সিদ্ধান্তে বিতর্ক
ফ্রন্টছুট বামেদের প্রতিবাদ সম্মেলনে নেই সিপিএম
উপিএ-সরকারের বিরোধিতায় বিজেপির নিতিন গডকড়ীর সঙ্গে এক মঞ্চে যেতে আপত্তি নেই। ইউপিএ-র সমর্থক মুলায়ম সিংহ যাদবের নেতৃত্বে রাস্তায় নামতেও অসুবিধা হয় না। কিন্তু সেই একই কারণে অন্য বাম দলগুলির সঙ্গে একই মঞ্চে যেতে রাজি হল না সিপিএম নেতৃত্ব।
মনমোহন সরকারের দুর্নীতি ও নতুন আর্থিক সংস্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার দিল্লিতে বাম দলগুলির সম্মেলনের ডাক দিয়েছে ‘বাম সমন্বয় কমিটি’। এই কমিটিতে সিপিআই (এম-এল) ছাড়াও লাল নিশান পার্টি, সিপিএম (পঞ্জাব) এলসিসি (কেরল) ও সিপিআরএম (দার্জিলিং)-এর মতো ছোট ছোট বাম দলগুলি রয়েছে। ওই সম্মেলনে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি-র মতো অন্য বাম দলের শীর্ষনেতারাও উপস্থিত থাকবেন।
কিন্তু এই সম্মেলনে অংশ নিতে অস্বীকার করেছে সিপিএম। সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে আমন্ত্রণ জানানো হলেও দলের তরফে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সিপিএম থেকে ভেঙে বেরিয়ে যাওয়া দলগুলি এই সম্মেলনে অংশ নিচ্ছে, তাই সিপিএম নেতারা তাতে অংশ নেবেন না। সরকারি ভাবে অবশ্য সিপিএমের বক্তব্য, সম্মেলনের আয়োজনের আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নীলোৎপল বসু বলেন, “এইধরনের উদ্যোগ নেওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। আলাদা ভাবে এইধরনের বাম সমন্বয়ের চেষ্টা করেও কোনও লাভ নেই।”
প্রকাশ কারাট না গেলেও, ফব-র দেবব্রত বিশ্বাস, সিপিআইয়ের ডি রাজা, আরএসপি-র অবনী রায়, সিপিআই (এমএল)-এর দীপঙ্কর ভট্টাচার্যরা এই অনুষ্ঠানে অন্যতম বক্তা হিসেবে হাজির থাকবেন। অন্য দলের বাম নেতাদের বক্তব্য, আসলে সিপিএম সবসময়ই অন্য বাম দলগুলির উপরে ছড়ি ঘোরাবার চেষ্টা করে। কিন্তু এখানে সেই সুযোগ না মেলাতেই তাঁরা এর মধ্যে ঢুকতে চাইছেন না। সিপিএম সূত্রের বক্তব্য, সিপিআই (পঞ্জাব), এলসিসি (কেরল) বা সিপিআরএম দলগুলি সবই সিপিএম থেকে বেরিয়ে গিয়ে তৈরি। পঞ্জাবে দলের প্রাক্তন রাজ্য সম্পাদক মঙ্গতরাম পাসলা হরকিষেণ সিংহ সুরজিতের আমলে দল ছাড়েন। দার্জিলিংয়ে সিপিএমের একটি অংশ সুবাস ঘিষিংয়ের গোর্খা আন্দোলনের সময় সিপিআরএম নামে অন্য দল গড়েছিল।
একইভাবে কেরলের টি পি চন্দ্রশেখরণের অনুগামীরাই এলসিসি (কেরল) নামে নতুন দল গড়েছেন। প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদে সমর্থনের বিরোধিতা করে দল থেকে বহিষ্কৃত প্রসেনজিৎ বসুও ওই সম্মেলনে বক্তা হিসেবে হাজির থাকবেন। দলের বিক্ষুব্ধদের সঙ্গে এক মঞ্চে এলে তাঁদের কোপের মুখে পড়তে হতে পারে বলেই প্রকাশ কারাট-সীতারাম ইয়েচুরিরা এই সম্মেলন এড়িয়ে যাচ্ছেন বলে দলীয় সূত্রের বক্তব্য।
কিন্তু এই সম্মেলন এড়িয়ে গিয়ে পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্তর বিরুদ্ধেই পদক্ষেপ করা হচ্ছে কি না, দলের মধ্যে সেই প্রশ্ন উঠেছে। কোঝিকোড় পার্টি কংগ্রেসে সিপিএম শপথ নিয়েছিল, সমস্ত বামমনস্ক দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে ‘বৃহত্তর বাম গণতান্ত্রিক ঐক্য’ গড়ে তোলা হবে।
রবিবারের সম্মেলনেরও আলোচ্য বিষয় হল, বর্তমান পরিস্থিতিতে বাম ও গণতান্ত্রিক দলগুলির কর্মসূচী কী হবে। এই দলগুলিকে বাদ দিয়ে কীভাবে বাম গণতান্ত্রিক ঐক্য তৈরি হবে, তার উত্তর অবশ্য সিপিএম নেতারা দিতে পারছেন না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.