টুকরো খবর
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২ মথুরাপুরে
নিজস্ব চিত্র।
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার লালপুর বাসমোড়ে ধৃত ওই দুষ্কৃতীর নাম সফিউদ্দিন লস্কর। বাড়ি স্থানীয় সন্তোষপুর গ্রামে। তার কাছ থেকে ৪টি দেশি রিভলভার, ১০ রাউন্ড গুলি, একটি ভোজালি ও ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে তাহের আলি নামে এক অস্ত্র সরবরাহকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম রানাঘাটা গ্রামের বাড়ি থেকে তাকে ধরা হয়। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ সফিউদ্দিন একটি থলেতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে হাতে নাতে ধরা হয়। জেরায় সে জানায়, তাহের আলির বাড়ি থেকে সে ওই সব আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি নিয়ে আসছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক রাজুরিয়া বলেন, “সফিউদ্দিনের বিরুদ্ধে কলকাতা ও যাদবপুর এলাকায় দুষ্কর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহের আলিকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলহাজতের নির্দেশ দেন।

গ্রেফতার ২১
পুলিশের উপরে চড়াও হয়ে মারধরের অভিযোগে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কাকদ্বীপের অক্ষয়নগরে ওই ঘটনায় ধৃতদের শুক্রবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, দিন দু’য়েক আগে মোবাইল ফোনে এক ছাত্রীর নগ্ন ছবি তোলার অভিযোগে দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক জামিনে ছেড়ে দেন। পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই তারা জামিন পেয়েছে এই অভিযোগ তুলে অক্ষয়নগর গ্রামের মানুষ ওই দিন সন্ধ্যায় রাস্তা অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে জনতার সঙ্গে সংঘর্ষ বাধে। তাতে ৫-৬ জন পুলিশকর্মী জখম হন। রাতে গ্রামে অভিযান চালিয়ে হামলার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

ছাত্রীর শ্লীলতাহানির নালিশ, ধৃত শিক্ষক
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন প্রৌঢ় শিক্ষক। বৃহস্পতিবার রাতে বীজপুরে শিক্ষকের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, গ্রেফতার হওয়ার আগে ওই শিক্ষককে স্থানীয় তৃণমূল কর্মীরা মারধর করে। পুলিশ জানিয়েছে, জনতা হাইস্কুলের রসায়নের ওই শিক্ষকের বাড়িতে গত ২৬ সেপ্টেম্বর বই আনতে গিয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, তখন তার শ্লীলতাহানির চেষ্টা করেন শিক্ষক। বৃহস্পতিবার ওই ছাত্রীর পরিবার বীজপুর থানায় অভিযোগ করেন। তৃণমূলের পক্ষ মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

প্রতারণা, ধৃত ১
কাজ দেওয়ার নাম করে এক যুবককে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ধৃত ওভাইদুল মণ্ডলের বাড়ি সাংবেড়িয়া গ্রামে। চার মাস আগে ওভাইদুল গ্রামের আবদুল কাদেরকে কাজ দেওয়ার নামে কলকাতায় নিয়ে যায়। তার পর থেকেই নিখোঁজ কাদের। তাঁর বাবা সফিকুল মণ্ডল অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার ওভাইদুলকে গ্রেফতার করে।

জমির পাট্টা বিলি
হাড়োয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুক্রবার এলাকার প্রায় সাড়ে চারশো ভূমিহীন গরিব কৃষক ও খেতমজুরের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক শ্যামল মণ্ডল, হাড়োয়ার বিধায়ক জুলফিকার মোল্লা, বিডিও বিশ্বজিত দত্ত গুপ্ত, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক প্রবীর চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির বন-ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জু বিশ্বাস।

বিডিওকে স্মারকলিপি
সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে রাস্তা তৈরির টাকা আত্মসাৎ-সহ বেশ কিছু অভিযোগ তুলে বিডিওকে স্মারকলিপি দিয়েছে তৃণমূল। শুক্রবার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া আঞ্চলিক তৃণমূলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। বিডিও সেই সময় দফতরে না থাকায় যুগ্ম বিডিও স্মারকলিপি নেন। পরে তৃণমূলের কর্মী-সমর্থকেরা এলাকায় প্রতিবাদ সভাও করেন।

দুর্ঘটনায় জখম সাত
ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হলেন সাত জন। শুক্রবার, বি টি রোডে ব্যারাকপুরের কাছে। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি ডিভাইডার টপকে দুই সাইকেল-আরোহী ও অটোতে ধাক্কা মারে। ডাম্পারের চালক এবং খালাসি পলাতক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.