মহিলাদের হেনস্থার অভিযোগ
লপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হেনস্থার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে জেলা গ্রামীণ উন্নয়ন সেল তথা ডিআরডিসি অফিস থেকে প্রশিক্ষণ শেষ করে আলিপুরদুয়ারে ফেরার বাস ধরতে পাহাড়পুরে ২০ জন মহিলা দাঁড়িয়ে ছিলেন। সেই সময় এক মদ্যপ ব্যক্তিমহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করেন বলে অভিযোগ। মহিলাদের গায়ে হাত দেওয়া ছাড়াও অশালীন প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এলাকার বাসিন্দারা মদ্যপকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম অর্ণব অধিকারী। তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহিলাদের অভিযোগ, পুলিশকে জানালেও তাঁরা ঘটনাস্থলে আসতে দেরি করেছে। এমনকি পাহাড়পুর মোড়ে এক ট্রাফিক কনস্টেবলকে জানালেও তিনি ব্যবস্থা নেননি। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখিয়েছে সিপিএম প্রভাবিত গণতান্ত্রিক মহিলা সমিতিও। সদরের ডিএসপি প্রভাত চক্রবর্তী বলেন, “অভিযোগের ভিত্তিতে একজন মদ্যপকে আটক করা হয়েছে. নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এলাকার ট্রাফিক কর্মীই মদ্যপ ব্যাক্তিকে ধরে রাখেন। তিনি ফোন করে থানায় খবর দিয়েছিলেন।” জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মহিলাদের নিরপত্তা বিঘ্নিত হয়েছে বলে দাবি করে আজ, শনিবার কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখাবে মহিলা সমিতি। সমিতির অভিযোগ, হেনস্থা হওয়ার খবর ডিআরডিসি কর্তৃপক্ষকে জানালেও তাঁরা প্রথমে খবরটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। প্রকল্প আধিকারিক এথেনা মজুমদার ফোনে বলেন, “বৈঠকে ব্যস্ত, এখন কিছু বলতে পারব না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.