রিয়াল মাদ্রিদ কোচ হোসে মোরিনহোর প্রথম এগারো বাছা নিয়ে চিন্তা বাড়িয়ে তুলেছেন কাকা। আর ব্রাজিল কোচ মানো মেনেজেসকে চিন্তামুক্ত করেছেন কাকা।
বোগোতার বিরুদ্ধে রিয়ালের ৮-০ জয়ে ফিফার প্রাক্তন বর্ষসেরা ফুটবলার কাকা হ্যাটট্রিক করার আটচল্লিশ ঘণ্টার মধ্যে তাঁকে ব্রাজিল দলে ফেরানো হল আজ। মোরিনহো বলেছেন, কাকার ফর্মে ফেরাটা রিয়ালে বিকল্পের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি প্রথম একাদশ বাছা নিয়ে সমস্যাও বাড়াবে। গত চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধে রিয়ালের হারের ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি মিস করার পরে বোগোতার বিরুদ্ধেই ঘরের মাঠ বের্নাবৌতে প্রথম নেমেছিলেন কাকা।
ব্রাজিলের জার্সিতে কাকা শেষ খেলেছিলেন ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১-২ হারের ম্যাচে। তার পরেই দুঙ্গাকে সরিয়ে মেনেজেসকে ব্রাজিলের কোচ করা হয়েছিল। তাঁর আমলে কাকার এটা দ্বিতীয় বার ব্রাজিল দলে সুযোগ পাওয়া। গত বছর জাতীয় দলে সুযোগ পেলেও চোটের জন্য কাকা খেলতে পারেননি মিশর ও গ্যাবনের বিরুদ্ধে। ২০১৪ বিশ্বকাপের উদ্যোক্তা দেশ ব্রাজিল ১১ অক্টোবর সুইডেনে ইরাকের বিরুদ্ধে এবং তার পাঁচ দিন পরে পোল্যান্ডে জাপানের বিরুদ্ধে ফিফার ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ওই ম্যাচের জন্য তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন, ৩০ বছর বয়সি কাকা-সহ পুরোশক্তির দলই নির্বাচিত করেছে ব্রাজিল। অভিজ্ঞতম ফুটবলার অবশ্যই দেশের হয়ে ৮২ ম্যাচ খেলা কাকা-ই।
মেসি-ই অধিনায়ক: উরুগুয়ে ও চিলির বিরুদ্ধে ২০১৪ বিশ্বকাপ কোয়ালিফাইংয়ের দু’টো গুরুত্বপূর্ণ ম্যাচ আর্জেন্তিনাকে নেতৃত্ব দেবেন লিও মেসি। ঘরের মাঠে ১২ অক্টোবর ফোরলানের উরুগুয়ের মোকাবিলা করার পরে আর্জেন্তিনা ১৬ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলবে চিলির সঙ্গে। প্রাক বিশ্বকাপ ম্যাচে কোচ সাবেলা ঝুঁকি না নিয়ে পূর্ণশক্তির দল গড়েছেন। রোমেরো, জাবালেতা, মাসচেরানো, দি মারিয়া, ইগুয়াইনসাম্পদোরিয়া, ম্যান সিটি, রিয়াল, বার্সাইউরোপের সব নামী ক্লাবের তারকারাই জাতীয় দলে আছেন।
|
পুরুষ ফুটবল দলের মেয়ে কোচ
নিজস্ব প্রতিবেদন |
একে পুরুষদের ফুটবল দলের মেয়ে কোচ! তাও আবার বিখ্যাত মডেল! দেশের নামী মডেল তিহানা নেমচিচ-কে ছেলেদের দলের কোচ নির্বাচিত করে রাতারাতি বিশ্ব ফুটবলের খবরের শিরোনামে এসে গেছে ক্রোয়েশিয়ার পঞ্চম ডিভিশনের ক্লাব ভিক্টোরিয়া ভোয়াকোভাচ। চব্বিশ বছর বয়সি নেমচিচ অবশ্য মডেলিংয়ের পাশাপাশি ফুটবলটাও ভালই জানেন। ক্রোয়েশীয় ফুটবলের হেভিওয়েট ক্লাব ডায়ানামো জাগ্রেবের মেয়ে দলের তিনি নিয়মিত ফুটবলার। যাদের পুরুষ টিম এ বার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। অভিনব দায়িত্ব পেয়ে নেমচিচ বলেছেন, “আমিই হেড কোচ। আমার পুরো স্বাধীনতা আছে ছেলেদের টিমের ট্যাকটিক্স, গেমপ্ল্যান, দল গড়ার ব্যাপারে। যখন একজন ছেলে আর মেয়ের একই পেশায় সমান শিক্ষা ও যোগ্যতা থাকে, তখন ছেলেদের দলকে একজন মেয়ের কোচিং দিতে অসুবিধে কীসের?”
|
বিশ্বকাপ ফাইনাল রাত সাড়ে বারোটায়
নিজস্ব প্রতিবেদন |
২০১৪ বিশ্বকাপের যাবতীয় ম্যাচের সময় সূচি ফিফার সদর দফতর জুরিখে চূড়ান্ত হয়ে গেল। ১২ জুন সাও পাওলোয় উদ্বোধনী ম্যাচ শুরু স্থানীয় সময় বিকেল পাঁচটায়। ভারতীয় সময় রাত দেড়টায়। ১৩ জুলাই মারাকানা স্টেডিয়ামে ফাইনাল শুরু ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়। গ্রুপ লিগে স্থানীয় সময় দুপুর একটা থেকে রাত এগারোটা (ভারতীয় সময় রাত সাড়ে ন’টা থেকে পরের দিন সকাল সাড়ে সাতটা)-র মধ্যে সাতটি বিভিন্ন সময় খেলা শুরু হবে। নক আউট পর্বে ম্যাচ শুরু ভারতীয় সময় রাত সাড়ে ন’টা এবং রাত দেড়টায়। |