টানা দু’বছর ট্রফিহীন সবুজ-মেরুন শিবিরের দরজায় কড়া নাড়ছে আই লিগ। ৬ অক্টোবর শিলংয়ে ওডাফার দলের প্রথম ম্যাচ লাজং এফসি-র বিরুদ্ধে। তার এক সপ্তাহ আগেও অনুশীলনে গঙ্গাপারের ক্লাবে প্রস্তুতি শিকেয় তুলে নাটকের অন্ত নেই।
নাটক এক: অনুশীলনে না এসে মুম্বইয়ে ‘ব্যক্তিগত কাজে’ ব্যস্ত রইলেন কোচ সন্তোষ কাশ্যপ। তাঁর কথায়, “রবিবার ফিরব।”
নাটক দুই: অনুশীলনে গরহাজির অধিনায়ক ওডাফা।
নাটক তিন: আলটপকা মন্তব্যের জেরে কোচ ছাঁটাই হবে কি না, সেই প্রশ্নের মধ্যেই সহকারী কোচ বার্নার্ডের পদত্যাগ নিয়ে নতুন জল্পনা। আর তিন নাটকের টিআরপি বাড়িয়ে টোলগে- বিস্ফোরণ, “কোচ ফিরলেই কিছু প্রশ্নের উত্তর জানতে চাইব। ওডাফার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে বলে ভিত্তিহীন মন্তব্য করলেন কেন?”
যা দাঁড়াচ্ছে, আই লিগের আগে বিতর্কের অন্ধ গলিতে হোঁচট খাচ্ছে মোহনবাগান। কোচ বলেছিলেন, শুক্রবারই পুরোদমে প্রস্তুতি শুরু করবেন। এ দিন তিনিই গরহাজির। ক্লাবকর্মীদের কেউ বললেন, “কাশ্যপ এসেছেন”। কেউ বললেন “কাশ্যপ মুম্বইয়ে”। আর কাশ্যপকে ফোন করা হলে বললেন, “আমি ব্যস্ত। যা জানার সচিব অঞ্জন মিত্রের কাছ থেকে জেনে নিন।” সচিব যদিও কোনও মন্তব্য করেননি। মিনিট পাঁচেকের মধ্যেই মুম্বই থেকে মোহন-মাঠে হাজির সাংবাদিকদের ফোন করেন স্বয়ং কোচ। একশো আশি ডিগ্রি ঘুরে এ বার বলেন, “তখন কথা বলতে পারিনি। আমি দুঃখিত। আসলে ব্যক্তিগত কাজে হঠাৎই মুম্বই এসেছি। সোমবার থেকে পুরোদমে আই লিগের প্রস্তুতি শুরু করব।” কেন শুক্রবারের বদলে প্রস্তুতি পর্ব সোমবার চলে গেল, সে ব্যাপারে জানতে চাইলে অবশ্য খোলসা করলেন না কিছু।
তবে কোচের আলটপকা মন্তব্যে দলের কিছু ফুটবলার এবং কর্মকর্তা ক্ষুব্ধ। বিকেলে স্পনসর ইউবি গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আই লিগের জন্য ফটোসেশন পর্বও পিছিয়ে দেওয়া হল। এমনকী ফেড কাপের ব্যর্থতার দায় নিয়ে সহকারী কোচের পদত্যাগ পরিকল্পনা আরও জল্পনা বাড়িয়েছে অসন্তোষের এপিসোডে। রাতের খবর, বার্নার্ডকে নাকি বুঝিয়ে শান্ত করা গিয়েছে। |