|
|
|
|
আইওসিতে অগ্নিকাণ্ড, গুরুতর জখম চার ঠিকাকর্মী |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
তেলের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হলেন ইন্ডিয়ান অয়েলের (আইওসি) হলদিয়া শোধনাগারের কয়েকজন ঠিকাকর্মী। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ‘ফার্নেস অয়েল’ ট্যাঙ্কের মেরামতের কাজ চলাকালীন অতিরিক্ত চাপে ফেটে যায় একটি ডিজেল পাইপ। আহত হন কর্মরত সাত শ্রমিক। গুরুতর অগ্নিদগ্ধ চার জনকে প্রথমে টাউনশিপের আইওসি হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তর করা হয়। শোধনাগারের নিজস্ব ৩টি দমকল ইঞ্জিনের চেষ্টায় ২৫ মিনিট পরে নিয়ন্ত্রণে আসে আগুন। |
|
আহত কর্মী। নিজস্ব চিত্র। |
আইওসি সূত্রে জানা গিয়েছে, সাধারণত এক বছর অন্তর ট্যাঙ্কগুলি ঠিকঠাক করা হয়। এ দিন ওই কাজ চলাকালীন ৭০৬ ও ৭০৪ নম্বর ট্যাঙ্কের মাঝ দিয়ে যাওয়া ডিজেলের পাইপটি ফেটে যায়। ছিটকে ডিজেল গিয়ে পড়ে ট্যাঙ্কের ভিতরে। ট্যাঙ্কে তখন ‘ওয়েল্ডিং’য়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুন লাগে ট্যাঙ্কের ভিতরে। কর্মরত ঠিকাশ্রমিক দিলবার হোসেন, গৌতম মান্না, পূর্ণেন্দু মান্না ও গুরুপদ প্রামাণিক ট্যাঙ্কের ভিতরেই আটকে পড়ে অগ্নিদগ্ধ হন। পরে সংস্থার নিজস্ব দমকল তাঁদের উদ্ধার করে আইওসি হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়। মাস ছয়েক আগেই আইওসির ওই পাইপ লাইনের কিছু অংশ বদল করা হয়েছিল। দিন কয়েক আগে বিপর্যয় মোকাবিলায় হয়েছিল একটি মহড়াও। এরপরেও এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন আইওসি কর্তৃপক্ষ। ঠিকাশ্রমিক ইউনিয়নের দায়িত্বে থাকা তৃণমূল নেতা স্বপন নস্কর বলেন, “আইওসি কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব দিয়েই বিষয়টি দেখছেন। আমরা আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানাব।” কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) এন কে পারমার বলেন, “অতিরিক্ত চাপেই ওই পাইপটি ফেটেছে। দুর্ঘটনার কারণ খুঁজতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আপাতত ওই পাইপলাইনটি বন্ধ রয়েছে। |
|
|
|
|
|