...গন্ধ এসেছে ড্র্যাগনের দেশে দুর্গা

উদয়রাজপুর পেয়ারাবাগান:
৪৪ বছরের এই পুজোর আকর্ষণ সাবেকিয়ানা। মন্দিরের আদলে তৈরি মণ্ডপ জুড়ে থাকবে বাহারি আলো। সাবেক প্রতিমা।

উদয়রাজপুর নেতাজি সঙ্ঘ: মন্দিরের আদলে মণ্ডপ। চন্দননগরের আলো।

হৃদয়পুর হরিহরপুর সর্বজনীন: এ বারের থিম রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। ব্রতী সঙ্ঘের মাঠে গামছা, পাখা ও শোলা দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। মাঠ জুড়ে থাকবে সহজ পাঠের নানা ছবি ও লেখা। সাবেক প্রতিমা।

বারাসত চারের পল্লি: স্বর্গ-মর্ত-পাতালের নানা ঘটনা দেখা যাবে মণ্ডপ জুড়ে। ঢাকার ঢাকেশ্বরীর আদলে প্রতিমা পূজিত হবেন মর্ত্যের অংশে। সেখান থেকে স্বর্গের বিভিন্ন দেবদেবীকে দেখা যাবে। সিঁড়ি দিয়ে নীচে নামলে পাতাল। সেখানে আলো-আঁধারির খেলায় মায়াবী পরিবেশ।

বারাসত উত্তর অশ্বিনীপল্লি সর্বজনীন: দশম বর্ষের এই পুজোর থিম বিভিন্ন সময়ে দার্জিলিং-এর পরিস্থিতি। নেপালি মানুষদের দেখা মিলবে মণ্ডপে। নাগাদের মতো ঘাগরা পরা দেবীমূর্তির সঙ্গে মানানসই আলো।

শেঠপুকুর সর্বজনীন: মধ্যযুগীয় রাজবাড়ির আদলে মণ্ডপ। ৫৮ বর্ষের এই পুজোয় প্রতিমা সাদা-কালো।

সবুজ সঙ্ঘ: বরিশাল কলোনির এই পুজোয় এ বার ইসকনের মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। চন্দননগরের আলো।

শ্যামলীর মাঠ দক্ষিণপাড়া দুর্গোৎসব: ছোট ছোট বাঁশের ঝুড়ি দিয়ে তৈরি হবে দক্ষিণ ভারতের মণ্ডপ। স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা ও পদযাত্রা।

আমতলা সর্বজনীন: মায়াপুরের নতুন মন্দিরের আদলে মণ্ডপ। মন্দিরের গায়ে বিভিন্ন রকমের জীবজন্তুর ছবি।
কলুপুকুর সর্বজনীন: এ বারের থিম ভূত বাংলো। গা ছমছমে পরিবেশ।

অশ্বিনীপল্লি সেবাসঙ্ঘ: ৬১তম বর্ষে কর্নাটকের হাইকোর্টের আদলে ৫৫ ফুট উঁচু ও ৮০ ফুট চওড়া মণ্ডপ।

চড়কডাঙা সর্বজনীন: ৬৬তম বর্ষে বেতের ঝুড়ির তৈরি অসমের চামুণ্ডা মন্দির। দূষণমুক্ত ভেষজ রং ব্যবহার হবে দেবীমূর্তিতে।

নতুনপুকুর সর্বজনীন: ৩৬তম বর্ষে প্লাই ও হাতপাখা দিয়ে বেঙ্গালুরুর শিবমন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ।

হাটখোলা সঙ্ঘমিত্র সর্বজনীন: ৩৯তম বর্ষে থিম গোপাল ভাঁড়। সেই সঙ্গে জঙ্গলমহলে নারী-স্বাধীনতার ভাবনায় দেবী মূর্তি।

বিজয়নগর স্পোর্টিং ক্লাব: ৩৭তম বর্ষে ওড়িশার রাজবাড়ির আদলে মণ্ডপ। নবরূপে নবদুর্গা এবং চন্দনগরের আলো। রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

যুবক সঙ্ঘ: ৭২তম বর্ষে থিম জাপানের ড্রাগন দুর্গ। রুমাল দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। সঙ্গে মানানসই প্রতিমা।

কল্যাণকৃৎ সঙ্ঘ: ৫৩তম বর্ষে ভুটানের তৃতীয় রাজার স্মৃতিসৌধের আদলে মণ্ডপ। ভিতরে সাতটি ও বাইরে তোরণে বুদ্ধদেবের মূর্তি।

২২ ঘর পুজো কমিটি: ২২ টি ঘরের মধ্যে নানা রূপে পূজিত হবেন দেবী।

সুকান্তনগর শারদোৎসব: ঘরোয়া আবহে পুজোই এর বিশেষত্ব।

পূর্বাঞ্চল সর্বজনীন দুর্গোৎসব সমিতি: নিউ ব্যারাকপুরের এই পুজো এ বার পা দিল ৬০ বছরে। সাবেক প্রতিমা।

নবপল্লি মধ্য বালুড়িয়া ব্যায়াম সমিতি, রথতলা স্পোর্টিং ক্লাব, দক্ষিণপাড়া সর্বজনীন, ন’পাড়া ওয়েলফেয়ার কমিটি, পায়োনিয়ার পার্ক ছাড়াও গুহ বাড়ি এবং শিবের কোঠার প্রাচীন পুজোগুলিও উল্লেখযোগ্য।

ছবি: সুদীপ ঘোষ




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.