এ বার ৫৯ বছরে শিলিগুড়ির উজ্জ্বল সঙ্ঘ |
ভিড় টানতে |
মহাদেব শিবকে থিম করেই পাড়ার ফুটবল মাঠে পুজো মণ্ডপ। ৫০ ফুটের মহাদেব মাঠের মাঝে।
ফাইবার এবং ফোম দিয়ে ৯০ ফুট চওড়া মণ্ডপ। ৬০ ফুট উঁচু মণ্ডপের মাথায় শিবের নানা মূর্তি। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
মণ্ডপ লাগোয়া বিশাল মাঠে মেলা বসে যায়। ফুটবলে একাধিক টুর্নামেন্টে সাফল্য। রক্তদানে প্রথম সারিতে। পুজো ঘিরে উন্মাদনা বাড়াতে ওয়েবসাইট। |
প্রচুর সদস্য, স্বেচ্ছাসেবক,
চিন্তার কিছু নেই। |
অনামিকা দত্ত, ছাত্রী |
পুজোয় মণ্ডপ লাগোয়া মাঠ যেন হয়ে ওঠে মিলনমেলা।
প্রতিবছর ভোরে সদস্যরা মাঠ সাফাইয়ে উদ্যোগী হন।
এই পরিবেশ সচেতনতা আরও বাড়ুক। |
রতন সাহা, প্রবীণ |
সারা বছরের পাশাপাশি পুজোয় ক্লাব অনেক ভাল কাজ করে।
একটি হল দুঃস্থদের পোশাক, খাবার বিলি।
এবার সংখ্যাটা যেন বাড়ে। |
|
টিপন দে, ক্লাব মুখপাত্র |
|
বিগ বাজেটের ধারাবাহিকতা, ঐতিহ্য ধরে রাখা আমাদের চ্যালেঞ্জ। সকলের সহযোগিতায় এবারও তাতে সফল হব। |
|
|
বাজেট ১৪ লক্ষ |
স্থানীয় চাঁদা, সদস্য চাঁদা, স্পনসর এবং লটারি। |