তাঁর নেতৃত্বেই বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার। আবার তাঁর চেয়ারম্যানশিপেই বোর্ডের টেকনিক্যাল কমিটি বাংলার হাতে অপ্রত্যাশিত ভাবে তুলে দিয়েছিল চ্যালেঞ্জার ট্রফিতে খেলার ছাড়পত্র। নিয়মে বদল আনা হয়েছিল, এই মরসুম থেকে চ্যালেঞ্জারে ভারত ‘এ’ এবং ‘বি’ ছাড়া তৃতীয় দল হবে বিজয় হাজারে চ্যাম্পিয়ন টিম। শনিবার রাজকোটে সেই চ্যালেঞ্জার ট্রফিতে নামছে বাংলা। সুব্রহ্মণ্যম বদ্রিনাথের ভারত ‘এ’-র বিরুদ্ধে। তিনি অর্থাৎ, সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য বাংলা টিমে নেই।
শরীরী উপস্থিতি না থাকলেও বাংলা টিমের মননে অদ্ভুত ভাবে আছেন সৌরভ! ভারত ‘এ’ দলে বদ্রি, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পা, আজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মারা আছেন। বাংলার সেখানে নেই মনোজ-দিন্দা-সামি-অনুষ্টুপ। কিন্তু রাজকোটে ফোন করে যা মনোভাব পাওয়া গেল, তাতে পরিষ্কার, প্রিয় ‘দাদি’র ‘উপহার’-কে সম্মান জানাতে টুর্নামেন্ট জিততে চায় বাংলা। লক্ষ্মীরতন শুক্ল বলছিলেন, “বাংলাই প্রথম রাজ্য দল যারা চ্যালেঞ্জার খেলছে। আর সেটা দাদির জন্য। টুর্নামেন্টটা ওর জন্যই জিততে চাই।” বাংলার নির্বাচক প্রধান ও অন্তবর্তী কোচ দীপ দাশগুপ্তও বলছিলেন, “ম্যাচগুলো লাইভ দেখানো হবে। কেউ ভাল কিছু করলে জাতীয় নির্বাচকদের চোখে পড়তে বাধ্য। দাদি ছাড়া বাংলার এ জিনিস হত না।” কোচ ডব্লিউ ভি রামন শুক্রবার রাজকোট ঢুকলেন রাতের দিকে। টিমের যা খবর, লক্ষ্মী, শুভময় দাস এবং অধিনায়ক ঋদ্ধিমান সাহা বাদে জয়জিৎ বসু, সায়নশেখর মণ্ডল, বীরপ্রতাপ সিংহের মতো তরুণদেরই দেখা যাবে এই ম্যাচে। |