...গন্ধ এসেছে এ বার পুজো কেদারনাথে

চাণক সর্বজনীন দুর্গোৎসব:
জজবাড়ির পুজো নামেই বিখ্যাত ১০৯ বছরের পুরনো এ পুজো। ডাকের সাজের সাবেক প্রতিমা। পুজোয় বস্ত্র বিতরণ হয়। চার দিন থাকে নানা অনুষ্ঠান। ধুনুচি নাচে অংশ নেন মহিলারা।

তালপুকুর বারোয়ারি শ্রীশ্রী দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা: কৃষ্ণনাথ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত এ পুজোর বয়স ৯০ বছর। বাড়ির পুজোই একসময় বারোয়ারি পুজো হয়েছে। ডাকের সাজের প্রতিমা। থাকে পংক্তিভোজনও।

আনন্দপুরী শীতলা মন্দির সমাজ: এ বার থিম জলসাঘর। সত্যজিৎ রায়ের ছবিটির অনুকরণে জলসাঘর তৈরি হচ্ছে বাঁশ, কাঠের মণ্ডপে। গাছের গুঁড়িতে কষ্ঠিপাথরের রঙে প্রতিমা।
ইছাপুর আনন্দমঠ কেন্দ্রীয় সর্বজনীন
রায়বাগান দুর্গোৎসব কমিটি: ৬৪ বছরের এ পুজোর থিম এ বার সে কাল-এ কাল। বেত ও ঝুড়ি দিয়ে মণ্ডপ সাজছে বৃন্দাবনের পরিবেশে। শিল্পীরা মায়াপুরের।

ওল্ড ক্যালকাটা রোড সর্বজনীন: প্রাচীন মন্দিরের মধ্যে সোনার প্রতিমা। ঠাকুরদালান, নাটমন্দির, তুলসীমঞ্চ তৈরি হচ্ছে। পুজোর দিনগুলোতে ছবি আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠান বই-বিতরণও থাকে।

বড়পোল পূর্ব তালপুকুর অধিবাসীবৃন্দ: মন্দিরের আকারে মণ্ডপে চিরাচরিত সাজের প্রতিমা। থাকছে নানা অনুষ্ঠানও।

পানপাড়া সর্বজনীন: ভিন রাজ্যের মন্দিরের আদলে মণ্ডপ। মানানসই প্রতিমা। ষষ্ঠীতে বিশেষ অনুষ্ঠান ছাড়াও বস্ত্র-বিতরণ থাকে।

সুমঙ্গলাপুরী সর্বজনীন: মন্দিরের আদলে মণ্ডপ। বারোয়ারি পুজো হয় ঘরোয়া ভাবে।

কোলেপাড়া সর্বজনীন: প্রতিমা সাবেক, মণ্ডপ মন্দিরের আদলে।
পলতা নেতাজি সঙ্ঘ পলতা সেবাগ্রাম
তালপুকুর পঞ্চাননতলা দুর্গোৎসব: মহিলা পরিচালিত এই পুজোয় ডাকের সাজের একচালা প্রতিমা।

মাঠপাড়া মহিলা সমন্বয় কমিটি: মহিলা পরিচালিত এই পুজোয় সদস্যসংখ্যা ১১২। সাবেক প্রতিমা, অনাড়ম্বর মণ্ডপ।

নেতাজি সঙ্ঘ (পলতা জহর কলোনি): রাজস্থানের একটি স্মৃতিসৌধের আদলে মণ্ডপ। থিম স্বর্গ ও নরক। মাটি, ফাইবার গ্লাস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। দুর্গার দু’টি মূর্তি থাকবে।

মধ্য নোনাচন্দনপুকুর দুর্গোৎসব: এই মণ্ডপ এ বার শিশুদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে বলে উদ্যোক্তাদের আশা। কার্টুনের টম অ্যান্ড জেরি এ বার এখানকার মণ্ডপে। প্রতিমা সাবেক।

চিড়িয়ামোড় যুবশক্তি মানস: হিন্দি স্কুলের মাঠে বিশাল মণ্ডপ। মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হচ্ছে কাঠ, বাঁশ ও প্লাই দিয়ে। প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া। পুজো ঘিরে এখানে মেলা বসে।

ইছাপুর হরিসভা
সেবাগ্রাম: তাইল্যান্ডের নাগমন্দিরের আদলে মণ্ডপ। অন্দরসজ্জা শিস মহলের আদলে। কাচের টুকরো দিয়ে তৈরি ফুল, পাতা, নকশা, বিভিন্ন মডেল ও মার্বেল দিয়ে সেজে উঠছে মণ্ডপ। শিল্পীরা নদিয়ার।শান্তি সঙ্ঘ: ৪৫তম বছরের পুজোয় থিম বৈষ্ণোদেবী। পাহাড়, ঝর্না পেরিয়ে প্রায় ২০ ফুট উপরে উঠে সাবেক মূর্তি। থাকছে মেলাও।

হরিসভা: থিম কেদারনাথ। কাঠ ও প্লাইয়ের মণ্ডপ। স্পঞ্জ ও নারকেল ছোবড়া দিয়ে তৈরি হবে পাহাড়। কেদারনাথের অনুকরণে বরফের পাহাড়ের মতো পাহাড় হবে। নাগ, নারায়ণ, লক্ষ্মী, শিব, হনুমান মন্দির ও শঙ্করাচার্যের সমাধিও হচ্ছে। মণ্ডপ হবে প্রায় ১০০ ফুট উঁচু। প্রতিমা ভবানীরূপী।

ইছাপুর আনন্দমঠ কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব:
থিম দিল্লির লালকেল্লা। প্লাই, মাটি, প্যারিস দিয়ে তৈরি হচ্ছে কেল্লা। ৫০০ টাকার নোটের উপরে তৈরি হচ্ছে প্রতিমা।

ইছাপুর বয়েজ ক্লাব: কেরলের অরুণাচলেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ। কাঠ, প্লাই, কাপড়ের উপরে বেতের কাজ। প্রতিমা সাবেক।

তুফান সঙ্ঘ (পলতা):
রাজস্থানের রাজা উমেদ সিংহের ভবনের আদলে মণ্ডপ।

ঘিদহ সুকান্ত পল্লি: সাবেক প্রতিমা। ধান খেত আর সবুজ মাঠের পাশে পুজো মণ্ডপ। পাড়ার মহিলারা পুজোর আয়োজন করেন।

নিজস্ব চিত্র




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.