পুজোর হাওয়া পাড়ায় পাড়ায়

এ বার ৪৬ বছরে রায়গঞ্জের অনুশীলনী
ভিড় টানতে
মহীশূরের তিরুপতি বালাজি মন্দিরের আদলে ৭০ ফুট উঁচু ও ৫৫ ফুট চওড়া মণ্ডপ। নবদ্বীপের শিল্পীদের তৈরি। কাটোয়ার আলোয় দেখা যাবে ছোটা ভীম, ঘটনাবলি ও জীব-পশু-পাখির ছবি। থাকবে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেনের চলন্ত মডেল। নবদ্বীপের প্রতিমা। মাটি দিয়ে তৈরি প্রতিমার সাজসজ্জা।
গর্বের বিষয় চিন্তার বিষয়
অষ্টমীতে পাতপেড়ে এক হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা। জেলার ১০০ জন দুঃস্থ পড়ুয়াদের মধ্যে বই, খাতা, কলম, পোশাক বিলি করা হবে। পুজোর চার দিন স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে পারবেন তো? টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন রাস্তায় রিকশা ও ছোট গাড়ি ঢুকে যানজট তৈরি হওয়ার আশঙ্কা।
সপ্তপর্ণা বসু, ছাত্রী
চার দিন ছোট বড় সবার সঙ্গে হইচই ও আনন্দ করার সুযোগ মেলে। এত সুন্দর পুজো ছেড়ে পাড়ার অনেকেরই বাইরের পুজো দেখতে যাওয়ার ইচ্ছে হয় না। দশমীতে সবাই নাচতে নাচতে একসঙ্গে বিসর্জন দিতে যাওয়ার আনন্দ বর্ণনা করার ভাষা নেই।
কুশল বসু, প্রবীণ
কয়েক জন বন্ধু মিলে পুজো শুরু করেছিলাম। এখন আমরা প্রবীণ। গত বছর পর্যন্ত বড় মণ্ডপ তৈরি হয়নি। এবছর বাসিন্দাদের সহযোগিতায় সেই সমস্যা মিটেছে। সবাই এক পরিবারের সদস্য হয়ে আচার ও পুজো পরিচালনা করেন।
বিশ্বজিৎ বসু, যুগ্ম সম্পাদক

সবাই পুজোয় সামিল হন! সবার পরামর্শ নিয়েই থিম, প্রতিমা ও আলো ঠিক করা হয়! মহিলা, পড়ুয়া ও ছোটদের আনন্দ করার সব রসদই থাকে! মন্ডপে ঢুকতে ও বার হতে যাতে দর্শনার্থীদের কোনও সমস্যা না হয় সেই দিকে নজর রাখা হয়! থাকে একাধিক সহায়তা কেন্দ্র!
বাজেট ৬.৫ লক্ষ
সদস্য, বাসিন্দাদের চাঁদাই ভরসা। কিছু স্পনসরও আছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.