্থদের পাশে দাঁড়াতে প্রভিডেন্ট ফান্ডে জমানো এক লক্ষ টাকা দান করলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। শুক্রবার মেখলিগঞ্জ উচ্চতর স্কুল কর্তৃপক্ষের কাছে ওই টাকার চেক তুলে দেন দর্শনের শিক্ষক সুধাংশু সরকার। সম্প্রতি তিনি অবসর নেন। ওই টাকার সুদ থেকে দুঃস্থ পড়ুয়াদের সাহায্যের পাশাপাশি তাঁ মা প্রয়াত সুনীতিবালা দেবীর নামে স্কলারশিপ চালুর জন্য তিনি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী জানান, গত অগস্টে সুধাংশুবাবু অবসর নেন। এদিন স্কুলে এসে এক লক্ষ টাকার চেকটি দেন। আমরা স্কলারশিপ চালু করব।” |