সব জল্পনার অবসান ঘটিয়ে মার্সিডিজ দলের সঙ্গেই নতুন গাঁটছড়া বাঁধলেন লুইস হ্যামিল্টন। ইদানীংকালে ফর্মুলা ওয়ানের সব থেকে সাড়া ফেলা দলবদলে ২০১৩ থেকে তিন বছরের জন্য জার্মান দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ব্রিটিশ তারকা। কিংবদন্তি মাইকেল শুমাখারের জায়গায় নিকো রসবার্গের নতুন সঙ্গী হচ্ছেন তিনি। “এখন আমার নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময়। মার্সিডিজের একজন হতে পেরে আমি রীতিমতো উত্তেজিত,” বলেছেন সাতাশ বছরের হ্যামিল্টন। প্রত্যাশা মতোই হ্যামিল্টনের জায়গায় ম্যাকলারেনে আসছেন স্যবার দলের বাইশ বছরের উদীয়মান তারকা, মেক্সিকান সের্জিও পেরেজ। প্রশ্ন উঠছে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছে, অবসর নিতে পারেন তিনি।
|
জাতীয় প্রিমিয়ার চেস চ্যাম্পিয়নশিপে নেই ভারতের প্রথম সারির দাবাড়ুরা। আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে টুর্নামেন্টের সুবর্ণজয়ন্তী সংস্করণ। ১৯৭৬ সালের পর আবার বাংলায় হচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু সূর্যশেখর, সন্দীপনরা কেউই নামছেন না। আয়োজকদের দাবি, ২০১৩ সালে দাবা অলিম্পিয়াড নেই বলেই এই টুর্নামেন্টে আগ্রহ নেই প্রথম সারির দাবাড়ুদের। মহিলা দাবাড়ুদের মধ্যে একমাত্র আছেন বাংলার মেরি অ্যান গোমস। এ দিকে, ২০০৮ সালের পর আবার জাতীয় মানের কোনও টুর্নামেন্টে নামছেন দিব্যেন্দু বড়ুয়া।
|
ভারত এবং নিউজিল্যান্ডের ‘এ’ দলের মধ্যে চলা টেস্ট ম্যাচে ৫৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলার তরুণ পেসার সামি আমেদ নজর কাড়লেন। ভারতের ৩৩৯ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৩৪-৮ ডিক্লেয়ার করে। বিনয়কুমার, রাহুল শর্মা দু’টি করে উইকেট পান। নিউজিল্যান্ডের লাথাম ১৩২ করেন। দ্বিতীয় ইনিংসে ভারত ১৩৭-২। ৫২ রানে ক্রিজে আছেন বাংলার অনুষ্টুপ মজুমদার।
|
শুক্রবার থেকে মালদহের বৃন্দাবনী ময়দানে শুরু হল ৫৮তম রাজ্য স্কুল কবাডি প্রতিযোগিতা। নানা জেলা থেকে (অনূর্ধ্ব ১৭ ও ১৯ বছর) ছাত্রছাত্রীরা যোগ দিয়েছে। |